জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ২০২১-২০২২ | জাতীয় বাজেট ২০২১-২০২২ বিসিএস

জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ২০২১-২০২২ | জাতীয় বাজেট ২০২১-২০২২ বিসিএস


গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-

( বাজেট -২০২১-২২ এবং অর্থনৈতিক সমীক্ষা -২০২০-২১)

১. বাজেট-৫০ তম

২. বাজেট ঘোষণা -৩ জুন ২০২১

৩. বাজেটের ঘোষক- আ হ ম মোস্তফা কামাল

৪. বাজেট পাস-৩০ জুন, ২০২১

৫. বাজেট কার্যকর -ঃ১ জুলাই ২০২১

৬. মোট বাজেট- ৬, ০৩,৬৮১ কোটি টাকা

৭. বাজেটের স্লোগান -ঃ"জীবন- জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ "

৮. মোট ADP- ২,২৫,৩২৪ কোটি টাকা

৯. ঘাটতি - ২,১৪,৬৮১ কোটি টাকা

১০. করমুক্ত আয়- ৩ লাখ টাকা

১১. জিডিপির প্রবৃদ্ধি -৭.২%

১২. মুদ্রাস্ফীতি -৫.৩%

১৩. মাথাপিছু জাতীয় আয়- ২,৪৬২ ডলার( প্রক্ষেপণ) 

১৪. প্রত্যাশিত গড় আয়ু- ৭২.৬

১৫.জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%

১৬.সাক্ষরতার হার-৭৪.৭%

১৭.দরিদ্র জনসংখ্যা -২০.০৫%

১৮.অতি দরিদ্র জনসংখ্যা -১০.০৫%

১৯. মাথাপিছু জিডিপি -২,০৯৭ মার্কিন ডলার 

২০. মাথাপিছু জাতীয় আয়-২২২৭ মার্কিন ডলার

২১.জিডিপির প্রবৃদ্ধির হার- ৫.৪৭%

২২.সর্বোচ্চ বরাদ্দকৃত খাত- পরিবহন ও যোগাযোগ 

২৩. জিডিপিতে কৃষি খাতের অবদান-১৩.৪৭% ( হার ৩.৪৫%)

২৪. জিডিপিতে শিল্প খাতের অবদান -৩৪.৯৯%( প্র. হার ৬.১২%)

২৫.সেবা খাতের অবদান-৫১.৫৩% ( হার ৫.৬১%)

২৬.শিক্ষা খাতে অবদান -২.৪৭%

২৭. স্বাস্থ্য খাতে অবদান -২.০৯%

২৮. মোট জনসংখ্যা -১৬৮.২২ মিলিয়ন

২৯. জনসংখ্যার ঘনত্ব -১,১৪০ জন ( প্রতি বর্গকিলোমিটারে) 

৩০. পুরুষ ও নারীর অনুপাত-১০০.২ঃ১০০

৩১.স্বাস্থ্যসম্মত স্যানেটারী ব্যবহারকারী-৮১.৫%

৩২.সুপেয় পানি ব্যবহারকারী-৯৮.৩%

৩৩.সাক্ষরতার হার-৭৫.২% (BBS)

৩৪. স্বাক্ষরতায় শীর্ষ বিভাগ- বরিশাল 

৩৫. স্বাক্ষরতায় শীর্ষ জেলা - পিরোজপুর 

৩৬. স্বাক্ষরতায় সর্বনিম্ন বিভাগ- ময়মনসিংহ 

৩৭. স্বাক্ষরতায় সর্বনিম্ন জেলা- বান্দরবান। 



জাতীয় বাজেট ২০২১-২২ এর A2Z

দেশের ইতিহাসে ৫০তম (অন্তবর্তীকালীনসহ ৫১তম) বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ৩ জুন, ২০২১। ৩০ জুন ২০২১ এ পাস হয়ে ১ জুলাই ২০২১ থেকে কার্যকর হয় নতুন বাজেট।

স্লোগান-

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’

🔸  বাজেটের ঘোষক- অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

🔹  বাজেটের আকার - ৬ লক্ষ ৩ হাজার ৬৮১ কোটি টাকা (জিডিপি’র ১৭.৫%)

🔸  আয়- ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা (জিডিপি’র ১১.৪%)

🔹  আয়ের উৎসঃ-

🔸  রাজস্ব প্রাপ্তিঃ ৩ লক্ষ ৮৯ হাজার কোটি টাকা।

🔹  বৈদেশি অনুদানঃ ৩ হাজার ৪৯০ কোটি টাকা।

🔸  ঘাটতি (অনুদানসহ)- ২ লক্ষ ১১ হাজার ১৯১ কোটি টাকা।

🔹  ঘাটতি (অনুদান ছাড়া)- ২ লক্ষ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

🔸  বৈদেশিক ঋণ- ৯৭,৭৩৮ কোটি টাকা।

🔹  অভ্যন্তরীণ ঋণ- ১,১৩,৪৫৩ কোটি টাকা।

🔸  মোট জিডিপিঃ ৩৪ লক্ষ ৫৬ হাজার ৪০ কোটি টাকা। (২০২০-২১ অর্থবছরের সংশোধিত আকার ৩০ লক্ষ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা) 

🔹  জিডিপি প্রবৃদ্ধি ৭.২ (২০২০-২১ অর্থবছরের সংশোধিত প্রবৃদ্ধি ৬.২)

🔸  মূল্যস্ফীতি ৫.৩% (২০২০-২১ অর্থবছরের সংশোধিত মূল্যস্ফীতি ৫.৫৬%)

🔹  সর্বোচ্চ বরাদ্দ- সামাজিক অবকাঠামো খাতে ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা।

🔸  ২য় সর্বোচ্চ বরাদ্দ- মানবসম্পদ খাতে ১ লাখ ৫৫ হাজার ৮৪৭ কোটি টাকা। 

🔹  শিক্ষা খাতে বরাদ্দ- ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা।

🔸  স্বাস্থ্য খাতে বরাদ্দ- ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।

🔹  করোনা মোকাবেলায় বিশেষ  বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।

🔸  মাথাপিছু বরাদ্দ- ৩৭,৩৩৩ টাকা।

🔹  এডিপি (ADP)- ২ লক্ষ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

🔸  মোট উন্নয়ন ব্যয়- ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা।

🔹  মাথাপিছু ঘাটতি- ১৩,২৭৬ টাকা।

🔸  আর্থ-সামাজিক খাতে অগ্রগতি-

🔹 মাথাপিছু জাতীয় আয়(প্রক্ষেপণ)- ২,৪৬২ ডলার।

🔹  প্রত্যাশিত গড় আয়ু- ৭২.৬ বছর।

🔸  জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%

🔹  সাক্ষরতার হার- ৭৪.৭%

🔸  দরিদ্র জনসংখ্যা- ২০.৫%

🔹  অতিদরিদ্র জনসংখ্যা- ১০.৫%

🔸 করমুক্ত আয়সীমা-

🔹 সাধারণ ব্যাক্তি ৩,০০,০০০ টাকা।

🔸 মহিলা/ তৃতীয় লিঙ্গ ও ৬৫ বছর ঊর্ধ্ব ৩,৫০,০০০ টাকা।

🔹 প্রতিবন্ধী ৪,৫০,০০০ টাকা।

🔸 গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৪,৭৫,০০০ টাকা।

সূত্র- অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form