প্রত্যেক জিনিসের দুইটা দিক আছে।
১.ভাল দিক এবং
২.খারাপ দিক।
যেমন কেউ মোবাইল দিয়ে টাকা ইনকাম করছে। আবার কেউ বা আবার নিজের টাকা খরচ করে নেট কিনে সে মোবাইল দিয়ে ভিডিও দেখে, টিকটক করে, গেম খেলে বন্ধুদের সাথে আড্ডা দেয়া... ইত্যাদি বা অন্যান্য জিনিস দেখে। আমাদের সময় টাকে কোন কাজে আমরা ব্যয় করছি কখনো ভেবে দেখেছি কি..? দেখি নি..! আমরা সময় টাকে বাজে কাজে ব্যয় করতেছি বেশি...🤔ভাবার বিষয় হলো এই ICT এর যুগে আমরা কতটুকু স্কিলআপ হতে পেরেছি..🤔.সবাই যখন ঘরে বসে মোবাইল দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে...আপনি তখন গেম খেলে বাজে কাজে সময় টাকে নষ্ট করতেছেন...আফসোস!!🙂
অনলাইন ইনকাম | মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২ | মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়
মোবাইল দিয়ে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও বানিয়ে অনলাইন ইনকাম
ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা যায় , আপনারা সকলেই জানেন। তবে এখনও অনেকেই জানেন না যে ফেসবুক থেকে ইনকাম করা যায়।
ফেসবুক থেকে ইনকাম করার অনেকগুলা মাধ্যম থাকলেও ইউটিউব এর মত ফেসবুকে ভিডিও তৈরি করে ইনকাম করা যায় এবং আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২ করার জন্য, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেও ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা যায়। ইউটিউবে মোবাইল দিয়ে ইনকাম করা যায়। আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন। কারণ এ সম্পর্কে আপনার অন্য কোথাও জানতে পারেন। বর্তমানে এটা একটা কমন বিষয়।
আপনাদের যদি তাও বিশ্বাস না হয়, তাহলে আমি উদাহরণ হিসেবে আগের উদাহরণটাই দিব। Mizan Technical এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও মোবাইল দিয়ে তৈরি এবং সবকিছুই মোবাইল দিয়ে করা।
এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এপ্রুভ করা। আপনারা ভিডিও দেখার সময় দেখবেন ads দেখা যায় এবং এখান থেকে মিজান ভাই ইনকাম করেন।
বর্তমানে ইনকামের পরিমাণটা খুবই কম কারণ এটা নতুন ইউটিউব চ্যানেল এখনো সেভাবে ভাইরাল হয়নি। তবে আমি আশা করি একটা সময় এখান থেকে মিজান ভাই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি আপনার এই ইউটিউব ভিডিওটি ফেসবুকে আপলোড করেন এবং ফেসবুকে মনিটাইজেশন অন করেন। তাহলে ফেসবুক থেকেও আপনি ইনকাম করতে পারবেন।
অর্থাৎ আপনি একটা ভিডিও থেকেই ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।
আপনারা চাইলে ও এভাবে শুরু করতে পারেন। ইউটিউব বা ব্লগিং থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম একদিন বা একমাসের সম্ভব নয়। অবশ্য এখানে আপনাকে কঠোর পরিশ্রম করে লেগে থাকতে হবে।
আর যারা ধৈর্য্য ধরে রেগুলার কাজ করতে থাকে এবং তারাই এখানে সফল হয়। সফল হতে হলে আপনাকে এখানে ধৈর্য ধরে রেগুলার কাজ করে যেতে হবে। একটা সময় দেখবেন এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। উদাহরণ হিসেবে মিজান ভাই মোবাইল দিয়ে বর্তমানে অনেক টাকা ইনকাম করে।
আসলে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। আপনি সেল্ফ এ ৫০০ টাকা বিনিয়োগ করে অনলাইনে/অফলাইনে নেটওয়ার্ক তৈরি,প্রোডাক্ট রিসেলিং,মোবাইল রিচার্জ,এয়ার টিকেট,লোকাল আউটলেটে কেনাকাটা করে আপনি সহজেই ইনকাম করতে পারবেন।
ফেসবুক এর পেজ/গ্রুপ দিয়ে মার্কেটিং করে মানুষ কত টাকা ইনকাম করছে। আর আমি আপনি শুধু শুধু জুকারবার্গ মামাকে টাকা দিচ্ছি। কত MB খরচ করতেছি...আসলে টাকা এবং সময় এর মূল্যেটা বুঝেন দেখবেন দিন শেষে আপনিই সফল ব্যাক্তি আমরা সবাই সঠিক পথে এবং ভালো কাজে সময় টাকে ব্যয় করবো
তাই বলবো সময়ের মূল্য দিতে শিখেন। আপনি এখন সময়কে মুল্য দেন দেখবেন সময় একদিন আপনাকে মুল্য দিবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
আর্টিকেল লিখে মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২
আপনি মোবাইল দিয়ে আর্টিকেল লিখে অনলাইন ইনকাম করতে পারবেন।এবং এটাই হচ্ছে মোবাইল অনলাইন ইনকাম করার দ্রুত একটি মাধ্যম। অর্থাৎ আপনি অনলাইনে একটি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে অনলাইন থেকে আর্টিকেল লিখে ইনকাম করার জন্য আপনাকে গুগলে খুঁজতে হবে ব্লক অথবা ফোরাম সাইট। অনেক পুরানো অথবা ব্লগ সাইট আর্টিকেল এর বিনিময়ে তারা প্লে করে থাকে। তবে আমি আপনাদেরকে 1টি নির্ভরযোগ্য মাধ্যম দেখাবো।
মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২ করার আমি তিনটি বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। তবে আমার এখানে কিছু ব্যক্তিগত পরামর্শ আছে, যেটা আপনার সোনা খুবই গুরুত্বপূর্ণ।
মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২ করার জন্য আমি উপরের দুইটা স্টেপ কে গুরুত্ব দিব। অর্থাৎ ব্লগিং এবং ইউটিউব । তৃতীয় স্টেপেও (আর্টিকেল লিখে ইনকাম) আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তবে আমি একটা না করার পরামর্শ দিব।
কারণ তৃতীয় স্টেপে আপনার নিজের কোন ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না এবং এখান থেকে আপনি খুবই অল্প পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
আর্টিকেল লিখে খুব দ্রুত ইনকাম করতে পারবেন তবে এই ইনকামটা কখনোই বাড়বে না। এবং এখানে টাকা না পাওয়ার সম্ভাবনা থাকে।
ইউটিউব এবং ব্লগিং করে টাকা ইনকাম , আস্তে ধীরগতিতে ইনকাম করতে পারবেন। তবে একটা সময় আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এবং এটা প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
ইউটিউব এবং ব্লগিং আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ইনকাম করবেন।
অবশ্যই একটা বিষয় মনে রাখবেন “পরিশ্রম এবং ধৈর্য” এই দুইটার মধ্যে সফলতা রয়েছে। অল্প সময়ে কোন কিছু পাওয়া অনেক সময় মঙ্গল না হতে পারে।
Tags
Finance and Career