2022 Oppo আসল মোবাইল চেনার উপায় | Oppo Original Check Code


2022 Oppo আসল মোবাইল চেনার উপায় | Oppo Original Check Code



IMEI Check Oppo Bangladesh

If you want to check IMI from BTRC, you just need to send a message from your mobile phone. The rules for sending are KYD <space> 15 Digit IMEI and 16002. Then in the return message, you will know if your Oppo mobile is in the database of BTRC Bangladesh. If you have, then understand that your phone is an official phone and if not, you will understand that it is an unofficial mobile phone.

Oppo Ways to Recognize Original Mobile | Oppo Original Check Code
Before buying an Oppo mobile phone you can check if it is genuine. To identify the real Oppo mobile phone, first, you have to enter another official website. I am giving the link here https://support.oppo.com/bd/warranty-check/. After visiting this link you will see two boxes at the bottom. In one, you have to give the IMEI number of your mobile and put the verification code in the box below on the right side. Then click on the Check Now button.

IMEI Check Oppo  Bangladesh

আপনি যদি  বিটিআরসি (BTRC) থেকে আইমি চেক করতে চান সে ক্ষেত্রে শুধুমাত্র আপনার মোবাইল ফোন থেকে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে । সেন্ড করার নিয়ম হচ্ছে KYD<space>15 Digit IMEI এবং  16002  এই নাম্বারে সেন্ড করবেন । এরপর ফিরতি ম্যাসেজে আপনি জানতে পারবেন যে আপনার অপপো মোবাইলটি বাংলাদেশের বিটিআরসি (BTRC) এর ডাটাবেজে রয়েছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি অফিশিয়াল ফোন আর যদি না থাকে আপনি বুঝবেন এটি আনঅফিসিয়াল মোবাইল ফোন।

Oppo আসল মোবাইল চেনার উপায় | Oppo Original Check Code
অপপো মোবাইল ফোন কেনার পূর্বে আপনি সেটাকে যাচাই করে নিতে পারেন যেটি আসল কিনা। Oppo আসল মোবাইল ফোন চেনার জন্য আপনি সর্বপ্রথম অপর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। আমি লিংকটি এখানে দিয়ে দিচ্ছি  https://support.oppo.com/bd/warranty-check/  । এই লিংকটিতে যাওয়ার পর আপনি নিচের দিকে দুটি বক্স দেখতে পাবেন। একটিতে আপনার মোবাইলের আইএমইআই নাম্বার দিতে হবে এবং নিচের বক্সটিতে ডান পাশে থাকা ভেরিফিকেশন কোড দেখে দেখে বসিয়ে দিবেন । এরপর চেক নাও এই বাটনে ক্লিক করবেন।


IMEI নাম্বার আপনি দুটি উপায় বের করতে পারেন। প্রথমটি হলো আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে যাবেন সেখান থেকে অ্যাবাউট অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে স্ট্যাটাস সেখানে আপনি  IMEI  নাম্বার দেখতে পারবেন।  আপনার  মোবাইলে যদি দুটি সিম হয় তাহলে দুটি IMEI নাম্বার দেখতে পাবেন ।IMEI নাম্বার কপি করে এনে এই বক্সের ভেতর দিয়ে দেবেন।

আর সহজভাবে IMEI নাম্বার বের করার উপায় হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *#06#। এই কোডটি ডায়াল করলেই আপনার মোবাইলের স্ক্রিনে আইএমইআই নাম্বার দেখতে পাবেন।


আপনি যখনই চেক নও বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনের বিস্তারিত তথ্য এখানে দেখাবে । আপনার মোবাইলের তথ্য যদি এই ওয়েবসাইটে যান পেয়ে যান তাহলে বুঝবেন আপনার Oppo মোবাইল ফোনটি অরজিনাল। আর যদি কোনো তথ্য না পান তাহলে বুঝবেন আপনার এই Oppo মোবাইলটি নকল।


oppo warranty check online imei
how to check oppo original
oppo official phone check bd
oppo enco w11 warranty check
oppo online warranty check
oppo warranty check bangladesh



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form