Auditor: সিজিএ (CGA) অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২২
গণিত অংশের সমাধানঃ
১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তরঃ ২৫৩ [কারণ ২৩ X ১১ = ২৫৩]
২. ১ জন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত? উত্তরঃ ১৫ টি
৩. কোনটি সবচেয়ে ছোট? উত্তরঃ ২/১৩
৪. √১ + √১ এর বর্গ কত? উত্তরঃ ৪
৫. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উত্তরঃ ২০%
৬. কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়? উত্তরঃ ১৮
৭. কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান? উত্তরঃ ১৪০
৮. ০১ × ২/৫ = ? উত্তরঃ .০০৪
৯. x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে? উত্তরঃ ১০
১০. এক নটিক্যাল মাইল কত মিটার? উত্তরঃ ১৮৫৩.১৮ মিটার
১১. ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান? উত্তরঃ ২.২১
১২। a+b = 7, ab = 10 হলে a²+b²+3ab = কত? উত্তরঃ 59
১৩। একটি সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? উত্তরঃ ২৪
১৪। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ ১২৮
১৫। ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত? উত্তরঃ ১৫
১৬। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? উত্তরঃ ৩৮৪
১৭। এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেমি? উত্তরঃ ৬.৪৫
১৮। ৯০ কোন সংখ্যার ৭৫%? উত্তরঃ ১২০
১৯। নীচের কোনটি ০.৪৫ এর সমান? উত্তরঃ ৪৫%
২০। ৫ এর কত শতাংশ ৭ হবে? উত্তরঃ ১৪০
বাংলা অংশের সমাধানঃ
২১। শুদ্ধ বাক্য কোনটি? উত্তরঃ অধ্যয়নই ছাত্রদের তপস্যা
২২। ‘অশ্রু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ নেত্রবারি
২৩। ‘আরোহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ অবরোহণ
২৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃ কাবিলের বোন [আল মাহমুদ রচিত কাবিলের বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস]
২৫। নীচের কোনটি তৎসম শব্দ? উত্তরঃ পাত্র
২৬। “এ যে আমাদের চেনা লোক” – বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ? উত্তরঃ বিশেষণ
২৭। “যদিও তার বয়স হয়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি” – বাক্যটি কোন ধরণের বাক্য? উত্তরঃ যৌগিক বাক্যে
২৮। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? উত্তরঃ কুলটা [নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিঃ- কুল + অটা = কুলটা]
২৯। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? উত্তরঃ রাজপুত্র [রাজার পুত্র= রাজপুত্র]
৩০। নীচের কোনটি অব্যয়ীভাব সমাস? উত্তরঃ সামীপ্য [দোনলা, একচোখা, ঊনপাঁজুরে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি]
৩১। “তোমাকেই ঢাকা যেতে হবে”- কোন ধরনের বাচ্য? উত্তরঃ ভাববাচ্য
৩২। ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারটির অর্থ কী? উত্তরঃ পাগলামি
৩৩। এক কথায় প্রকাশ কর- “কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে” উত্তরঃ আত্মনিষ্ঠ
৩৪। “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল”- এই বৈষ্ণবপদের রচয়িতা কে? উত্তরঃ জ্ঞানদাস
৩৫। কোনটি মর্সিয়া সাহিত্য? উত্তরঃ জঙ্গনামা
৩৬। ‘রামায়ণ’ কে রচনা করেন? উত্তরঃ বাল্মীকি
৩৭। ‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রধান চরিত্র? উত্তরঃ দুর্গেশনন্দিনী
