সাম্প্রতিক সাধারণ জ্ঞান | বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর 2022

সাম্প্রতিক সাধারণ জ্ঞান | বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর 




সাম্প্রতিক সাধারণ জ্ঞান | বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর 2022


🌼বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর🌼

> প্রকল্পের অবস্থান:  বন্দর নগরী চট্টগ্রামের মীরসরাই সীতাকুন্ড ও ফেনীর সোনাগাজী
> প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে তিন হাজার ৯৬৭ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক।
> বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
> চার বছরের এ প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
> চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীতে ৩০ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গড়ে তোলা হচ্ছে।
> ২৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হবে এই আধুনিক শিল্পনগরী থেকে।
>প্রকল্পে ১৩টি উৎপাদন কারখানায় বহুমুখী পণ্য তৈরি করার কাঙ্ক্ষিত স্বপ্ন ক্রমশ দৃশ্যমান হচ্ছে।
>শিল্পায়নের জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাপরিকল্পনায় বঙ্গবন্ধু শিল্প নগর সবচেয়ে বড়।
>বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর স্বপ্নের দরজায় পৌঁছলে কর্মসংস্থান হতে পারে ১৫ লাখ মানুষের।
>বঙ্গবন্ধু শিল্প নগরের প্রকল্পে ১০০ একর জমিতে নির্মাণ হচ্ছে শেখ হাসিনা সরোবর। 
দুটি বিশাল জলাধার। 
> কাছেই ১১২ একর জমিতে তৈরি করা হবে পাঁচতারা হোটেল। 
>থাকবে শপিং কমপ্লেক্স এবং বিনোদন ব্যবস্থা।
> সব মিলিয়ে বঙ্গবন্ধু শিল্প নগর অত্যাধুনিক শিল্প-প্রতিষ্ঠান এবং বহুবিধ আকর্ষণীয় জিনিসের সম্ভার।
> নতুন এ প্রকল্পের আওতায় সেখানকার দুটি জোনের প্রায় ১০০০একর ভূমি উন্নয়ন করা হবে। 
> গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক, 
টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ, পানির জন্য পৃথক নেটওয়ার্ক ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট (সিইটিপি) স্থাপন করা হবে। 
>এক দরজায় সব সেবার জন্য ওয়ানস্টপ সার্ভিস ও একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রও গড়ে তোলা হবে প্রকল্পের আওতায়।
> এ ছাড়া এনভায়রনমেন্টাল ল্যাব ও মনিটরিং সিস্টেম এবং বায়োগ্যাস প্লান্ট ও বর্জ্য নিস্কাশন সুবিধা তৈরির কাজ করা হবে।
> বিশ্বমানের সবুজ কারখানা স্থাপনের উপযোগী করে গড়ে তোলা হবে এ শিল্প নগর।



আপনি আমাদের সাইটে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন. আমরা প্রতিনিয়ত প্রশ্ন সমাধানের আপডেট দিয়ার চেষ্টা করি 
আপনি কোন বিষয়ের প্রশ্ন সমাধান খুঁজতে চাইলে আমাদের সার্চ অপসন এ গিয়ে সার্চ করবেন 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form