সফল মন্ত্র - রউফুল আলম PDF | Sofol Montro | Rauful Alam

সফল মন্ত্র - রউফুল আলম PDF | Sofol Montro | Rauful Alam

সফল মন্ত্র - রউফুল আলম PDF | Sofol Montro | Rauful Alam



Review:
সফলতার আকাঙ্ক্ষা সহজাত। মানুষ সফল হতে চায়। কিন্তু সফলতার কোনো ছকে বাঁধা নির্দিষ্ট পথ নেই। সফলতা হলো এক দীর্ঘ পথ। সে পথের গল্প। অভিজ্ঞতা। উত্থান-পতন।

সফলতার কোনো গন্তব্য নেই। আছে শুধু সূচনা। যে মানুষ সহস্ৰ ক্রোশ হেঁটেছে, সে এক কদম দিয়েই যাত্রা করে। যে মানুষ এক ক্রোশ গিয়েছে, সেও এক কদমেই শুরু করে। সফলতা হলো কর্মানন্দ। কর্মানন্দের অফুরান সুধা পানের তৃষ্ণা। 

সফলতা হলো বারংবার পরাজিত হয়েও ঘুরে দাঁড়ানোর শক্তি অর্জন। সফলতা হলো ধ্যানের গভীরতা। ভাবনার পরিচর্যা। বড়ো বড়ো স্বপ্ন নিয়ে বারবার এগিয়ে যাওয়ার তীব্র সাহস। সফলতার সন্ধানীরা হয় কঠোর পরিশ্রমী। 

নিজেকে খুঁড়ে খুঁড়ে তারা বের করে সম্ভাবনা। অপূর্ণতাকে বড়ো করে না দেখে, নিজের পূর্ণতাকেই আতশ কাচ দিয়ে দেখে। 

আত্মবিশ্বাস নিয়ে গভীর ধ্যানে স্বপ্নকে তাড়া করে ছুটে। ঝড়-ঝাপ্টায় বিচলিত না হয়ে, খুঁজে নেয় নতুন পথ। নতুন দিশা।




Download




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form