৩৮। চর্যাপদে কত জন কবির পদ রয়েছে? উত্তরঃ ২৪
৩৯। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? উত্তরঃ ভারতচন্দ্র রায়
৪০। ‘জাপান যাত্রী’ এর রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৪১। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? উত্তরঃ মিশুক [মিশুক ও স্টেপস্ উভয়ই হামিদুজ্জামান খান এর স্থপতি, অপশনে প্রথমে মিশুক থাকায় উত্তর মিশুক]
৪২। মুজিববর্ষের ক্ষনগণনা শুরু হয় কত তারিখে? উত্তরঃ ১০-০১-২০২০ (১০ জানুয়ারি ২০২০)
৪৩। ‘নোয়া ১৮’ কী? উত্তরঃ কোনটিই নয়
৪৪। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? উত্তরঃ ৫৮
৪৫। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? উত্তরঃ কার্টাগেনা
৪৬। প্রতিসরণ এর উদাহরণ— উত্তরঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
৪৭। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়— উত্তরঃ কয়লা [গ্যাস ও কয়লা উভয়ই নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়, অপশনে কয়লা আগে থাকাই উত্তর কয়লা হবে]
৪৮। নাইট্রিক এসিড ব্যবহৃত হয়— উত্তরঃ সোনার গহনা তৈরিতে
৪৯। সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়? উত্তরঃ ইরোসিক এসিড
৫০। পিসিকালসার—উত্তরঃ মৎস্য চাষ বিষয়ক
৫১। ‘সোয়াইন ফু’ রোগের বাহক? উত্তরঃ শূকর
৫২। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? উত্তরঃ শশাঙ্ক
৫৩। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ [ (শাসনকাল ১৪৯৩-১৫১৯) ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান।]
৫৫। ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? উত্তরঃ উপরের সবগুলো
৫৬। বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? উত্তরঃ ৬ টি [টস্পটগুলো হচ্ছে— উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল এবং নগরাঞ্চল।]
৫৭। ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি? উত্তরঃ ভারত
৫৮। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝঁকিতে অন্তর্ভুক্ত? উত্তরঃ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
৫৯। ই-গভর্নেন্স এর উদ্দেশ্য- উত্তরঃ সবগুলো
৬০। ‘কসমিক ইয়ার’-উত্তরঃ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
ইংরেজি অংশ সমাধানঃ
৬১। Which is the feminine form of ‘Captain’? উত্তরঃ None of them
৬২। “All spoke in his favour”- here ‘all’ is? উত্তরঃ pronoun
৬৩। A doctor who treats eye diseases-উত্তরঃ ophthalmologist
৬৪। Fill in the gap with the correct form of the verb: “The Police ____ informed yesterday.” উত্তরঃ were
৬৫। Who is the author of “A Farewell To Arms” উত্তরঃ Ernest Hemingway
৬৬। A speech full of too many words is- উত্তরঃ A verbose speech
৬৭। What is the meaning of ‘soft soap’? উত্তরঃ flattery for self motives
৬৮। Which of the following words are dissimilar to the other three? উত্তরঃ Diphtheria
৬৯। Which one of the four below is most unlike the other three? উত্তরঃ Steady
৭০। Water is to Oxygen as salt to? উত্তরঃ Sodium
৭১। ‘Hold water’ means- উত্তরঃ bear examination
৭২। Trace the odd pair in the following-উত্তরঃ Teacher and student
৭৩। What is the synonym of ‘jovial’ উত্তরঃ A jolly
৭৪। What is the synonym of ‘emancipate’ উত্তরঃ set free
