সাম্প্রতিক চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর 2022


সাম্প্রতিক চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর 2022


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

৪৪। জাতিসংঘের কোন সংস্থা করোনা ভাইরাস pandemic ঘোষণা করেছে? উত্তরঃ WHO [World Health Organization]

৪৫। মাথাপিছু গ্রিণ হাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ কাতার 

৪৬। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তরঃ ৩ নং 

৪৭। কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকয় অবস্থিত? উত্তরঃ CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific) 

৪৮। জাতিসংঘের বর্তমান মহাসচীব কোন দেশের নাগরিক? উত্তরঃ পর্তুগাল 

৪৯। অটিজম কি? উত্তরঃ বিকাশের সমস্যা 

৫০। পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ ভারত (১৩তম) 

৪। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কি.মি 

১৪। টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে? উত্তরঃ ডাঃ স্যামুয়েল হার্স্ট 

২১। কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে WWW, HTML, DVD, ipod  ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার? উত্তরঃ চতুর্থ প্রজন্ম 

২২। ১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম- উত্তরঃ অসলো চুক্তি

৪৩। ডেসমন্ড টুটু কত সালে, কী বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? উত্তরঃ ১৯৮৪ সালে শান্তিতে

৫৩। SIM এর পূর্ণরূপ হচ্ছে- উত্তরঃ Subscriber Identification Module

৬৪। প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? উত্তরঃ ২ ফেব্রুয়ারি

৬৬। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ 

৬৭। কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? উত্তরঃ WFP [World Food Programme] 

৭২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে? উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪

৯৯। ২০২১ সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর ৩৮ তম স্থানে) 

৬০. SDG-30 এর কত নম্বর Goal এ বিদ্যুতের বর্ণনা রয়েছে? উত্তরঃ 7

৫৯. The Nobel Laureate Abdulrazak Gurnah is from: উত্তরঃ Tanzania

৫৬. Who is the ‘Head of the State’ of Bangladesh? উত্তরঃ President 

৫৭. What is the per captia income (SUS) of Bangladesh in 2021? উত্তরঃ 2554 US Dollars 

৫১. How many freedom fighters received gallantry awards for contributions in our Liberation War-1971? উত্তরঃ 676

৪৩. The country participated as ‘Observer’ in “Victory Day Parade 2021”:  উত্তরঃ USA

৪০. Ping Pong means: উত্তরঃ Table tennis

৩৩. Under which Sector Dhaka was during our Liberation War in 1971? উত্তরঃ 2 

২৩. Omicron, the new variant of COVID-19 is originated from: উত্তরঃ South African

২২. What is LINUX? উত্তরঃ Operating System

১১. Which country first gave recognition (স্বীকৃতি) to Bangladesh? উত্তরঃ Bhutan 

৪১। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? উত্তর: ড. ফকরুল আলম

৪২। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪৩। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.? উত্তর: ৬.১৫ কি.মি.

৪৪। কোনটি অপারেটিং সিস্টেম নয়? উত্তর: MS Word

৪৫। কোনটি Input Device? উত্তর: OMR

৪৬। SDG – এর goal কয়টি? উত্তর: ১৭ টি

৪৭। মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? উত্তর: নির্মল হৃদয়

৪৮। ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়? উত্তর: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

৪৯। ৭ ই মার্চের ভাষণের স্থায়ীত্বকাল? উত্তর: ১৮ মিনিট

৫০। ঐতিহাসিক ছয় দফা কোথায় উত্থাপন করা হয়? উত্তর: লাহোরে





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form