সমন্বিত ৫ ব‌্যাংক অফিসার ক‌্যাশ প্রশ্ন সমাধান ২০২২

সমন্বিত ৫ ব‌্যাংক অফিসার ক‌্যাশ (year - 2019) প্রশ্ন সমাধান ২০২২



Previous Bank General Question Solution

সমন্বিত ৫ ব‌্যাংক অফিসার ক‌্যাশ প্রশ্ন সমাধান ২০২২



১। ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ আহসান হাবীব (আহসান হাবীব এর  ১৯৮৫ সালে প্রাকশিত কাব্যগ্রন্থ  বিদীর্ণ দর্পণে মুখ) 

২। কবি শামসুল রাহমানের ‘ আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি’ প্রকাশিত হয় কোন সালে? উত্তরঃ ১৯৭৪ সালে 

৩।.‘রেস্তোরা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তরঃ ফরাসি শব্দ ( কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ -এইগুলা ফরাসি শব্দ) 

৪। ‘অম্বু’ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তরঃ জল ( ‘অম্বু’-এর সমার্থক শব্দ: পানি, সলিল, নীর, উদক, জল) 

৫। নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?  উত্তরঃ একটি কালো মেয়ের কথা 

(একটি কালো মেয়ের কথা  উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “একটি কালো মেয়ের কথা”। ১৯৭১ সালে এটি প্রকাশ পায়। গল্পের নায়ক ডেভিড আর্মস্ট্রং।) 

৬। “রাতের মধ্যভাগ”- এক কথায় প্রকাশ কি হবে? উত্তরঃ মহানিশা 

৭। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? উত্তরঃ কালি গ্রাম  

৮। নিচের কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয়?  উত্তরঃ লহরী  ( লহরী অর্থ ঢেউ, তরঙ্গ, ঊর্মি) 

৯। বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ শব্দ কোনটি? উত্তরঃ পরাভব (পরাভব অর্থ পরাজয়, হার) 

১০। ‘রক্ষকই ভক্ষক’ বাক্যটি কোন জাতীয় বাক্য? উত্তরঃ সরল বাক্য

১১। ‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সাপ   

১২। কোনটি নিত্য স্ত্রী বাচক শব্দ? উত্তরঃ সতীন ও সপত্নী 

১৩। ‘এক’ এর বিশেষ্যরূপ  কোনটি? উত্তরঃ একতা 

১৪। ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ নিগ্রহ  

১৫। বাংলা  সাহিত্যে চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তরঃ বীরবলের হালখাতা 

১৬। ‘(একদিন) পাপের ফল ফলবে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে শূন্য

ইংরেজি অংশের সমাধানঃ  

১৭। Kazi Nazrul Islam was a well-loved poet, no other poet since has been so _____. উত্তরঃ lionized

১৮। The helicopter passed overhead with a ___ sound, like a giant insect. উত্তরঃ whirring

১৯। An ___ Current of dissatisfaction among the Russian soldiers indicated to the president that revolution was becoming a possibility. উত্তরঃ impervious

২০। The English ___ English. উত্তরঃ speak

২১। The word ‘Culinary’ is related to- উত্তরঃ cooking 

২২। Which pair of words is different? উত্তরঃ love, affection

২৩। Do not cry ___ spilt milk. উত্তরঃ over


 
২৪। Before you gave answers, sir ___ them to us. উত্তরঃ  had sent

২৫। Rahman’s father had only one ___ rule; no talking at the dinner table. উত্তরঃ immutable

২৬। “The Call of the Wild” was written by ___. উত্তরঃ Jack London

২৭। “The Metamorphosis” was written by __. উত্তরঃ Franz Kafka

২৮। If the books have been catalogued last week, why have not they been placed on the shelf? উত্তরঃ were catalogued

২৯। Social business theory was initially regarded as absurd, unnatural, and ___ with common sense. উত্তরঃ incompatible

৩০। The synonym of “myopic” is ___ .উত্তরঃ short-sighted

৩১। The antonym of “extraneous” is ____ উত্তরঃ pertinent

৩২। The warning of authority falls on deaf ears. Here warning does the function of: উত্তরঃ noun

 

গণিত অংশের সমাধানঃ   

৩৩। Jasim’s weight is 140% of Masum’s weight. Bashir’s weight is 90% of Limon’s weight. Limon weighs twice as much as Masum. What percentage of Jasim’s weight is Bashir’s weight? উত্তরঃ 128^4/7%

৩৪। y² – 15y + 56 = 0, then y = ? উত্তরঃ 7 & 8

৩৫। a² + 3ab = 145, If a = 5, then what is the value of b²? উত্তরঃ 64

৩৬। If 15% of A is the same as 20% of B, then A: B is-  উত্তরঃ 4 : 3

৩৭। If it is 250 miles from Dhaka to Dinajpur and 120 miles from Dhaka to Pabna, what percentage of the distance from Dhaka to Dinajpur is the distance from Dhaka to Pabna? উত্তরঃ 48

৩৮। It requires Taka 20 for fencing 1 meter. How much will it cost to fence a plot having length of 30 meters and breadth of 10 meters? উত্তরঃ Tk. 1600

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs  EXam Alert 

৩৯। A man purchased a shirt at Taka 300 after availing a discount of 25%. What is the catalog price of the shirt? উত্তরঃ Tk. 400

৪০। X, Y & Z has started a business with a profit sharing ratio of 7 : 8: 9. If at the end of the year, Y gets a total of Taka 4,000, what will be Z’s profit? উত্তরঃ Tk. 4500

৪১। Mr. Tanvir purchased stock for Tk. 1,500 and sold ⅔ of it after its value doubled. He sold the remaining stock at 5 times its purchase price. What was his total profit on the stock? উত্তরঃ Tk. 3000

