বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ প্রস্তুতি ইংরেজি

বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ প্রস্তুতি ইংরেজি


♥♥ইংরেজি প্রস্তুতি কেমন হওয়া উচিৎ♥♥
প্রশ্ন: ভাইয়া, ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি প্রস্তুতি কিভাবে নিবো?
উত্তর: নিচের বইগুলো বেশ ভালো ভাবে রপ্ত করতে পারলে আপনি বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ফেইল করবেন না নিশ্চিত,ইনশাহল্লাহ।অধিকাংশই ইংরেজিতে ফেইল করে 😂

ইংরেজিকে বলা হয়ে থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি

পরীক্ষার সফলতা নির্ধারক। হুম, বেশ প্রচলিত এই ধারণাটি আর বিশ্বাসযোগ্যও। অনেকে এমনটাও মনে করে যে, ইংরেজিতে পাশ করতে পারলেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। তবে
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবকিছু
ছাপিয়ে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ইস্যু।
তাই ইংরেজিকে গুরুত্বের সাথে নিতে হবে।
নিজের ইংরেজি দক্ষতাকে ঝালিয়ে নিতে হবে
যতটা সম্ভব। এর জন্য দ্বিতীয়বারের যুদ্ধারা অনেক সময় পাবে। গুরুত্বের বিচারে ইংরেজি
টপিকসমূহকে তারকা (*, **, ***) ব্যাবহার করে
উপস্থাপন করার চেষ্টা করেছি।


১. English For Competitive Exam by Professor's Publication [সব MCQ বুঝে বুঝে যুক্তি দিয়ে সমাধান করবেন]
২. CLIFFS TOEFL & BARRON'S TOEFL [সব MCQ বুঝে বুঝে যুক্তি দিয়ে সমাধান করবেন; তা না পারলে দাড়ি-কমা সহ মুখস্থ করবেন, এলে হুবহু আসবে]
৩. Surprise! English Cramming Part by M B MOHSIN [ইংরেজি মুখস্থ বিষয় একদম দম বন্ধ করে ঠোটস্থ করবেন; কারণ, এখান থেকেই ইংরেজির ৫০%+ প্রশ্ন এসে থাকে এবং আসবে]
৪.  Surprise! English Text Book by M B MOHSIN [যারা B ইউনিটে পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য পাঠ্যবইয়ের চুল ছেড়া বিশ্লেষণ]

♦♦>>>Grammar Items:♦♦

→ Parts of Speech (***)
→ Sentence Completion, Sentence Correction (*)
→ Linking Verbs (*)
→ Subject Verb Agreement (***)
→ Causative Verbs (***)
→ Verb (Finite & Non-Finite Verb) (***)
→ Noun Clause (**)
→ Dangling Modifier (**)
→ Clause (Reduced Adjective & Reduced Adverb) (***)
→ Sentence Structure
→ Conditional Sentence (***)
→ Inversion (**)
→ Model Auxiliaries (***)
→ Right Forms of Verb (***)
→ Tense, Sequence of Tense (**)
→ Parallelism (*)
→ Tag Question (**)
→ Affirmative/Negative Agreement (**)
→ Subjunctives (*)
→ Articles (*)
→ Voice (**)
→ Transformation of Degree (*)
.
>>> Vocabulary Items:
→ Group Verbs (***)
→ Appropriate Preposition (***)
→ Phrases & idioms (**)
→ Correct Spelling (**)
→ Analogy (***)
→ Proverbs (*)
→ Synonym & Antonym (***)
.
বইয়ের রেফারেন্স হিসেবে কয়েকটি বইয়ের নাম
না বললেই নয়। বইগুলো অনেক উপকারী তা বলার অপেক্ষা রাখে না।
- COMPACT English Grammar.
- S@ifur's Students Grammar.
- S@ifur's Students Vocabulary.
- Basic English For Admission.
- Peterson's TOEFL.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form