HSC: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২য় অধ্যায় (MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


HSC: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২য় অধ্যায় (MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


১. মিডিয়ার স্বাধীনতা প্রয়োজন কেন?
ক. সরকারের সফলতা তুলে ধরার জন্য
খ. সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য
গ. প্রকৃত তথ্য জানার জন্য
ঘ. সরকারের সমালোচনা করার জন্য

২. সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন কেন?
ক. দুনীতি রোধ করে
খ. আমলা নির্ভরতা কমায়
গ. আইনের শাসন নিশ্চিত করে
ঘ. ধনী-গরীবের বৈষম্য কমায়

৩. সুশাসনের পূর্বশর্ত কী?
ক. সরকারের শাসন
খ. নেতার শাসন
গ. জনগণের শাসন
ঘ. আইনের শাসন

৪. সুশাসন হচ্ছে একটি___
ক. পশ্চিমা ধ্যান ধারণা
খ. আদর্শ পরিচালনা ব্যবস্থা
গ. আমলাতান্ত্রিক ব্যবস্থা
ঘ. পুরাতন ধ্যান-ধারণা


 
৫. কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন?
ক. সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষা
খ. আইনের শাসন প্রতিষ্ঠা
গ. রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি
ঘ. বেকারত্ব হাস

৬. সাম্প্রদায়িক সম্প্রীতি কোনটিকে আগ্রাসন থেকে রক্ষা করে?
ক. জাতিকে
খ. ব্যক্তিকে
গ. ধর্মকে
ঘ. আত্মবিশ্বাসকে

৭. বাংলাদেশে কখন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়?
ক. ২০০৬ সালের ১ নভেম্বর
খ. ২০০৭ সালের ১ নভেম্বর
গ. ২০০৮ সালের ১ নভেম্বর
ঘ. ২০০৯ সালের ১ নভেম্বর

৮. ‘জনগণের কষ্ঠস্বর’ বলা হয় কোনটিকে?
ক. নির্বাচন
খ. আইনসভা
গ. গণমাধ্যম
ঘ. বিচার বিভাগ


 
৯. স্বচ্ছতার ইংরেজি কী?
ক. Transport
খ. Transparent
গ. Transparency
ঘ. Translate

১০. মানবাধিকারের মুখপাত্র কোনটি?
ক. ইউনেস্কা
খ. ইউনিসেফ
গ. জাতিসংঘ
ঘ. জাতিপুঞ্জ

১১. সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারক নিয়োগ প্রক্রিয়া হতে হবে____
ক. গোপনীয়
খ. স্বচ্ছ
গ. আইন বিভাগ কর্তৃক
ঘ. শাসন বিভাগ

১২. প্রতিষ্ঠানের বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি?
ক. সুশাসন
খ. ন্যায়বিচার
গ. মূল্যবোধ
ঘ. ক্ষমতার কাঠামো

১৩. বর্তমানে ‘ক’ রাষ্ট্রে দুনীতি, অপরাধ ও সন্ত্রাস অনেকাংশেই কমে গেছে। সবাই সমানভাবে তাদের অধিকার ও স্বাধীনতা ভোগ করছে। ‘ক’ রাষ্ট্রে কী বিদ্যমান?
ক. প্রশাসন
খ. সুশাসন
গ. স্বায়ত্তশাসন
ঘ. স্বৈরশাসন

১৪. বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার বাধা কোনটি?
ক. দুর্নীতি
খ. অধিক জনসংখ্যা
গ. এককেন্দ্রিক সরকার ব্যবস্থা
ঘ. একাধিক রাজনৈতিক দল

১৫. সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে-
ক. জনসমর্থনের অভাব
খ. অধিক রাজনৈতিক দল
গ. জবাবদিহিতার অভাব
ঘ. অগণতান্ত্রিক আচরণ

