গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২২ | সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২
গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২২ | সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ |
৬১। During the Liberation War of Bangladesh, Dhaka was under which sector? উত্তরঃ Sector 2
৬২। Who is the first Bangladeshi woman to climb the world’s highest peak, Mount Everest? উত্তরঃ Nishat Mazumder
৬৩। Who is the designer of the official logo of the Bangladesh Government? উত্তরঃ A.N.A. Saha
৬৪। What is the length (in kilometer) of the Padma Bridge? উত্তরঃ 6.15
৬৫। How many members do the Commonwealth Association have? উত্তরঃ 54
৬৬। The headquarter of the World Bank is located in- উত্তরঃ Washington DC
৬৭। Which one is under ‘Bretton Woods Institutions? উত্তরঃ IMF
৬৮। How many goals were set in the UN Sustainable Development Goals-2030 Agenda? উত্তরঃ 17
৬৯। Which country won the first ICC World Cup? উত্তরঃ West Indies
৭০। What is the 100m world record of Usain Bolt? উত্তরঃ 9.58 Sec
৭১। The Olympic Games in 2012 took place in- উত্তরঃ London
৭২। Who became the first Bangladeshi to win the professional golf tournament, Asian Tour? উত্তরঃ Siddikur Rahman
৭৩। Omicron was first detected first in- উত্তরঃ South Africa
৭৪। Which of the following country refused to sign the Bali Declaration over the Rohingya issue? উত্তরঃ India
৭৫। The current vice president of the United States is- উত্তরঃ Kamala Harris
৭৬। At present, which country has the highest inflation rate? উত্তরঃ Venezuela
৭৭। The most recent state to join United Nations (UN) is – উত্তরঃ South Sudan
৭৮। Rabindranath Tagore received Nobel Prize in – উত্তরঃ 1913
৭৯। Which blood group is called a universal donor? উত্তরঃ Negative
৮০। The smallest bones in the human body is found in the – উত্তরঃ Ears
৫৪। Using output devices one can- উত্তরঃ Print Data
৫৫। Spyware is a type of- উত্তরঃ Malware
৫৬। Which of the following group has only input devices? উত্তরঃ Mouse, Keyboard, and Scanner
৫৭। Python is a – উত্তরঃ programming language
৫৮। Which of the following is the shortcut control key for centering text? উত্তরঃ Ctrl + E
৫৯। Which of the key is not on the number keypad? উত্তরঃ Ctrl
৬০। The new Facebook’s company name ‘Meta’ is a- উত্তরঃ Greek Word
সাধারণ জ্ঞান:
৪১। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? উত্তরঃ মিশুক [মিশুক ও স্টেপস্ উভয়ই হামিদুজ্জামান খান এর স্থপতি, অপশনে প্রথমে মিশুক থাকায় উত্তর মিশুক]
৪২। মুজিববর্ষের ক্ষনগণনা শুরু হয় কত তারিখে? উত্তরঃ ১০-০১-২০২০ (১০ জানুয়ারি ২০২০)
৪৩। ‘নোয়া ১৮’ কী? উত্তরঃ কোনটিই নয়
৪৪। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? উত্তরঃ ৫৮
৪৫। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? উত্তরঃ কার্টাগেনা
৪৬। প্রতিসরণ এর উদাহরণ— উত্তরঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
৪৭। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়— উত্তরঃ কয়লা [গ্যাস ও কয়লা উভয়ই নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়, অপশনে কয়লা আগে থাকাই উত্তর কয়লা হবে]
৪৮। নাইট্রিক এসিড ব্যবহৃত হয়— উত্তরঃ সোনার গহনা তৈরিতে
৪৯। সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়? উত্তরঃ ইরোসিক এসিড
৫০। পিসিকালসার—উত্তরঃ মৎস্য চাষ বিষয়ক
৫১। ‘সোয়াইন ফু’ রোগের বাহক? উত্তরঃ শূকর
৫২। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? উত্তরঃ শশাঙ্ক
৫৩। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ [ (শাসনকাল ১৪৯৩-১৫১৯) ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান।]
৫৫। ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? উত্তরঃ উপরের সবগুলো
৫৬। বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? উত্তরঃ ৬ টি [টস্পটগুলো হচ্ছে— উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল এবং নগরাঞ্চল।]
৫৭। ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি? উত্তরঃ ভারত
৫৮। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝঁকিতে অন্তর্ভুক্ত? উত্তরঃ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
৫৯। ই-গভর্নেন্স এর উদ্দেশ্য- উত্তরঃ সবগুলো
৬০। ‘কসমিক ইয়ার’-উত্তরঃ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
৯৯। ২০২১ সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর ৩৮ তম স্থানে)
৭২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে? উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
৬৬। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
৬৪। প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? উত্তরঃ ২ ফেব্রুয়ারি
৬১। ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- উত্তরঃ জয়বাংলা
৬০। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ জুন ২০১২ সালে
৪৩। ডেসমন্ড টুটু কত সালে, কী বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? উত্তরঃ ১৯৮৪ সালে শান্তিতে
২২। ১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম- উত্তরঃ অসলো চুক্তি
২১। কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে WWW, HTML, DVD, ipod ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার? উত্তরঃ চতুর্থ প্রজন্ম
৫৯. The Nobel Laureate Abdulrazak Gurnah is from উত্তরঃ Tanzania
ক. ঐতিহাসিক "ছয় দফা" কবে ঘোষণা করা হয়?
উঃ ২৩ মার্চ ১৯৬৬ সালে।
খ. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ কাতার।
গ. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
উঃ আন্তোনিও গুতেরেস।
ঘ. ওমিক্রন কী?
উঃ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।
ঙ. "অপরাজেয় বাংলা" ভাস্কর কে?
উঃ সৈয়দ আবদুল্লাহ খালিদ।
চ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? সেদিন কি বার ছিল?
উঃ ১৭ মার্চ ১৯২০, মঙ্গলবার।
ছ. খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন।
উঃ ডাঃ সেতারা বেগম ও তারামন বিবি।
জ. পদ্মা সেতুর দৈর্ঘ ও প্রস্থ লিখুন।
উঃ দৈর্ঘ ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি.
ঝ. বর্তমানে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর শতকরা হার কত?
উঃ ৯৯.৭৫%
ঞ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি ও কি কি?
উঃ ৫ টি, (i) মার্কিন যুক্তরাষ্ট্র, (ii) যুক্তরাজ্য (iii) ফ্রান্স (iv) রাশিয়া (v) চীন।
ট. ফ্রান্সের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।
উঃ রাজধানী প্যারিস, মুদ্রা ইউরো।
ঠ. (i) UNESCO= United Nations Education, Scientific and Cultural Organization.
(ii) BBC= British Broadcasting Corporation.
(iii) SAARC= South Asian Association for Regional Co-operation.
Tags
General Knowledge