HSC 2022 Syllabus Mark Distribution, Question Pattern and All Subject - এইচএসসি 2022 সিলেবাস মার্ক বিতরণ এবং সমস্ত বিষয়

HSC 2022 Syllabus Mark Distribution, Question Pattern and All Subject - এইচএসসি 2022 সিলেবাস মার্ক বিতরণ এবং সমস্ত বিষয় 


HSC Mark Distribution 2022 [নতুন মানবন্টন] & Question Pattern 2022 [All Subject]



এইচএসসি পরীক্ষার 2022 নম্বর বন্টন ভিন্ন হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও পুরনো সিলেবাস অনুযায়ী ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মার্ক বন্টন পরিবর্তন হতে যাচ্ছে. আমাদের পোস্ট থেকে আপনি নতুন এইচএসসি পরীক্ষার নম্বর বন্টন, নতুন প্রশ্ন প্যাটার্ন, এইচএসসি পরীক্ষার বিষয় কোড, এবং প্রতিটি গ্রুপের জন্য আলাদাভাবে মার্ক বিতরণ, এইচএসসি 2022 পরীক্ষার পাস নম্বর সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি HSC 2021 পরীক্ষার মার্ক বন্টন খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টটি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি HSC 2022 পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন।

এইচএসসি মার্ক বিতরণ 2022


এইচএসসি মার্ক বিতরণ 2022 অন্যান্য বারের মতো হবে না। যেহেতু পরীক্ষাটি ১০০ নম্বরের হবে, তাই পরীক্ষার নম্বরের বিভাগও পরিবর্তন হবে। পরীক্ষার সময় কিভাবে কমবে এবং কতটা কমবে তাও এই পোস্ট থেকে জানতে পারবেন। এইচএসসি 2022 এর মার্ক বিতরণ 100 নম্বরের জন্য তবে পরে শিক্ষা বোর্ড ফলাফলের ক্ষেত্রে তাদের সংখ্যা 100 থেকে গণনা করবে।

এইচএসসি প্রশ্নের প্যাটার্ন 2022

HSC 2022 পাস নম্বরের ক্ষেত্রে পরিবর্তন আসছে। ৫০ নম্বরের পরীক্ষায় পাস করলে নম্বর কমে যাবে। ৫০ নম্বরের যে পরীক্ষায় নেওয়া হবে তাতে ৫ নম্বর থাকবে ১৭। শিক্ষার্থীকে লিখিত ও এমসিকিউ বিষয়ে আলাদাভাবে পাস করতে হবে। কোনো শিক্ষার্থী লিখিত ও MCQ আলাদাভাবে পাস করতে না পারলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে। এর মানে হল যে কোনো শিক্ষার্থী যদি লিখিত পরীক্ষায় মাত্র 17 নম্বর পায় এবং MCQ-তে নির্ধারিত 7 নম্বর না পায়, তাহলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে। এই কারণে, শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় 30 এর মধ্যে 10 নম্বর পেতে হবে। MCQ পরীক্ষায় 20 এর মধ্যে 7 নম্বর পেতে হবে।

HSC 2022 Syllabus Mark Distribution, Question Pattern and All Subject - এইচএসসি 2022 সিলেবাস মার্ক বিতরণ এবং সমস্ত বিষয়



এইচএসসি পরীক্ষা 2022 সময় বিতরণ

আগে এইচএসসি লিখিত ও এমসিকিউ পরীক্ষার মোট সময় নির্ধারণ করা হয়েছিল তিন ঘণ্টা। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য দুই ঘণ্টা ত্রিশ মিনিট এবং এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

বর্তমানে করোনা পরিস্থিতির জন্য শিক্ষাব্যবস্থার সব পদ্ধতিই পাল্টে গেছে। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময়সীমা পরিবর্তনের প্রধান কারণ ক্লাসে শিক্ষার্থীদের কম উপস্থিতি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

এইচএসসি পরীক্ষা 2022 নতুন সিলেবাস সময় বিতরণ।

HSC পরীক্ষার 2021 এর সময়সীমা সব সাধারণ বিষয়ে দেড় ঘন্টা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য দেড় ঘণ্টার মধ্যে এক ঘণ্টা ১০ মিনিট সময় দেওয়া হয়। আর বাকি ২০ মিনিট MCQ এর জন্য নির্ধারিত। শিক্ষার্থীকে এক ঘণ্টা ১০ মিনিটে মোট দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর 20 মিনিটের মধ্যে পরীক্ষার্থীকে 20টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে।