৭৫। “What are you so angry —— ?” the word in the gap is- উত্তরঃ about
৭৬। “There are ——- dangerous drivers.” the word in the gap. উত্তরঃ a lot of
৭৭। The phrase ‘Achilles Heel’ means? উত্তরঃ a weak point
৭৮। “Credit Tk 50 —– my account.” the word in the gap is- উত্তরঃ to
৭৯। An ordinance is? উত্তরঃ a law
৮০। Syntax means- উত্তরঃ sentence building
IBA Based Exam (cag, cga, dae, badc) গুলোর জন্য যেভাবে প্রস্তুতি নিতে পারেনঃ
কিভাবে কোন টপিক গুলো গুরুত্ব দিবেন-
১.বাংলা গ্রামার (৯-১০ শ্রেণীর ব্যাকরণ অংশ+ George MP3/অগ্রদূত থেকে বিশেষ করে মুখস্ত পার্ট -এককথায় প্রকাশ, বাক্য সংকোচন, বাগধারা , সমার্থক শব্দ শব্দের অর্থ শব্দের শ্রেণীবিভাগ বানান পরিভাষা প্রকৃতি-প্রত্যয়, কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, সন্ধি, বিশেষ গুরুত্ব দিন।)
২. বাংলা সাহিত্য-গুরুত্বপূর্ণ সাহিত্যিক+ছদ্মনাম, পত্রিকা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক লেখা গুলো শেষ করুন।
৩. English Grammar part এ (Spelling, one-word substitution, Synonyms, Antonyms, Analogy, Error detection, Fill in the Blanks ( preposition, Right form of Verbs) যার জন্য আমার মতে Master বই এনাফ।
৪. গণিত অংশের জন্য (ঐকিক নিয়ম,সংখ্যা,শতকরা,লাভ-ক্ষতি,মুনাফা,নৌকা,ট্রেন,অনুপাত,বীজগাণিতিক রাশিমালা,উৎপাদক,লগ,ধারা,বিন্যাস,সমাবেশ,সম্ভাবনা,পরিমিতি,জ্যামিতি বেসিক অংশে জোড় দিন।) যার জন্য 9-10 শ্রেণীর ম্যাথ বই সাথে আপনি যে গাইড ফলো করেন।
৪. Gk এর জন্য আন্তজার্তিক- সংগঠন, বিভিন্ন খেলাধুলা+ভূগোল অংশের বিভিন্ন সীমানা, যুদ্ধ, গেরিলা সংগঠন, প্রণালী, উপনাম, রাজধানী+ বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ + সাম্প্রতিক অংশে বিশেষ জোড় দিন আপনার পড়া বই থেকে।
৫. ICT এর জন্য MS Word Chapter, operating system, peripherals ইত্যাদি Chapter গুরুত্ব দিন। যার জন্য Self suggestion/Alal computer hour এর সাহায্য নিতে পারেন।
তবে,এসব পড়ার পর বিগত IBA নেওয়া প্রশ্নগুলো শেষ করে ফেলুন।
পাশাপাশি রিটেন প্রস্তুতি নিয়ে এগিয়ে থাকতে অনুবাদ, ফোকাস, ম্যাথ করতে থাকুন।
অডিটর (CGA) এর বিগত সালের প্রশ্ন ব্যাংক ও সমাধান ২০২১:➡ Solution
অডিটর মডেল টেস্ট পরীক্ষা ১ উত্তরপত্র
পূর্ণমান ৭০
পাস নাম্বার ৬০
সময় ১ ঘন্টা
পরীক্ষক মোঃ হারুনুর রশিদ
প্রতিটি ভুল উত্তরের জন্য. ৫০ কাটা যাবে।
১। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক) পূর্বপদ
খ) পরপদ ★
গ) অন্যপদ
ঘ) উভয় পদ
২। যার দুই হাত সমান চলে?
ক) সব্যসাচী ★
খ) দোহাতী
গ) দেহাতি
ঘ) হাতটান
৩। চর্যাপদের আদি কবি কে?
ক) কাহ্নপা
খ) শবরপা
গ) লুইপা ★
ঘ) ভূসকূপা
৪। সপ্তর্ষি শব্দটি কোন সমাস?
ক) দ্বিগু সমাস ★
খ) বহুব্রীহি সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) ভুমুকুপা
৫। শৈশব এর প্রকতি ও প্রত্যয় কোনটি?
ক) শিশু+ ষ্ণ্য
খ) শিশু + শব
গ) শিশু + ষ্ণ ★
ঘ) শৈ + শব
৬। আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) পর্তুগিজ ★
খ) আরবি
গ) ওলন্দাজ
ঘ) ফরাসি
৭। নিরানব্বুইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কী?
ক) সঞ্চয়ের প্রবৃত্তি ★
খ) শেষ আশা
গ) শেষ সম্বল
ঘ) গলা ধাক্কা দেয়া
৮। ক থেকে ম পর্যন্ত ২৫ টি ব্যাঞ্জনধ্বনিকে একত্রে কী বলা হয়?
