সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২২



⚽️🏀এক নজরে “ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২” (২২তম আসর)-

🔹সময়কাল- (২০ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২)।
🔹আয়োজক দেশ- কাতার।
🔹মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি।
🔹টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৩২টি।সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা।
🔹টুর্নামেন্টে মোট গোল সংখ্যা- ১৭২টি।
🔹ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- আর্জেন্টিনা V ফ্রান্স (১৮ ডিসেম্বর, ২০২২- কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’)।ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩য়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
🔹রানার্স আপ- ফ্রান্স।
🔹তৃতীয় স্থান লাভ করে- ক্রোয়েশিয়া।
🔹চতুর্থ স্থান লাভ করে- মরক্কো।
🔹‘ফেয়ার প্লে ট্রফি’ পায়- ইংল্যান্ড।
🔹সেরা খেলোড়ার হিসেবে ‘গোল্ডেন বল’ পান- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার ‘গোল্ডেন বল’ লাভ করেন নিওনেল মেসি (প্রথমবার গোল্ডেন বল লাভ করেন- ২০১৪ সালে)।
🔹ব্যক্তিগত সর্বেোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ লাভ করেন- ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (৮টি গোল)।
🔹সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ পান- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
🔹সেরা উদীয়মান (তরুণ) খেলোয়াড় এর পুরস্কার লাভ করেন- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
🔹দলগত সর্বোচ্চ গোলদাতা- ফ্রান্স (১৬টি)।
🔹কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক (৩) গোল করেন- ২ জন।প্রথম হ্যাটট্রিক করেন- পর্তুগালের ‘গনসালো রামোস’(সুইজারল্যান্ডের বিপক্ষে, বিশ্বকাপ অভিষেক ম্যাচে)।দ্বিতীয় হ্যাটট্রিক করেন ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (আর্জেন্টিনার বিপক্ষে, ফাইনাল ম্যাচে)।


🏏🏏এক নজরে “আইসিসি (পুরুষ) টি-২০ বিশ্বকাপ-২০২২” (৮ম আসর) : 🔹আয়োজক দেশ- অস্ট্রেলিয়া। 🔹সময়কাল- ১৬ অক্টোবর- ১৩ নভেম্বর, ২০২২। 🔹অংশগ্রহণকারী দল- ১৬টি। 🔹মোট ম্যাচ- ৪৫টি। 🔹প্রথম ম্যাচ- নামিবিয়া (১৬৩/৭) V শ্রীলঙ্কা (১০৮/১০)।নামিবিয়িা ৫৫ রানে জয়ী। 🔹ফাইনাল ম্যাচ- অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর, ২০২২ (অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে)। পাকিস্তান (১৩৭/৮) V ইংল্যান্ড (১৩৮/৫)। ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ইংল্যান্ড প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয় করে ২০১০ সালে। 🔹ম্যান অব দ্য ফাইনাল- স্যাম কারান (ইংল্যান্ড) 🔹ম্যান অব দ্য টুর্নামেন্ট- স্যাম কারান (ইংল্যান্ড)। 🔹সর্বোচ্চ রান সংগ্রাহক- ভারতের বিরাট কোহলি (২৯৬ রান)। 🔹সর্বোচ্চ উইকেট শিকারি- শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৫টি)। 🔹টুর্নামেন্টে মোট হ্যাট্রিক হয়- ২টি। 🔹প্রথম হ্যাটট্রিক করেন- সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার ‘কার্তিক মেইয়াপ্পন’ (শ্রীলঙ্কার বিপক্ষে)। 🔹দ্বিতীয় হ্যাটট্রিক করেন- আয়ারল্যান্ডের ‘জশ লিটল’ (নিউজিল্যান্ডের বিপক্ষে)। N.B-(পরবর্তী) ‘২০২৪ আইসিসি (পুরুষ) টি-২০ বিশ্বকাপ’ (নবম আসর) অনুষ্ঠিত হবে- ‘ওয়েস্ট ইন্ডিজ’ ও ‘যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশ হিসেবে ‘ওয়েস্ট ইন্ডিজ’ ও ‘যুক্তরাষ্ট্র’ আগামী ‘টি-২০ বিশ্বকাপে’ সরাসরি খেলার সুযোগ পাবে।


*নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ *পাকিস্তানের বিপক্ষে ৯ রানে জিতেছে বাংলাদেশ *নারী বিশ্বকাপে এটিই বাংলাদেশের প্রথম জয়

আপনি আমাদের সাইটে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন. আমরা প্রতিনিয়ত প্রশ্ন সমাধানের আপডেট দিয়ার চেষ্টা করি 
আপনি কোন বিষয়ের প্রশ্ন সমাধান খুঁজতে চাইলে আমাদের সার্চ অপসন এ গিয়ে সার্চ করবেন 

সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২২


**বিপিএল: বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
**শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জয় পেলো কুমিল্লা
**তৃতীয়বারের মতো শিরোপা জয় কুমিল্লার**বিপিএল: বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
**শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জয় পেলো কুমিল্লা
**তৃতীয়বারের মতো শিরোপা জয় কুমিল্লার

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৫ম বারের মতো শিরোপা জিতল ভারত ।

পুরুষ টেনিসে সর্বোচ্চ (২১*) গ্রান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন স্প্যানিশ রাফায়েল নাদাল

@@ Australia Open
Men's Grandslam title goes to #Rafael_Nadal(his 21st win)


আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১:

Test ক্রিকেটার: জো রুট

ODI ক্রিকেটার: বাবর আজম

T-20 ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান

আন্তর্জাতিক টি-২০ তে হাজার রান সংগ্রহকারী প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি।

💣ফিফা দ্য বেস্ট (প্লেয়ার)- রবার্ট লেভানডস্কি'

💣জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :
হাভিয়ের কাবরেরা (স্পেন)

💣২০২২সালের কাতার
বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম 'রিহলা'


খেলাধূলা বিষয়ক
১. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?
উত্তরঃ-১৯৭৫ সালে।

২.ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?
উত্তরঃ-ICC।

৩.ক্রিকেট খেলার জন্ম কোথায়?
উত্তরঃ-.ইংল্যান্ডে।

৪.ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ-১০৬টি

৫.২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়?
উত্তরঃ-.মিচেল স্টার্ক।

৬.টেস্ট ক্রিকেট শুরু হয় কবে ?
উত্তরঃ-১৮৭৭ সালে।

৭.টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?
উত্তরঃ-মুরালিধরন।

৮.প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?
উত্তরঃ-.২০০৭ সালে।

৯.টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?
উত্তরঃ-সোহাগ গাজী।

১০.ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে?
উত্তরঃ-১৯৭১ সালে।




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form