সাম্প্রতিক চলচ্চিত্র বিষয়ক সাধারণ জ্ঞান ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০:
শ্রেষ্ঠ চলচ্চিত্র- গোর ও বিশ্বসুন্দরী;
সেরা অভিনেতা- সিয়াম,
অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন,
শিশুশিল্পী- ঋদ্ধি
সাম্প্রতিক চলচ্চিত্র বিষয়ক সাধারণ জ্ঞান ২০২২
*** বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম কি? ---- স্ফুলিঙ্গ
*** বঙ্গবন্ধু অভিনীত চলচ্চিত্রের নাম কি? --- সংগ্রাম ( পরিচালক - চাষী নজরুল ইসলাম)
*** বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? --- চিরঞ্জীব মুজিব (পরিচালক - নজরুল ইসলাম)
*** সম্প্রতি সরকার অনুমোদিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র "সাড়ে তিন হাত তুমি" এর পরিচালক কে?--- নাঈম ইমতিয়াজ নেয়ামুল
*** মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র "একজন মহান পিতা" এর পরিচালক কে? --- মির্জা সাখাওয়াত হোসেন
*** " হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি " চলচ্চিত্রের পরিচালক কে?--- এখলাস উদ্দিন
*** স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "জনকের মুখ" এর পরিচালক কে?--- মান্নান হীরা
*** "৫৭০" কী?--- বঙ্গবন্ধু শহীদ হওয়া নিয়ে নির্মিত চলচ্চিত্র।
*** "আগস্ট ১৯৭৫" কী?--- ১৫ আগস্টের ঘটনা নিয়ে চলচ্চিত্র ( পরিচালক - সেলিম খান ও শামীম আহমেদ)
*** "মধুমতী পারের মানুষঃ শেখ মুজিবুর রহমান " চলচ্চিত্রের পরিচালক কে? --- তানভীর মোকাম্মেল
*** মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র "১৯৭১ সেইসব দিন" এর পরিচালক কে? --- হৃদি হক
*** চাকমা ভাষায় প্রথম চলচ্চিত্রের নাম কি? --- মর থেংগারী
*** শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র "হাসিনাঃ দ্যা ডটার'স টেল" এর পরিচালক কে?--- রেজাউর রহমান খান পিপলু
*** বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ড অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র কোনটি? --- তখন পঁচাত্তর
*** যুদ্ধশিশু ও বীরাঙ্গনাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি?--- চলো যাই
*** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র কোনটি? --- তর্জনী (পরিচালক -- সোহেল রানা বয়াতি)
*** "No Time To Die" কী?--- জেমস বন্ড সিরিজের ২৫ তম চলচ্চিত্র.
Tags
General Knowledge