টুটুম জানতে চায় - মেঘের কথা PDF | Chamok Hasan | চমক হাসান | চমক হাসান বই pdf download

টুটুম জানতে চায় - মেঘের কথা PDF | Chamok Hasan | চমক হাসান | চমক হাসান বই pdf download



টুটুম জানতে চায় - মেঘের কথা PDF | Chamok Hasan | চমক হাসান | চমক হাসান বই pdf download

 

আমি আর বহ্নি দুজন মিলে বাচ্চাদের বইয়ের একটা সিরিজ লেখার পরিকল্পনা করছিলাম বহুদিন ধরে। সিরিজের নাম হবে ' টুটুম জানতে চায়'। টুটুম খুব কৌতুহলী একটা বাচ্চা, তার মা তাকে গল্পে গল্পে জ্ঞান-বিজ্ঞানের জিনিসপত্র বোঝায়। অবশেষে চলে এলো সেই সিরিজের প্রথম বই- টুটুম জানতে চায়: মেঘের কথা। এটা বহ্নি আর আমি দুজন একসাথে লেখা প্রথম বই! আর বইটিতে চমৎকার অলঙ্করণ করেছে সমীরণ বর্মণ।
.
আমার লেখা একটা গণিতের বইও আসবে আশা করছি। সেটার খবর দেবো শিগগিরই!

_চমক হাসান

আমি চমক হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে বিএসসি শেষ করে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি শুরু করেছি। আমার গবেষণার বিষয় মূলত মেটাম্যাটেরিয়াল ব্যবহার করে ব্রডব্যান্ড অ্যান্টেনা এবং সেন্সর ডিজাইন । আমাকে যেকোন ডিজাইনেই ইলেক্ট্রোম্যাগনেটিকস ব্যবহার করতে হয়। তাই মূলত ইলেক্ট্রোম্যাগ্নেটিকস পড়াতে চেয়েছিলাম শুরুতে। কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিকস বুঝতে ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। আর তারও আগে জানা দরকার ক্যালকুলাস আসলে কী। সেই চিন্তা থেকেই ক্যালকুলাস দিয়ে শুরু করছি। এরপর ভেক্টর ক্যালকুলাস এবং তারপর ইলেক্ট্রোম্যাগনেটিকস এ যাওয়া যাবে।








Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form