বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর - ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর - ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা



বিষয়ঃ ভেটেরিনারি সাইন্স 
বোর্ডঃ ওএন সিদ্দিকী খানম স্যার
১০.৩০ এ ডাক পরলো
ভিতরে প্রবেশের সাথে সাথে চেয়ারম্যান স্যার,বললেন,  আপনি কি অমুক  (নাম বললেন)। 
বসুন, বসুন। 
কোন ইউনিভার্সিটি,  কোথায় আছেন, আপনার প্রকল্পের পি. ডি কে? 
ওখানে কি কি কাজ হয়েছে?  কনস্ট্রাকশন হয়েছে? 
আমিঃ দরজা আস্তে করে লাগিয়ে ছোট টেবিলের পাশে পৌঁছার আগেই বসার অনুমতি পাওয়ায় চেয়ারটা উঁচু করে সরিয়ে বসে উত্তর দিলাম।
চেয়ারম্যানঃ এক্সটার্নাল ১ কে প্রশ্ন করার অনুরোধ করলেন।
এক্সটার্নাল ১ঃ তুমি কোন সালে পাশ করেছ?
আমিঃ উত্তর দিলাম 
এক্স১ঃ তোমার সময় ভিসি কে ছিল?
আমিঃ উত্তর দিলাম। 
এক্স ১ঃ এর মাঝে চেয়ারম্যান ম্যাম বললেন ফরিদপুর প্রকল্পে তোমার কাজ কি?
আমিঃ উত্তর দিলাম
এক্স ১ঃ তোমার প্রকল্পে গাভীর প্রজননে কত% বীজ দেওয়া হয়?
আমিঃ ৫০, ৭৫, ৮৭.৫%
এক্স ১ঃ  অবাক হয়ে বললেন ৭৫%, ৮৭.৫% এতো!!! এটা কি ঠিক হচ্ছে দেওয়াটা? তোমার কি মনে হয়? কি কি সমস্যা হয়?  
আমিঃ উত্তর দিলাম,  হাইপারথারমিয়া হয়।
এক্স১ঃ হাইপারথারমিয়া কি? উত্তর দিলাম। কিভাবে কন্ট্রোল করবা? উত্তর..... 
এক্স ১ঃফ্রিজিয়ান গাভী ও দেশী গাভীর দুধের ফ্যাট কতো?
আমিঃ ফ্রিজিয়ান ৩.৫৬ %এর কাছাকাছি এবং দেশী গাভী ৪-৫%।
এক্স ১ঃ বাজারে কোনটার চাহিদা বেশি? 
আমিঃ উত্তর দিলাম দেশি গাভীর দুধ 
এক্স১ঃ বলোতো ফ্রিজিয়ান গাভীর পায়ের হুফে  একটা 
সমস্যা হয়, সেটা কি? কেন হয়?
আমিঃ ফুট রট।Fusobacterim necrophorum bacteria দ্বারা হয়। স্যার উত্তর নিলেন না। বললেন, নো নো।  ইনফেকশন কেস নয়।
বললাম, কপার ও জিঙ্কের অভাবে হয়। স্যার বললেন, দুটো নয়। 
Pathognomonic কারন  বলো, একটার নাম বলো।
আমিঃ বললাম, স্যার Zinc. এইবার স্যার উত্তর  নিলেন।
এক্স ১ঃ বলো, জিঙ্ক কিভাবে কাজ করে, মেকানিজম বলো?
আমিঃ সরি স্যার, আমার জানা নেই।
 স্যার বললেন,  না না এটা তোমাকে জানতে হবে। তুমি  Immunology পড়ো নাই? তোমার ভিসি তো Immunology  খুব ভালো পড়ায়। 
আমিঃ স্যার আমাদের পড়ানোর সুযোগ পান নাই।
স্যারঃ ভিসিরা খুব ব্যস্ত থাকে, সময় কই।
এক্স ১ঃ বলোতো দুধ সাদা হয় কেন? 
আমিঃ ক্যালসিয়ামের উপস্থিতির জন্য।
এক্স ১ঃ আর কিসের জন্য? শুধু কি ক্যালসিয়ামের জন্য? 
আমিঃ Casein এর উপস্থিতির জন্য।
এক্স১ঃ এই দুটোকে একসাথে কি বলে বা কিভাবে থাকে?
 আমিঃ সরি স্যার, আমতা আমতা করছি, বাম পাশ থেকে স্যার বললেন, ক্যালসিয়াম-কেসিনেট।এক্স ১ কে উদ্দেশ্য করে বললেন, স্যার দুটোর নামই বলতে পারছে।
এক্স ১ঃ বলোতো গাভীর দুধের ফ্যাট কমে কেন?  
আমিঃ কম এনার্জি যুক্ত খাবার ও লো ফাইবার জাতীয় খাবার খাওয়ালে।
১ঃ আর কি কারনে? বললাম জানা নাই স্যার। বলোতো Acidosis হলে কি হয়? 