৪২। In New jersey 90% of the population own a car, 15% own a motorcycle, and everybody owns one or the other or both. What is the percentage of motorcycle owners who own cars? উত্তরঃ 33^1/3%

৪৩। In what ratio, water must be mixed with fruit juice costing Tk. 24 per litre so that the Juice would be worth of it. 20 per litre? উত্তরঃ 1: 5

৪৪। Six years ago Anita was P times as old as Ben was. If Anita is now 17 years old, how old is Ben now in terms of P? উত্তরঃ 11/p+6

৪৫। A coin is thrown 3 times in the air. What is the probabjlity that one head is followed by two tails? উত্তরঃ 1/8

৪৬। Think of a number and then double the number. Add 6 and then multiply the number by TO, Now divide the number by 20; then subtract the number you first thought of. What is the result? উত্তরঃ 3

৪৭। An engine pulls four identical carriages. The engine is 2/3 the length of a carriage and the total length of the train is 86.8m. Find the length of the engine. উত্তরঃ 12.4m

৪৮। If the base of a parallelogram is 8 and the height is 7 and perimeter is 24, what is the area of the parallelogram? উত্তরঃ 56

৪৯। What is the volume of a cylinder with radius 6 and height of 7? উত্তরঃ 252

৫০। How many multiples of 7 are there between 100 and 150?  উত্তরঃ 7

৫১। The average runs of a cricket player of 10 innings was 32. How many runs must he make in his next innings to increase his average of runs by 4. উত্তরঃ 76


1/ISBN==International Standard Book Number--related to book
2/Bangladesh  rice research institute--gazipur
3/UNCTAD এর সসদরদপ্তর -জেনেভা
৪/Holkar Trophy is associated with-- Bridge sport
৫/The Olympic symbol consists of  five different colours, which are, from left to right, blue, yellow, black, green and red.
6/Yellow and green color mix make a Lime color. 
7/Central bank of united kingdom--bank of england
8/Smallest continent of the world --Australia 
9/The first english dictionary made--samual jonshon 
10/The bank for international settelment--busal, swezarland 
11/Headquater of unctad--geneva 
12/The capital of comoras--morino
13/The EU was establish--1991
14/Ukrian withdraw from soviat union--24 august 1991
15 which organisation was the origine of WTO--Gatt
16/Fadometer is used for--ocean dept
17/light year is related to-- distance
18/The masai mara national reserved located to -- kenya 


সমন্বিত ৫ ব‌্যাংক অফিসার ক‌্যাশ প্রশ্ন সমাধান ২০২২





Previous Bank General Question Solution


1. In July 2021, the country which issued a postage stamp featuring Bangabandhu is ----Turkey

2. ‘The Palme d’Or’ prize is awarded at the….film festival. -----Cannes

3. Nexus TV is and electronic media of---- Bangladesh

4. Generally, the shape of a demand curve is--- downward sloping

5. Issued shares of listed companies are deposited in---- BSEC

6. Mr. Shobuj was both the 14th highest and the 14th lowest in a tennis tournament. How many participants were in the tournament?----27

7. ‘International peace, security, and solidarity are mentioned in the … part of the Constitution of Bangladesh. ------2nd

8. Till October 2021, the number of Upazilas in Bangladesh is -----495

৭৮. The ‘Special Rehabilitation Fund’ offered by Probashi Kallyan Bank has an interest rate of----- 

9. The ‘Wage Earners’ Welfare Board’ law was passed in--- 2018

10. The first Hydrogen Energy Laboratory is situated in----- Chittagong

11. The Social Development Foundation of Bangladesh is funded by- --- World bank

12. The vision of Probashi Kallyan Bank does not include----- ensuring migrants rights

13. Find an odd one that should not be in the high remittance sending the country list of the GoB.------ Iran

14. The Booker Prize 2021 has been awarded to-----Damon Galgut

15. Denvi-3 is a variant of----Dengue

16. Amnesty International was established in---- the UK


Recent General Knowledge


▪️২০২২ সালে FAO-এর ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে– ঢাকা, বাংলাদেশ।

▪️২০২২ সালের জন্য 'জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডে'র সভাপতি নির্বাচিত হয়েছেন– জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি 'রাবাব ফাতিমা'।

▪️২০২২ সালের 'পোডাক্ট অফ দ্য ইয়ার (বর্ষপণ্য)' হিসেবে ঘোষনা করা হয়েছে– 'আইসিটি পণ্য ও সেবা' (২০২১ সালে ছিলো- 'চামড়া ও চামড়াজাত পণ্য)।

▪️২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলের নাম– 'রিহলা'।

▪️যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান– ১০৩তম (১ম- জাপান ও সিঙ্গাপুর; ২য়- জার্মানি ও দক্ষিণ কোরিয়া)।

▪️২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে– ৬.৪% (বিশ্বব্যাংকের পূর্বাভাস)।

▪️২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে– ৬.৯% (বিশ্বব্যাংকের পূর্বাভাস)।

▪️ইন্দোনেশিয়ার নতুন রাজধানী– নুসান্তরা (বোর্নিও দ্বীপে) [পূর্বে ছিলো- জাকার্তা (জাভা দ্বীপে)]।

▪️দেশের সর্বোচ্চ আদালতের ৩য় নারী ও সনাতন ধর্মের ১ম নারী বিচারপতি হলেন– কৃষ্ণা দেবনাথ।

▪️ফিফার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন– লিওনেল মেসি।

▪️ফিফা বর্ষসেরা খেলোয়াড় (দ্য বেস্ট) হয়েছেন–  রবার্ট লেভানডফস্কি।।👍🏻





পরীক্ষার পর সমাধান দেয়া হবে 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form