বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (Written Math Solution) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান ২০২১


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান ২০২১

ক. ঐতিহাসিক "ছয় দফা" কবে ঘোষণা করা হয়?
উঃ ২৩ মার্চ ১৯৬৬ সালে।
খ. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ কাতার। 
গ. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
উঃ আন্তোনিও গুতেরেস। 
ঘ. ওমিক্রন কী?
উঃ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। 
ঙ. "অপরাজেয় বাংলা" ভাস্কর কে?
উঃ সৈয়দ আবদুল্লাহ খালিদ। 
চ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?  সেদিন কি বার ছিল? 
উঃ ১৭ মার্চ ১৯২০, মঙ্গলবার। 
ছ. খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন।
উঃ ডাঃ সেতারা বেগম ও তারামন বিবি।
জ. পদ্মা সেতুর দৈর্ঘ ও প্রস্থ লিখুন।
উঃ দৈর্ঘ ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি.
ঝ. বর্তমানে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর শতকরা হার কত?
উঃ ৯৯.৭৫%
ঞ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি ও কি কি?
উঃ ৫ টি, (i) মার্কিন যুক্তরাষ্ট্র, (ii) যুক্তরাজ্য (iii) ফ্রান্স (iv) রাশিয়া (v) চীন। 
ট. ফ্রান্সের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।
উঃ রাজধানী প্যারিস, মুদ্রা ইউরো।
ঠ. (i) UNESCO= United Nations Education, Scientific and Cultural Organization.
    (ii) BBC= British Broadcasting Corporation. 
    (iii) SAARC= South Asian Association for Regional Co-operation.


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form