আন্তর্জাতিক বিসিএস | বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন

আন্তর্জাতিক বিসিএস | বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন


৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

আন্তর্জাতিক বিষয়াবলি 

১। যুক্তরাষ্ট্রে  রাশিয়ার উপর নিষেধাজ্ঞা  দিয়েছিল -২০১৪ সালে
২। ভারতের নাগরিকত্ব আইন পাস হয় -২০১৯ সালে
৩। যুক্তরাষ্ট্রের ঠান্ডা বা শীতল যুদ্ধ শেষ হয়েছিল – ১৯৯১ সালে
৪।  ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল – যুক্তরাষ্ট্র
৫। টেসলার প্রতিষ্ঠাতা – ইলন মাস্ক


৬। মিউনিখ শহরটি – জার্মানিতে
৭।  বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট – কমলা হ্যারিস
৮। ন্যাটোর বর্তমান প্রধান – জেনস স্টোলেনবার্গ
৯। ইউক্রেনের প্রেসিডেন্ট – ভলোদিমির জেলেনস্কি
১০। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা – চীনের


১১। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস – ২০ ফেব্রুয়ারি
১২। ব্রিটিশ রানী রাজপ্রাসাদের নাম – ক্লারেন্স হাউস
১২। বর্তমান ব্রিটিশ রানী সিংহাসনে আরোহন করেছিলেন – ১৯৫২ সালে
১৩। ওয়াল্ড ইকোনমিক ফোরামের উন্নয়ন সূচকে বাংলাদেশ – ৩৪ তম
১৪। ইসরায়েলকে বর্নবাদী দেশ হিসেবে আখ্যায়িত করেছে – অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
১৫। ইরান, যুক্তরাষ্ট্র,  ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল – ২০১৫ সালে।


১৬।  কোয়াড জোট গঠন করা হয়েছিল – ২০০৭ সালে।
১৭। কোয়াড ও অকাস জোট গঠনে মূল ভূমিকা পালন করে – যুক্তরাষ্ট্র
১৮। কোয়াড ও অকাস জোট গঠনের মূল উদ্দেশ্য – চীনকে প্রতিহত করা।
১৯। দ. আফ্রিকার অবিসংবাদিত নেতা ডেসমন্ড টুটু মারা যান – ২৬ ডিসেম্বর ২০২১ সালে
২০।  দ. আফ্রিকার যে শহর সোনার খনির শহর নামে পরিচিত – ক্লার্কসডর্পে।


২১। দ. আফ্রিকার অবিসংবাদিত নেতা ডেসমন্ড টুটু মারা যান – ২৬ ডিসেম্বর ২০২১ সালে
২২) দ. আফ্রিকার যে শহর সোনার খনির শহর নামে পরিচিত – ক্লার্কসডর্পে।

২৪। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট – উরসুলা ভন ডার লিয়েন
২৫) জার্মানির বর্তমান চ্যান্সেলর – ওলাফ শলৎজে


২৬।  ইসরায়েলের তৈরি গুপ্তচরবৃত্তির সফটওয়্যারের নাম – পেগাসাস
২৭) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম – পেন্টাগন

২৯। ৩ বাল্টিক রাষ্ট্রের নাম – লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া
৩০।  উ. কোরিয়ার উপর জাতিসংঘ নিষেজ্ঞা জারি করে – ২০০৬ সালে
৩১।  ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী – নাফতালি বেনেট




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form