ক) মৌলিক ধ্বনি
খ) যৌগিক ধ্বনি
গ) স্পর্শ ধ্বনি ★
ঘ) নাসিকা ধ্বনি
৯। সিডর শব্দের অর্থ?
ক) চোখ ★
খ) বন্যা
গ) ঝড়
ঘ) সূর্য
১০। প্রভাবতী সম্ভাষণ কার রচনা?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ★
গ) রামমোহন রায়
ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১১। জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি কার?
ক) কবির চৌধুরী
খ) তসলিমা নাসরিন
গ) শামসুর রহমান
ঘ) দাউদ হায়দার ★
১২। পয়জার এর সমার্থক শব্দ কোনটি?
ক) ছুতার
খ) পাদুকা ★
গ) উন্মাদ
ঘ) দাঁড়িপাল্লা
১৩। বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক) ভাষা ও সাহিত্য
খ) আয়না
গ) লালসালু
ঘ) অবরোধবাসিনী ★
১৪। কোনটি শুদ্ধ বানান?
ক) আকাঙ্ক্ষা ★
খ) আকাক্ষা
গ) আকাংখা
ঘ) আকাঙখা
১৫। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
ক) আলাওল
খ) শাহ মুহম্মদ সগীর ★
গ) সৈয়দ সুলতান
ঘ) মুহম্মদ খান
১৬। কোন বানানটি শুদ্ধ?
ক) বাল্মিকী
খ) বাল্মিকি
গ) বাল্মীকি ★
ঘ) বাল্মীকী
১৭। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
ক) রাজা★
খ) নবান্ন
গ) ইডিপাস
ঘ) কৃষ্ণকুমারী
১৮। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) সারেং বউ
খ) ক্রীতদাসের হাসি
গ) মাটি আর অশ্রু
ঘ) হাঙর নদী গ্রেনেড ★
১৯। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় - এখানে নীল কোন পদ?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) বিশেষণ ★
ঘ) অব্যয়
২০। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
ক) আবুল ফজল
খ) আবদুল হাই
গ) কাজেম আর কোরেশী
ঘ) শেখ আজিজুর রহমান ★
২১। কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০৷ তবে সংখ্যাটি কত?
ক) ২৫০
খ) ১০০
গ) ২০০ ★
ঘ) ৩০০
২২। a^ -11a- 12 এর উৎপাদক কোনটি?
ক) ( a-12) ( a+1) ★
খ) ( a+4) ( a-4)
গ) ( a-4 ) ( a -3)
ঘ) ( a+3) ( a-4)
২৩। h + 1/h = 6 হলে h- 1/h এর মান কত?
ক) 4√2 ★
খ) 2√10
গ) 34
ঘ) 36
২৪। a+ b = 3 এবং ab = 2 হলে a^ -ab + b^ এর মান কত?
ক) 3 ★
খ) 5
গ) 9
ঘ) 13
২৫। একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলে, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কোনটি?
ক) ৯ঃ১০
খ) ১১ঃ১০
গ) ১০ঃ৯ ★
ঘ) ১০ঃ১১
২৬। 5 সেমি ধারা বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেমি?
ক) 8.66 ★
খ) 3.87
গ) 7.07
ঘ) 15:03
২৭। 4x^ +2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
ক) 1/ 4x^ ★
খ) - 1/4x^
গ) - x^
ঘ) x^
২৮। দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ১২০ ও ১০ হলে সংখ্যা দুটির অনুপাত কত?
ক) ২ঃ৫
খ) ৩ঃ৫
গ) ৪ঃ৩ ★
ঘ) ৬ঃ৭
২৯। ৪০ এর ১৫% একটি সংখ্যার ২৫% অপেক্ষা ২ বেশি সংখ্যাটি কত?
