এবার ভিন্ন কিছু হোক PDF | আরিফ আজাদ সমগ্র PDF Download

এবার ভিন্ন কিছু হোক PDF | আরিফ আজাদ সমগ্র PDF Download



সব গল্প আবার জীবনের সত্য ও সুন্দরের কথা বলে না বরং সেগুলো মানুষকে নিয়ে যায় অন্ধকার জগতে । লেখক আরিফ আজাদ একজন আলোর ফেরিওয়ালা । জীবনের পাতায় পাতায় ছড়িয়ে থাকা সত্য ও সুন্দরের গল্পগুলোকে একত্র করে মশাল বানিয়ে তিনি আমাদের আলোর সন্ধান দেন ৷

ইসলামি জীবনাচরণ সমৃদ্ধ সাহিত্য যে বাংলা সাহিত্য নয় , বতর্মান বাঘা বাঘা সাহিত্যিকদের এই মতকে খুব সুন্দরভাবেই ভুল প্রমাণিত করেছেন লেখক । অন্য ধর্মের বন্দনা এবং সমাজতন্ত্রের আলোচনা যদি বাংলা সাহিত্যে হয় তবে ইসলামি সাহিত্য কেন বাংলা সাহিত্য হবে না তা কে জানে ! ইসলামি জীবনদর্শনকে উপজীব্য করেও যে সাহিত্য হয় তারই নমুনা..জীবন যেখানে যেমন । এই গল্পগুলো সাধারণ মানুষের জীবন গল্প … একান্তই সহজ – সরল যাদের পথচলা এমন কিছু মানুষের গল্প ।


আরিফ আজাদ সমগ্র PDF Download:


1.প্যারাডক্সিক্যাল সাজিদ ১,২ Link Link
2.বেলা ফুরাবার আগে Link
3.জীবন যেখানে যেমন link
4.নবি জীবনের গল্প link
5.মা,মা,মা এবং বাবা link
6.প্রত্যাবর্তন link
7.আরজ আলী সমীপে link
8.জবাব link
5.গল্পগুলো অন্যরকম link

## এবার ভিন্ন কিছু হোক PDF Download


এবার ভিন্ন কিছু হোক PDF



আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি। ঢাকা বইমেলার মহাকাল প্রকাশনের ১২৫-১২৬ নম্বর স্টলে সকাল আটটা থেকে পাওয়া যাবে 'এবার ভিন্ন কিছু হোক' বইটি।
চট্টগ্রাম বইমেলায় আমার বইটা পাওয়া যাবে না। তবে, চট্টগ্রামে সমকালীন প্রকাশনের আউটলেটে ২২ তারিখ থেকেই পাওয়া যাবে, ইন শা আল্লাহ।
সমকালীন প্রকাশনের আউটলেট ঠিকানা- চকবাজার মতি কমপ্লেক্স, চতুর্থ তলা। শপ- ২৫-২৬
এর বাইরেও, চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ মার্কেটের বইয়ের দোকানগুলোতেও কাল থেকে পাওয়া যাবে 'এবার ভিন্ন কিছু হোক'।
যারা প্রি-অর্ডার করেছেন তাদের অর্ডার আগামীকাল থেকে পাঠানো শুরু হচ্ছে। ইন শা আল্লাহ, ২-১ দিনের মধ্যেই তারা হাতে পেয়ে যাবেন। তাছাড়া, দেশের সর্বত্র বইটা পাঠানো শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার পরিচিত অফলাইন/অনলাইন শপে খোঁজ নেওয়ার অনুরোধ।

