চুল পড়া বন্ধ করার (জাফরান অয়েল) উপায় ২০২২
চুল পড়া বন্ধ করার (জাফরান অয়েল) উপায় ২০২২ |
আমরা অনেকেই মনে করি যে চুলে তেল বুঝি চুল লম্বা হয়। আসলে কিন্তু তেলে চুল লম্বা হয় না, চুল লম্বা হয় তেল দেয়ার সময় মাথায় যে ম্যাসাজ করা পড়ে, ঠিক সেই কারণে।
চুলের গোঁড়ায় ম্যাসাজ করলে এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুলের ফলিকল গুলো উদ্দীপিত হয়, চুল পড়া বন্ধ হয় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। সপ্তাহে কমপক্ষে ৩ দিন তেল দিয়ে ভালো করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
বাড়তি সুবিধা হিসাবে তেলের কারণে চুলে ডিপ কন্ডিশনিং-এর কাজটাও হয়ে যাবে।
জাফরান অয়েল হচ্ছে চুল ঘন ও এর বৃদ্ধি ত্বরান্বিত করার সবচাইতে দারুণ উপায়। এই তেলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বরং চুল দ্রুত বড় করতে দারুণ ভূমিকা রাখে এই তেল।
এবার বলি জাফরান অয়েল কিভাবে ব্যবহার করবেন:��
যাদের চুল পরছে তারা এটা রাতে ঘুমাতে যাবার আগে চুলের গোরায় হাল্কা একটু ম্যাসাজ করে দিয়ে রাখবেন। বেশী বেশী আবার ঘসবেন না।
পরদিন ঘরের বাহিরে গেলে শ্যাম্পু করবেন আর ঘরের বাহিরে না গেলে শ্যাম্পু করার দরকার নাই, জাস্ট নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে ২/৩ দিন ইউজ করলেই দেখবেন চুল পরা বন্ধ হয়ে গেছে। আর নিয়মিত ব্যবহার করে গেলে চুল অনেক তারাতারি লম্বা হবে আর আসতে আসতে অনেক ঘন হয়ে যাবে।
যারা চুলকে আরো মোটা ও সিল্কি করতে চান তারা চুলের গোরায় ১২ ঘন্টা প্রযন্ত লাগিয়ে রাখবেন এর কম রাখবেননা |
এভাবে জাফরান তেল ব্যবহার করে যেকেউ নিজের চুলকে অনেক লম্বা সুন্দর করে তুলতে পারেন।
Tags
Health Tips