ক) ১২
খ) ১৬ ★
গ) ২৪
ঘ) ৩২
৩০। একটি গণিতের বই প্রকৃত মূল্যের উপর ১৫% কমিশনে ১৩৬ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
ক) ৭২ টাকা
খ) ৬০ টাকা
গ) ১৬০ টাকা ★
ঘ) ১৫০ টাকা
৩১। The opposite of ' Nebulous '
a. Clear ★
b. Vague
c. Unclear
d. Indistinct
৩২। Nude শব্দটির Antonym হচ্ছে?
a. naked
b. Open
c. Concealed ★
d. Exposed
৩৩। The synonym of OMINOUS is?
a. Abundant
b. Adept
c. Wasteful
d. Sinister ★
৩৪। Noun from of the word ' poor' is?
a. Poverty ★
b. Poorness
c. Pestilence
d. Poority
৩৫। The opposite word of sluggish?
a. Animated ★
b. Dull
c. Heavy
d. Slow
৩৬। চকচক করলেই সোনা হয় না?
a. All that glitters is not gold ★
b. No pain, no gain
c. Gold does not shine allways
d. কোনটিই নয়
৩৭। সে সাঁতার কাটতে জানে না?
a. He don't know to swim
b. She did not know swimming
c. He doesn't know to swim
d. He doesn't know how to swim ★
৩৮। Give the antonym of the word " transitory "?
a. Temporary
b. Permanent ★
c. Transparent
d. Short - lived
৩৯। Which one is correctly spelt?
a. Diarrhoea ★
b. Dirohea
c. Dirrohea
d. Dirrhoea
৪০। Which one is the following is correctly spelt?
a. Terapetic
b. Therapeuti ★
c. Therapiuti
d. Theraputic
৪১। Climate is a --- of the environment?
a. State ★
b. Rank
c. Situation
d. Size
৪২। The expression 'after one's own heart' means?
a. To be in low spirit
b. With complete devotion
c. To one's own liking ★
d. To be in high spirit
৪৩। He intends to -- in the country for two months?
a. Live
b. Stay ★
c. Stop
d. Halt
৪৪। Misanthropist means?
a. One who flirts with ladies
b. A person of narrow views
c. A hater of mankind ★
d. One who believes that God is in everything
৪৫। 'Justice delayed is Justice denied ' was stated by?
a. Shakespeare
b. Churchill
c. Gladstone ★
d. Disraeli
৪৬। Appearances can often be ' liable to mislead' the underlined phrases means?
a. Defective
b. Lucrative
c. Repulsive
d. Deceptive ★
৪৭। The expression ' Lingua Franca ' means?
a. The common language ★
b. The first language
c. International language
d. The French language
৪৮। Bad habits should be ' nipped in the bud' the underlined phrases means?
a. Crop up
b. To be stopped in the beginning ★
c. To shun
d. To be cultivated
৪৯। What is the meaning of the abbreviation of 'N.B.'?
a. Not before
b. Nota bene ★
c. Note by
d. Note best
৫০। Which is the verb of the word ' Act'?
a. Enact ★
b. Acted
c. Action
d. Actives
৫১। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ ★
৫২। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
ক) ১৭ মে ★
খ) ১০ এপ্রিল
গ) ১৮ মে
ঘ) ১৮ মার্চ
৫৩। বঙ্গবন্ধু জুলি ও কুরি পুরুষ্কার লাভ করেন ১৯৭২ সালের?
ক) ১৫ জানুয়ারি
খ) ৭ মার্চ
গ) ১০ অক্টোবর ★
ঘ) ১৮ অক্টোবর
৫৪। বিজয় কেতন কি?
ক) জাতীয় স্মৃতিসৌধ
খ) জাতীয় জাদুঘর
গ) ওসমানী জাদুঘর
ঘ) মুক্তিযুদ্ধ জাদুঘর ★
৫৫। উইন্ডহোয়েক কোন দেশের রাজধানী?
ক) ক্যামেরুন
খ) মোজাম্বিক
গ) মরিসাস
ঘ) নামিবিয়া ★
৫৬। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
ক) নরওয়ে
খ) সুইডেন
গ) ফিনল্যান্ড ★
ঘ) সুইজারল্যান্ড
৫৭। বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরুষ্কার?
ক) ব্রিটেন ★
খ) ফ্রান্স
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) জাপান
৫৮। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন?