- 'ভাইয়া, আপনি বলেছিলেন ২০২২ বইমেলায় 'বেলা ফুরাবার আগে-২' লিখবেন, সেই বইটা কি আসবে না এবার?'
- 'জি ভাইয়া। 'এবার ভিন্ন কিছু হোক' বইটাই ওই বইটাই। নামটা পরিবর্তন করা হয়েছে কেবল'।
- 'ওহ আচ্ছা। কিন্তু ভাইয়া, 'বেলা ফুরাবার আগে' নামটাই বেশি ভালো ছিলো। 'বেলা ফুরাবার আগে-২' নামটা রাখলেন না কেনো?'
- 'ভাইয়া, নামটা আমারও বেশ পছন্দের। এই নামটা রাখা গেলে খুব ভালো লাগতো, কিন্তু অনেককিছু বিবেচনায় নামটা রাখা গেলো না শেষ পর্যন্ত। আমার ইচ্ছা আছে 'বেলা ফুরাবার আগে' সিরিজটাকে অনেকদূর টেনে নেওয়ার, ইন শা আল্লাহ৷ অর্থাৎ— আনুমানিক এই সিরিজের অন্তত পাঁচটা বই লেখা। এখন, বইয়ের নামগুলো একই রাখতে গেলে নামগুলো হবে এমন— বেলা ফুরাবার আগে-২, 'বেলা ফুরাবার আগে-৩, 'বেলা ফুরাবার আগে-৪... আমার ধারণা— এই জিনিসটা খুব একটা ভালো দেখাতো না। তাই আমরা ঠিক করেছি এই ধারার বইগুলোকে একটা সিরিজের ব্যানারে নিয়ে আসবো। যেহেতু বইগুলো জীবনঘনিষ্ঠ বিষয়াদি নিয়ে, তাই সিরিজের নামটা আমরা রেখেছি— 'জীবনের জাগরণ'। এই সিরিজের প্রথম বই 'বেলা ফুরাবার আগে', দ্বিতীয় বই 'এবার ভিন্ন কিছু হোক'। তৃতীয় বইটাও অন্য নামে আসবে, ইন শা আল্লাহ।'
- 'আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। আপনার বইগুলো বইমেলায় কখন থেকে পাওয়া যাবে আর কোন স্টলে?' 
- 'আগামী শুক্রবার, অর্থাৎ ১৮ তারিখ থেকে বইমেলায় পাওয়া যাবে, ইন শা আল্লাহ। বইমেলায় মহাকালের ১২৫, ১২৬ আর ১২৭ নম্বর স্টলে।'
- 'চট্টগ্রাম সহ দেশের অন্যান্য মেলা গুলোতে পাওয়া যাবে কি?'
- 'অবশ্যই যাবে, ইন শা আল্লাহ। ২০ তারিখ থেকে জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম বইমেলা শুরু হবে। ওইদিন থেকেই মহাকালের স্টলে পাওয়া যাবে বইটি। দেশের অন্যান্য স্থানেও যথাসময়ে পাওয়া যাবে, ইন শা আল্লাহ'।
- 'ভাইয়া, অনলাইনে অর্ডার করা যাবে না?'
- 'তা তো অবশ্যই যাবে। রকমারি, ওয়াফিলাইফ, বইবাজার সহ সবগুলো অনলাইন প্ল্যাটফর্মেই বইটি পাওয়া যাবে। তবে একটা বিষয়—  অনলাইনে যেখান থেকেই বই কেনেন না কেনো, আগে তাদের সম্পর্কে একটু যাচাই-বাচাই করে নিবেন দয়া করে। অনলাইনে এখন প্রতারকের অভাব নেই'।
- 'ভাইয়া, এবার আপনার কয়টা বই আসবে?'
- 'একটাই। 'এবার ভিন্ন কিছু হোক'।
- 'জবাব-২', 'প্রত্যাবর্তন-২' এগুলোতে আপনার লেখা থাকছে না এবার?'
- 'জি না, ভাইয়া। 'জবাব' বইতে এবার আমার কোন লেখা থাকছে না। প্রত্যাবর্তন-২ বইটাও আমি সম্পাদনা করিনি এবার'।

1. বইটির লেখক কে?
আরিফ আজাদ

2. বইটি কোন প্রকাশনীর?
সমকালীন প্রকাশন

3. বইটি কত সালে প্রকাশিত হয়?
২০২২

4. বইটির দাম কত?
রকমারিতে বইটির দাম ২০৮ টাকা মাত্র ৷

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form