ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয় | Digital Bangladesh Day (Details)

ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয়, ডিজিটাল বাংলাদেশ দিবস 2022, বাংলাদেশ দিবস কোথায় পালিত হয়, ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক কে


ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয় |  Digital Bangladesh Day (Details)





ডিজিটাল বাংলাদেশ দিবস ডিজিটাল বাংলাদেশ হচ্ছে জাতির অন্যতম স্বপ্ন, এবং তাই ভিশন 2022 বাস্তবায়নের জন্য ডিজিটাল প্রযুক্তির প্রয়োগের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাকে আমরা সাধারণত ডিজিটাল বাংলাদেশ বলি। 2022 সালের মধ্যে, স্বাধীনতার 50 বছর পর, আমাদের লক্ষ্য শান্তি, সমৃদ্ধি এবং মর্যাদা সহ একটি মধ্যম আয়ের দেশ হওয়া। বাংলাদেশ সরকার ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত বিপুল সংখ্যক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং এর মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই চলছে। 2022 সালের মধ্যে দেশের মধ্যম আয়ের অবস্থা এবং 2041 সালের মধ্যে উন্নত মর্যাদা অর্জনের লক্ষ্যে জাতীয় আইসিটি নীতি-2009 তৈরি করা হয়েছিল।

ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয় 

ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয় সরকার ১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করতে যাচ্ছে-তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে-আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জানানো হয়-এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। সেদিন বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিবসটির অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল বাংলাদেশ দিবস 2022

ডিজিটাল বাংলাদেশ দিবস 2022  ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৭ কোটি মানুষ পাচ্ছে। আইসিটি খাতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২০ লাখ এবং রপ্তানি ১ দশমিক ৩ মার্কিন ডলার। অনলাইন শ্রমশক্তিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়-আউটসোর্সিং খাত থেকে প্রতিবছর প্রায় সাড়ে ৭০০ মিলিয়ন ডলার আয় হচ্ছে-তথ্যপ্রযুক্তি খাতে সঠিক অবকাঠামো গড়ে ওঠার কারণে এসব সম্ভব হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি গত ১২ বছরে তথ্যপ্রযুক্তি খাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ দিবস কোথায় পালিত হয়

বাংলাদেশ দিবস কোথায় পালিত হয় শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব দিবসগুলোকে "বাংলাদেশের দিবস" বলা হচ্ছে। এই দিবসগুলো শ্রেফ বাংলাদেশেই পালিত হয়।

ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক কে

ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ- নির্বাচনের প্রাক্কালে যে রূপকল্প ২০২১ বাস্তবায়নের ঘোষণা দেন তার মূল শিরোনাম ছিল 'ডিজিটাল বাংলাদেশ'-১২ ডিসেম্বর ২০০৮ তারিখে ডিজিটাল বিপ্লবের ঘোষণা আসে ।



English:

Digital Bangladesh Day Digital Bangladesh is one of the dreams of the nation, and therefore special emphasis is being laid on the application of digital technology for the implementation of Vision 2022, which we commonly call Digital Bangladesh. By 2022, after 50 years of independence, our goal is to become a middle-income country with peace, prosperity, and dignity. The Government of Bangladesh has implemented a large number of projects related to digital technology and several of these are already underway. The National ICT Policy-2009 was formulated with the aim of achieving the middle-income status of the country by 2022 and improved status by 2041.

When is Digital Bangladesh Day celebrated?

When is Digital Bangladesh Day celebrated? The government is going to celebrate the 5th National Digital Bangladesh Day on December 12. The Department of Information and Communication Technology has announced a detailed program on the occasion of the day. It was informed there that the theme of this year's day is 'Achieving Digital Bangladesh, Benefiting All People'. Prime Minister Sheikh Hasina will be the chief guest at the day's function at Bangabandhu International Conference Center (BICC) at 11 am.

Digital Bangladesh Day 2022

Digital Bangladesh Day 2022 16 crore people of the country are getting the benefits of Digital Bangladesh. The ICT sector has created 2 million technology-based jobs and 1.3 billion US dollars in exports. Bangladesh's position in the online workforce is second - earning about সাড়ে 800 million annually from the outsourcing sector - this is possible due to the development of proper infrastructure in the IT sector, said the state minister. He described the progress of the IT sector in the last 12 years.

Where is Bangladesh Day celebrated?

Where Bangladesh Day is celebrated, only Bangladesh's own days are called "Bangladesh Day". These days are celebrated only in Bangladesh.

Who is the promoter of Digital Bangladesh?

Prime Minister Sheikh Hasina, the promoter of Digital Bangladesh, announced the implementation of Vision 2021 on the eve of the Ninth Parliamentary Election in 2008. The main title was 'Digital Bangladesh' - the announcement of Digital Revolution came on 12 December 2006.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form