১৬. সুশাসন কখন বাধাগ্রস্থ হয়?
ক. অর্থ সম্পদের অভাবে
খ. জনসংখ্যা কম হলে
গ. আইনের শাসন না থাকলে
ঘ. সুসজ্জিত সেনাবাহিনীর অভাবে


 
১৭. পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায়-
ক. নাগরিকদের মধো
খ. শিক্ষকদের মধো
গ. বিশেষজ্ঞদের মধ
ঘ. আমলাদের মধ্যে

১৮. সুশাসনের মানদণ্ড কোনটি?
ক. জনগণের সম্মতি ও সন্তুষ্টি
খ. জনস্বার্থ
গ. সম্মতি
ঘ. সন্তুষ্টি

১৯. ‘ক’ দেশ দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ‘ক’ দেশের আমলাদের মধ্যে যেটির অভাব
রয়েছে-
ক. স্বচ্ছতা ও জবাবদিহিতা
খ. আইনের শাসন
গ. ধর্মীয় সহিষ্ণুতা
ঘ. শিক্ষা ও সচেতনতা

২০. সুশাসন বাধাগ্রস্ত হয়-
ক. আইনের শাসন না থাকলে
খ. অর্থ সম্পদ না থাকলে
গ. সুসজ্জিত সেনাবাহিনী না থাকলে
ঘ. জনসংখ্যা কম থাকলে


 
২১. দারিদ্রের মূল কারণ কোনটি?
ক. দুনীতি
খ. আমলাতন্ত্র
গ. অস্থির নেতৃত্ব
ঘ. গণতান্তিক রাজনৈতিক ব্যবস্থা

২২. কার দক্ষতার ওপর প্রশাসনের দক্ষতা নির্ভর করে?
ক. আমলা
খ. ইঞ্জিনিয়ার
গ. আইনজীবী
ঘ. সরকার প্রধান

২৩. টেকসই উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
ক. অগণতান্ত্রিক মূল্যবোধ
খ. প্রাতিষ্ঠানিকীকরণ
গ. দুর্বল প্রশাসন
ঘ. অদক্ষ নেতৃত্ব

২৪. ‘আইনের চোখে সকলে সমান’- উক্তিটি কে করেছেন?
ক. অধ্যাপক হ্যারন্ড জে. লাস্কি
খ. লর্ড ব্রাইস
গ. অধ্যাপক ডাইসি
ঘ. অধ্যাপক হারমান ফাইনার


 
২৫. বর্তমানে সুশাসন বাস্তবায়নের পথে কোনটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে?
ক. ই-কমার্স
খ. ই-গণতন্ত্র
গ. ই-হেলথ
ঘ. ই-গভর্নেন্স

২৬. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনটির বিকল্প নেই?
ক. তথ্য অধিকার আইন
খ. দাতা সংস্থাগুলোর উন্নয়ন
গ. সামাজিক আইন
ঘ. আইনের প্রয়োগ দলীয় ব্যক্তি দ্বারা নির্ধারণ

২৭. প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভ করা আবশ্যক কেন?
ক. শিক্ষা স্বচ্ছতা আনে বলে
খ. শিক্ষা দারিদ্র দূর করে বলে
গ. শিক্ষা মানবীয় গুণাবলি বিকশিত করে বলে
ঘ. শিক্ষা ছাড়া জীবন চলে না বলে

২৮. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-
ক. সরকার পরিচালনা
খ. অধিকার ভোগ করা
গ. নিয়মিত বাবসা করা
ঘ. নিয়মিত কর প্রদান


 
২৯. সামাজিক উন্নয়নের বিশেষ দিক কোনটি?
ক. দারিদ্র
খ. নারী ক্ষমতায়ন
গ. সন্ত্রাসী কার্যকলাপ
ঘ. স্থানীয় সরকারের অকার্যকারিতা

৩০. কোনটি নাগরিকের বড় গুণ?
ক. সচেতনতা
খ. অসচেত্রনতা
গ. কর্তব্যহীনতা
ঘ. দুর্নীতিগ্রস্থ




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form