চুল পড়া বন্ধ করার গুরুত্বপূর্ণ ৬টি উপায় ২০২২

চুল পড়া বন্ধ করার গুরুত্বপূর্ণ ৬টি উপায় ২০২২


  • পুরুষের চুল পড়া বন্ধ করার উপায়
  • চুল পড়া বন্ধ করার দোয়া
  • চুল পড়া বন্ধ করার তেল তৈরি
  • চুল পড়া বন্ধ করার ঔষধের নাম
  • চিরতরে চুল পড়া বন্ধ করার উপায়
  • চুল পড়া বন্ধ করার খাবার

 
চুল পড়া বন্ধ করার গুরুত্বপূর্ণ ৬টি উপায় ২০২২
চুল পড়া বন্ধ করার গুরুত্বপূর্ণ ৬টি উপায় ২০২২

চুল পড়া বন্ধ করার ৬ ঘরোয়া উপায়!

চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? প্রতিদিন একশোটির মতো চুল পড়ে যাওয়াকে স্বাভাবিক হিসেবেই ধরা হয় যদিও। কিন্তু এর বেশি চুল পড়লে কিছু উপায় অবলম্বন করা জরুরী। আর ঘরোয়া কিছু উপায়ে খুব সহজেই কমিয়ে ফেলতে পারেন এই সমস্যা।

১. মেথি-
আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


২. অ্যালোভেরা জেল-
সপ্তাহে দুইদিন অ্যালোভেরা জেল লাগান চুলে। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।


৩. মেহেদি ও সরিষার তেল-
২৫০ মিলি সরিষার তেলে ২০টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই তেল। 


৪. পেঁয়াজের রস-
চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর। পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।


৫. ডিমের কুসুম ও মধু-
ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


৬. অলিভ অয়েল, জিরা ও মধু-
১/৪ কাপ অলিভ অয়েলে ১ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন ৫ ঘণ্টা। এরপর মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে কাজ হবে দ্রুত।










Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form