ক) ডুরান্ড লাইন ★
খ) রেডক্লিফ লাইন
গ) এলওসি
ঘ) ম্যাজিনো লাইন
৫৯। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর ★
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) আর্কটিক মহাসাগর
৬০। মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক) ২৬ জুন
খ) ১ আগষ্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর ★
৬১। একটি ফলের রসে হাইড্রোজেন আয়নের ঘনত্ব 3.3×10-2 M হলে ঐ রসের PH কত?
ক) 2.00
খ) 1.48 ★
গ) 4.48
ঘ) 2.18
৬২। H2SO4 দ্রবণে NH4OH দ্রবণ যোগ করা হলে কী পরিবর্তন ঘটে?
ক) তাপ নির্গত হয় ★
খ) তাপ শোষিত হয়
গ) তাপের কোন পরিবর্তন ঘটে না
ঘ) কোনটিই নয়
৬৩। যে পরিমাণ বল 1 Kg ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার / সে. 2 ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলা হয়?
ক) ১ নিউটন ★
খ) ডাইন
গ) ১ নিউটন /মিটার
ঘ) কিলোগ্রাম /মিটার
৬৪। জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে?
ক) রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি ★
খ) কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি
গ) ভরের সংরক্ষণ নীতি
ঘ) শক্তির সংরক্ষণ নীতি
৬৫। তাপমাত্রা পতিমাপের জন্য অর্ধপরিবাহী দ্বারা যে ডিজাইন তৈরি করা হয় তাকে বলা হয়?
ক) পাইরোমিটার
খ) থার্মোকাপল
গ) বিকিরণ থার্মোমিটার
ঘ) থার্মিস্টর ★
৬৬। বেনেলাক্স ( Benelux) বলতে যে দেশগুলোকে বোঝায়?
ক) সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
খ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
গ) বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ★
ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
৬৭। রুদ্ধতাপ প্রসারণে গ্যাস অপেক্ষাকৃত শীতল হয়। কারণ --
ক) অন্তঃস্থ শক্তি হ্রাস পায় ★
খ) অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
গ) অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে
ঘ) তাপমাত্রা অপরিবর্তিত থাকে
৬৮। USB এর পূর্ণরূপ কোনটি?
ক) Unique Serial Bus
খ) Universal Sequential Bus
গ) Universal Serial Bus ★
ঘ) Unique Sequential Bus
৬৯। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
ক) পাকিস্তান
খ) চীন
গ) যুক্তরাজ্য
ঘ) জার্মানি ★
৭০। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার?
ক) ৩৭.৫০ মিটার ★
খ) ৩৫ মিটার
গ) ৩০ মিটার
ঘ) ২১.৫০ মিটার
1. ‘For good’ এর পরিভাষা - চিরতরে।
2. ‘Null and void এর পরিভাষা - বাতিল।
3. `Coad of conduct’ এর পরিভাষা - আচারণবিধি।
4. `Weep' এর পরিভাষা - কান্না।
5. `Seldom' এর পরিভাষা - কদাচিৎ।
6. `Vital' এর পরিভাষা - অত্যাবশক।
7. `Congenial' এর পরিভাষা - উপযোগী ।
8. `Starve' এর পরিভাষা - উপবাস করা।
9. `Deceive' এর পরিভাষা - প্রতারণা করা।
10. `Audience' এর পরিভাষা - দর্শক।
11. `Transparent' এর পরিভাষা - স্বচ্চ।
12. `As it were' এর পরিভাষা - যেন।
13. `Hospitality' এর পরিভাষা - আতিথেয়তা।
14. `Propaganda' এর পরিভাষা - অপপ্রচার।
15. `Accused' এর পরিভাষা - অভিযুক্ত।
16. `Allegation' এর পরিভাষা - অভিযোগ।
17. `Biased' এর পরিভাষা - পক্ষপাতদুষ্ট।
18. `Humanity' এর পরিভাষা - মানবতা।
19. `Vagabond' এর পরিভাষা - ভবঘুরে।
20. `Vertex' এর পরিভাষা - চুড়া।
৭ তারিখ পরীক্ষার পর আমাদের সাইটে প্রশ্ন সমাধান দেওয়া হবে