21 February Bangla Ukti 2022 || 21 February Bangla Status

21 February Bangla Ukti 2022 || 21 February Bangla Status




২১ শে ফেব্রুয়ারি নিয়ে SMS (২০২২) | ২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস (২০২২) | ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা


২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি, বানী স্ট্যাটাস এবং কথা সমূহ। ২১ শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতীর জন্য এক গুরুত্ব পূর্ন অধ্যায় এই দিন ভাষার দাবীতে শহীদ হয়েছিলো রফিক, আব্দুল জব্বার, শফিক, আব্দুস সালাম, বরকত এবং আরও অনেকজন। তাই আজকে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি, বানী, স্ট্যাটাস এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো।
 

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা


  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই শুভেচ্ছা জ্ঞাপন করে থাকে। তাই আপনি যদি আপনার প্রিয়জনদের কে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা পাঠাতে চান। তাহলে নিচে থেকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা দেখে নিন।

  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে জানাই ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা
  •  
  • যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে
  • তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা

  • যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
  • তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।

  • এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো তাই আমি এই ২১ ভুলতে পারিনা!!

  • যতকাল রবে এই বাংলা রয়ে যাবে সকল ভাষা শহীদদের স্মরণ।

  • আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের ভুলবো না।

  • এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না

২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি


ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।

যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।

 
প্রানটা জুরে যায়
যখন শুনি গ্রাম বাংলার গান,
মন ভরে যায়
যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
যারা জীবন দিয়েছে ভাষার তরে।

বাংলাদেশের সোনার ছেলে
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।



রফিক, সালাম, বরকত
আরো হাজার বীর সন্তান,
করল ভাষার মান রক্ষে
বিলিয়ে আপন পরান।


যাদের রক্তে রাঙ্গানো একুশ
ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা
ধন্য ওদের পরান


মুক্ত বাংলা যুক্ত কর,
সোনার বাংলা ধন্য কর,
মুক্ত বাংলা সবার আছে।
যুক্ত করা মোদের আশা,
বাংলা ভাষা পরানের ভাষা।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস


রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান
সকাল বেলা পান্তা খেয়ে
 

দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে,
বিন্নি ধানের খৈ ভাজে,
খোকা তার কখন আসে
কখন আসে।

মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।


আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।

 
জান দিয়েছে
দেয়নি তবু বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form