চাকুরির সাধারণ জ্ঞান 2022
Recent General Knowledge Bangladesh 2022
ইতিহাসে প্রথমবার মানবদেহে শুকরের হৃৎপিণ্ড স্থাপন করেছে মার্কিন চিকিৎসকরা।
কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী আলীখান ইসমাইলভ। ১৩ জানুয়ারি থেকে রুশ নেতৃত্বাধীন সিএসটিও সৈন্য প্রত্যাহার হচ্ছে।
দেশে প্রথম চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় ‘Incinerator Plant’ স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
তারিখ : ১১ জানুয়ারি, ২০২২
Global Passport Ranking - 2022' সূচকে বাংলাদেশ ১০৩ তম (পূর্বে ছিল ১০৮ তম)।
শীর্ষে - সিঙ্গাপুর ও জাপান; সর্বনিম্নে - আফগানিস্তান।
সূত্র : হেনলি & পার্টনার্স
প্রথমবার ২০২২ সালের জন্য 'UN Women' নির্বাহী বোর্ডের সভাপতি হয়েছে বাংলাদেশ।
★ সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
★ বর্তমানে এটি দেশের সর্ববৃহৎ এবং দ্বিতীয় মেরিন প্রটেক্টেড এরিয়া। প্রথমটি - সোয়াচ অব নো গ্রাউন্ড, বঙ্গোপসাগর।
দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন 'Dubai Creek Tower' (উচ্চতা : ৩,০৪৫ ফুট / ২১০ তলা)।
গাইবান্ধা, পটুয়াখালী ও যশোরে ৩টি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) তৈরি হচ্ছে
WB-এর মতে দেশের জিডিপি প্রবৃদ্ধি
২০২১-২২ অর্থবছর ৬.৪%
২০২২-২৩ অর্থবছর ৬.৯%
নতুন আবিষ্কৃত গ্রহ 'WASP-103b'।এটি আলু আকৃতির, সৌরজগত হতে ১৮০০ আলোকবর্ষ দূরে।
২০২০-২১ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনায় প্রথম হয়েছে আইসিটি বিভাগ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ স্প্যানিশ হাভিয়ের ক্যাবরেরা।
কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী আলীখান ইসমাইলভ। ১৩ জানুয়ারি থেকে রুশ নেতৃত্বাধীন সিএসটিও সৈন্য প্রত্যাহার হচ্ছে।
সম্প্রতি কাজাখস্তানে চলমান সহিংসতা মোকাবিলায় দেশটিতে রাশিয়ার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
: কাজাখস্তানের বর্তমান প্রেসিডেন্ট- কাসিম জোমার্ট
: কাজাখস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা- KNB
রেমিট্যান্সে প্রণোদনা ২% থেকে বাড়িয়ে ২.৫% করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
'Order of the British Empire' (OBE) খেতাব পেয়েছেন বাংলাদেশী জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক।
বিক্রির উদ্দেশ্যে সব তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে আর্মেনিয়া।
'Africa Growth & Opportunity Act' (AGOA) চুক্তি থেকে আফ্রিকার ৩ দেশ ইথিওপিয়া, মালি ও গিনিকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।
বিক্রির উদ্দেশ্যে সব তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে আর্মেনিয়া।
কুমিল্লা নগরীতে নির্মিত ভাস্কর্য ‘যুদ্ধাহত বীর’
শিল্পী : মোহাম্মদ শাহীন
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছাদূত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান 'লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন'𑅁
আবেদনকারী : তৌহিদ রেজা নূর
ইনফ্লুয়েঞ্জার প্রভাবে করোনার নতুন ধরন ‘ফ্লোরোনা’।
প্রথম শনাক্ত হয় - ইসরায়েলে
চলতি ২০২১-২২ অর্থবছরে ভারতের ৪র্থ বৃহত্তম রপ্তানি বাজার হতে যাচ্ছে বাংলাদেশ।
দেশের ইতিহাসে একক মাস হিসেবে রেকর্ড রপ্তানি হয় ডিসেম্বর, ২০২১ (৪৯১ কোটি ডলার)
১. মুজিববর্ষের স্মরণিকার নাম কি?
-ন্যায়কণ্ঠ
২.' বঙ্গবন্ধু ও বিচার বিভাগ' গ্রন্থটি প্রকাশ করে কে?
-বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৩. ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় কত সালে?
-১৯৯৬
৪. সরকারি চাকরিতে বাধ্যতামূলক করা হচ্ছে -
-ডোপ টেস্ট
৫. বর্তমানে কতটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে?
-১৬ টি
৬. ভারতে অনুমোদন দেওয়া নতুন দুটি ভ্যাকসিনের নাম হল -
- কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স
৭. লাতাকিয়া বন্দরটি কোথায় অবস্থিত?
- সিরিয়া
৮. ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী -
-নাফতালি বেনেত
৯. ইসরাইল কত সালে গোলান মালভূমি দখল করে নেয়?
-১৯৬৭ সালে
১০. ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোলান মালভূমি কে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়?
-২০১৯ সালে
⬛⬛ দেশের ২৩তম প্রধান বিচারপতি হয়েছেন– 'হাসান ফয়েজ সিদ্দিকী' (২২তম- সৈয়দ মাহমুদ হোসেন)।।👍🏻
‘গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২১’ এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন- ফ্রান্স ও পিএসজি তারকা “কিলিয়ান এমবাপে”।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’।
কবি আসাদ চৌধুরী সম্পাদিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা “বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়- ২৭ ডিসেম্বর, ২০২১।
জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।
1. Dhaka Central Jail has been shifted to-- Keraniganj
2. The city Mosul is in which country?--- Iraq
3. Who is the foreign minister of India?--- Subrahmanyam Jaishankar
4. Which country will host the World Cup Football tournament in 2022?--- Qatar
5. 2023 Icc cricket world cup will be held--India
6. The new UN Secretary-General is--- Antonio Guterres
7. Which river of Bangladesh originates in Tibet?--- Brahmaputra
8. Who is the current Chief Election Commissioner of Bangladesh?--- KM Nurul Huda
9. What is the maximum limit of tax-free personal income for the female taxpayer in Bangladesh?--Ans: TK 3,50,000
10. Accord and Alliance are related to ............ industry.--- Garments
11. Who is the current Chief Justice of Bangladesh?--- Hasan Foez Siddique(23th)
12. In which district the Burimari land port is situated?--- Lalmonirhat
13. In which district ‘Ratargul Swamp Forest’ is located?--- Sylhet
14. Bengali Renessiance starts ---Raja Rammohon Roy
15. Armed Forces Day = 21st November
16. Who is the current mayor of London?--- Sadiq Khan
17. Kolkata gets first Muslim mayor since independence--- Firhad Hakim
18. Mongla port--- Pashur River
19. IFC headquarters = Washington DC
20. Expand the acronym ERP-----Enterprise Resource Planning
Tags
General Knowledge