বিজ্ঞানের জন্য HSC 2022 নতুন সিলেবাস সময় বিতরণ

এইচএসসি পরীক্ষা 2021 সমস্ত পরীক্ষা দেড় ঘন্টার জন্য নির্ধারিত। লিখিত ও এমসিকিউ পরীক্ষা দেড় ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে দেড় ঘণ্টার মধ্যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের দেড় ঘণ্টার মধ্যে লিখিত ও এমসিকিউ পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান পরীক্ষার্থীদের প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে দুটি লিখিত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এবং পরবর্তী 20 মিনিটের মধ্যে বারোটি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আর কোনো সময় বাড়ানো হবে না।

বিজ্ঞানের জন্য HSC 2022 নতুন সিলেবাস সময় বিতরণ


২০২১ সালের এইচএসসি পরীক্ষার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট দেড় ঘণ্টা। দেড় ঘণ্টার মধ্যে ব্যবহারিক নয় এমন সব বিষয়ে ৩টি সৃজনশীল প্রশ্ন ও ২০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। দুটি সৃজনশীল প্রশ্নের জন্য পরীক্ষকদের সময় থাকবে এক ঘণ্টা ১০ মিনিট। এবং 20টি MCQ প্রশ্নের জন্য 20 মিনিট। ওই সময়ের মধ্যে পরীক্ষার্থীকে পূর্ণাঙ্গ উত্তর দিতে হবে। পরীক্ষার্থীদের কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না।

বাণিজ্যের জন্য HSC পরীক্ষা 2022 সময় বিতরণ

বাণিজ্য বিভাগের জন্য HSC পরীক্ষার 2021 এর মোট সময় হল 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ মোট 90 মিনিট। নব্বই মিনিটের মধ্যে প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে পরীক্ষার্থীকে তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর, আপনাকে 20 মিনিটের মধ্যে 20টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার্থীদের কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না।

2022 সালের এইচএসসি পরীক্ষার স্ট্যান্ডার্ড বিতরণ


এইচএসসি পরীক্ষার মান বন্টন 2021 সম্পর্কে প্রকাশিত সমস্ত তথ্য জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমাদের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার মান বিতরণ সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা 2021 এর মোট নম্বর 37। এর মধ্যে দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর মান 2 প্লাস 20। Mcq-কে 12টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাদের প্রতিটির জন্য মোট 1 নম্বর রয়েছে। এর 12। ব্যবহারিক পরীক্ষায় মোট মান 5। মোট 37। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য HSC পরীক্ষা 2021-এর মোট মান 50। তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য মোট 30 নম্বর। 20টি MCQ প্রশ্নের জন্য, প্রতিটি প্রশ্নের মার্ক-1 মোট 20 নম্বরের জন্য।

HSC New Question Pattern 2022

HSC exam 2021 will have to answer two creative questions and twelve MCQ questions for the science department. Total marks are 32 for two creative questions and twelve MCQ questions. And the practical test of that subject will be five marks.

The HSC exam 2021 will have to answer three creative questions and 20 MCQ questions for the humanities department. The total mark of three creative questions and 20 MCQ questions is 50.

HSC Exam 2022 Subject Code


Subject Name First Paper Code 2nd Paper Code
Bangla                      101                 102
English                      107                  108
Information and Communication Technology 275

HSC Exam  science subject codes


Subject Name First Paper Second Paper
Physics              174             175
Chemistry       176              177
Biology               178              179
Higher Mathematics 265              266


HSC Exam Arts Subject Codes


Subject Name 1st Paper Code 2nd Paper Code
Logic             121                    122
Economics      109                     110
Sociology       117                     118
Geography       125                     126
Islamic History & Culture 267               268
Civic & Good Governance 269      270
Social Work 271 272
History 304 305

HSC Exam Commerce Subject Codes


Subject Name 1st Paper Code 2nd Paper Code
Accounting 253                                             254
Business Organization and Management  277 278
Economics 109                                                110
Finance, Banking, and Insurance 292                 293


HSC exam 2022 mark distribution for science.

HSC Exam 2021 Total Mark 37 in Science Department. Of these, 20 marks are allotted for two creative questions. 12 marks allotted for twelve MCQ questions. 5 marks allotted for practical examination.

HSC Exam 2022 Mark Distribution For Arts

HSC Exam 2021 Total Mark 50 in Humanities Department. Of these, 30 marks are allotted for three creative questions. 20 marks allotted for 20 MCQ questions.

HSC Exam 2022 Mark Distribution For Commerce

 
HSC Exam 2021 The total mark of the Commerce Department is 50. 30 marks out of 50 marks for three creative questions. The remaining 20 marks are allocated for 20 MCQ questions.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form