পুরস্কার পাচ্ছেন- মোট ১৫ জন গুণী ব্যক্তি (১১টি ক্যাটাগরিতে)
সাধারণ জ্ঞান: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১- ২২
🔺🔷বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা।
##পুরস্কার পাচ্ছেন- মোট ১৫ জন গুণী ব্যক্তি (১১টি ক্যাটাগরিতে)।
✅পুরস্কার বিজয়ীরা হলেন-
#কবিতায়- আসাদ মান্নান ও বিমল গুহ।
#কথাসাহিত্যে- ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী।
#প্রবন্ধ/গবেষণায়- হোসেন উদ্দীন হোসেন।
#অনুবাদে- আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী।
#নাটকে- সাধনা আহমেদ।
#শিশুসাহিত্যে- রফিকুর রশিদ।
#মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়- পান্না কায়সার,
#বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায়- হা-রুন-অর-রশিদ,
#বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে- শুভাগত চৌধুরী।
#আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে- সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো।
#ফোকলোরে- আমিনুর রহমান সুলতান।
💣দেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছেঃ ১৬টি প্রতিষ্ঠান
এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছেঃ ২৯টি প্রতিষ্ঠান।
💣বর্তমানে দেশে চা বাগান রয়েছে 167 টি।
▪️দেশে চা বাগানের মোট ভূমি রয়েছে ২.৮৩ লাখ একর।
💣বর্তমান বিশ্বের একমাত্র দেশ যে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান উভয়ই নারীঃ"বার্বাডোস"
▪️বার্বাডোস ১৫০তম স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করেছে।
💣সার্কের মহাসচিবের নামঃ"এরসুলা উরাকুন" এবং সার্কের চেয়ারম্যানের নামঃ"শের বাহাদুর দেউবা"।
💣এশিয়ার বৃহত্তম কার্বনশূন্য "জেওয়ার" বিমানবন্দর নির্মিত হচ্ছে ভারতে।
💣স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মুজিববর্ষের সময়সীমাঃ৩১ মার্চ ২০২২ পযর্ন্ত।
💣বিশ্বের ১ম সংবাদমাধ্যম হিসেবে আন্তজার্তিক 'মহাকাশে স্টেশন' চালু করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা 'তাস'।
💣চীনের উইঘুর মুসলিমদের ওপর দমন-পীড়নের ফাঁস হওয়া নতুন নথির নাম 'শিনাজিয়াং পেপারস'
💣জিবুতির পর মধ্য আফ্রিকার দেশ "নিরক্ষীয় গিনি" চীন তাদের ২য় সামরিক ঘাঁটি স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
Tags
General Knowledge