আমিঃ স্যার, পিএইচ কমে যায়,  রুমেন মাইক্রোবস মারা যায়। 
এক্স১ঃ রুমেন মাইক্রোবস এর কাজ কি?
আমিঃ রুমেনের নন প্রোটিন নাইট্রোজেনাস প্রডাক্ট খেয়ে মোটা হয়।পরে এগুলো মরে গিয়ে absorption হয়। 
এক্স১ঃ বাজারে পাওয়া সবচেয়ে সস্তা কি আছে এসিডোসিস চিকিৎসার জন্য? 
আমিঃ (খুব কনফিডেন্সের সাথে ☺ মুখে)  স্যার, খাবার  সোডা।
স্যারঃ এইবার হেসে দিলেন, এক্স ২স্যার এর দিকে তাকিয়ে, ওতো সব পারে, এই লাইনের লোক তো। 
এক্স১ঃ বলোতো,  ইন্ডিয়াতে হিন্দুরা তো গরুকে দেবতা মানে। ওরা তো গরুকে জবাই করে না।আমরা জবাই করি। ওরা গরু কোথায় রাখে। 
আমিঃ গোশালায় রাখে। 
এক্স ১ঃ Garriative মানে কি? 
আমিঃ Sorry sir. 
Sir: এটা তোমার জানা উচিত ছিল। আমি চুপ।  Paedriatic, Garriatric এই ধরনের শব্দ।  আমাদের দেশে মানুষ বৃদ্ধ হলে যেমন বৃদ্ধাশ্রমে রাখে,  ইন্ডিয়াতে ঐরকম গরুগুলো তেমন গোশালায় রাখা হয়। এটাই Garriative.
এর পর এক্স ২ঃ 
স্যারঃ ২ টি গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়ার নাম বলো
আমিঃ Streotococcus, staphylococcus,...... Clostridium.  
এক্স১ঃ Pasteurella কি ধরনের ব্যাক্টেরিয়া? 
আমিঃ Gram Negative.
স্যারঃ ২ টি short  acting and long acting antibiotic er নাম বলো।
আমিঃ short acting antibiotic : penicillin,  ampicillin
Long acting antibiotic : Oxytetracycline, ceftriaxone.  Ceftriaxone নিলেন না, বললেন অ্যামোক্সিলিন। 
এর পর চেয়ারম্যান ম্যাম বললেন, তবলীগ করো? তবলীগ তো দুই ভাগ হয়েছে।  তুমি তো কোনো এক ভাগে।  ভাগ হলো কেন? 
আমিঃ ভুল বোঝাবুঝি। 
চেয়ারম্যান ম্যামঃ নামাজ পড়ো, কুরআন পড়ো? কি কি  সুরা পড়? 
আমিঃ সুরা ওয়াকিয়া, আর রাহমান, ইয়াসিন, মুলক।
চেঃ সুরা ওয়াকিয়া,  ধনী হওয়ার ইচ্ছা। বলোতো,  ফাবিআইয়্যিয়ালা ই রব্বিকুমাতুকাজযিবান এর অর্থ কি?  
আমিঃ আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? 
চেয়ারম্যান ঃ এর শানে নুজুল কি? 
আমিঃ সরি স্যার। 
চেয়ারম্যান ঃ কেন তফসীর পড়ো না? এর ব্যখ্যা সুরা মূলক এর ৪ নং আয়াতে  আছে।  বলো? 
আমি চুপ।  সরি স্যার। 
এর পর কিছু উপদেশ দিলেন। ক্যাডার হলে মানুষের উপকার করবা। গরীব মানুষ ডাকলে যাবা। কাজ বাদ দিয়ে ছুটি নিয়ে তবলীগে যাবা না। গরীবদেরকে সাহায্য করা এটাও ইবাদত। 
চেয়ারম্যানঃ উপজেলা ভেটেরিনারি সার্জন নিয়োগ পেলে ২ টা Challenge বলো। 
না পারায় বলে দিলেন। 
এক্স১ঃ বাড়ি কোথায়,৷ আমিঃ সিরাজগঞ্জ।  ও  দুধের এলাকার মানুষ। 
চেয়ারম্যানঃ জাহিদ,  ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। Thank you. 
স্যারঃ antibiotic er ৪ টা mode of action বলো। 
আমি ঃ প্রথমে sorry sir বলে নিলাম।
এরপর স্যার hints দিলেন। বললাম  bactericidal, bacteriostatic, cell wall synthesis এ বাধা দেয়। 50s,  30 s ribosome synthesis e বাধা দেয়। 
স্যারঃ বডি ওয়েট অনুযায়ী  Roughage and concentrate er ratio বলো। 
আমিঃ মাথা কাজ করছিল না। সরি স্যার। আমার এই মুহূর্তে মনে করতে পারছি না। পরে স্যার নিজেই বলে দিলেন।  
বের হয়ে দেখি ১১.০৫।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form