SSC: বাংলা ১ম পত্র (কপোতাক্ষ নদ MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


SSC: বাংলা ১ম পত্র (কপোতাক্ষ নদ MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২




বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” এবং “শ” অপশনগুলো সঠিক উত্তর। 

৯৪৭. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ড়. ১৮২৪ সালে
খ. ১৮৪২ সালে
গ. ১৮৭৩ সালে
ঘ. ১৮৩৭ সালে

৯৪৮. কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ‘সাগরদাঁড়ি’ গ্রামটি কোন জেলার অন্তর্গত?
ড়. যশোর
খ. কুষ্টিয়া
গ. সাতক্ষীরা
ঘ. খুলনা

৯৪৯. কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
ড়. ১৮৪২ সালে
খ. ১৮৪৫ সালে
ঘ. ১৮৫০ সালে
ঘ. ১৮৫৫ সালে

৯৫০. ‘তিলোত্তমাসম্ভব’ মধুসূদনের কোন ধরনের রচনা?
ক. নাটক
ড়. কাব্য
গ. প্রহসন
ঘ. উপন্যাস


 
৯৫১. মাইকেল মধুসূদনের লেখা কাব্য কোনটি?
ক. বীরাঙ্গনা কাব্য
খ. শর্মিষ্ঠা নাটক
ড়. মেঘনাদবধ কাব্য
ঘ. ব্রজাঙ্গনা কাব্য

৯৫২. ‘একেই কি বলে সভ্যতা’ মধুসূদনের কোন সধরনের রচনা?
ক. নাটক
ড়. প্রহসন
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ

৯৫৩. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন?
ড়. মাইকেল মধুসূদন দত্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বিহারীলাল চক্রবর্তী

৯৫৪. কত সালে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?
ক. ১৮৮৩ সালে
ড়. ১৮৭৩ সালে
গ. ১৮৭৬ সালে
ঘ. ১৮৮৬ সালে


 
৯৫৫. ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’ কবির কোন নদের কথা মনে পড়ে?
ক. ব্রহ্মপুত্র
খ. করতোয়া
গ. মেঘনা
ড়. কপোতাক্ষ

৯৫৬. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ কবি কার কথা বলেছেন?
ড়. কপোতাক্ষ নদ
খ. সাগরদাঁড়ি গ্রাম
গ. মাতৃভূমি
ঘ. বঙ্গজ জন

৯৫৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
ড়. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
খ. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ. কিন্তু এ সেড়বহের তৃষ্ণা মিটে কার জলে
ঘ. আর কি হে হবে দেখা?

৯৫৮. ‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
ড়. ভুলের ছলনায়
খ. আশার ছলনায়
গ. পাওয়ার ছলনায়
ঘ. হারাবার ভয়

৯৫৯. ‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।’ এই পঙ্ক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো
ক. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
খ. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
ড়. তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
ঘ. সতত, হে নদ, তুমি পড় মোর মনে

৯৬০. ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে কবি মাইকেল মধুসূদন দত্তের সেড়বহের তৃষ্ণা মিটে কিসের মাধ্যমে?
ক. মেঘনা নদীর জলে
ড়. কপোতাক্ষ নদের জলে
গ. পদ্মানদীর জলে
ঘ. যমুনা নদীর জলে

৯৬১. “আর কি হে হবে দেখা?” কবি কার সাথে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন?
ক. মাতৃভূমি
ড়. কপোতাক্ষ নদ
গ. বন্ধু-বান্ধব
ঘ. পিতা-মাতা

৯৬২. ‘একান্ত নিরিবিলি’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক. ছলনে
ড়. বিরলে
গ. যেমতি
ঘ সতত


 
৯৬৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন
ড়. কপোতাক্ষের জলকে
খ. গঙ্গার জলকে
গ. কবির অশ্রুকে
ঘ. স্বদেশের প্রেমরসকে

৯৬৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?
ক. বাল্যজীবনের দুরন্তপনা মনে করে
খ. শৈশবের বর্ণিল দিনের কথা মনে করে
গ. কলকাতার বন্ধুদের কথা মনে করে
ড়. নিজ গ্রামের কপোতাক্ষ নদের কথা মনে করে

৯৬৫. ‘সনেট’-এর শুদ্ধ ইংরেজি বানান কোনটি?
ড়. Sonnet
খ. Sunout
গ. Sonet
ঘ .Sonut

৯৬৬. ‘Sestet’-এর বাংলা রূপ হলো
ক. অষ্টক
ড়. ষটক
গ. অন্ত্যমিল
ঘ. ত্রিপদীকা


 
৯৬৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে?
ক. সমুদ্রকে
ড়. কপোতাক্ষ নদকে
গ. বঙ্গজ জনকে
ঘ. বিশ্ববাসীকে

৯৬৮. কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজারূপে কাকে কর দেয়? অথবা, ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কাকে ‘রাজ’ রূপে কল্পনা করা হয়েছে?
ক. কবিকে
খ. কবির জন্মভূমিকে
ড়. সাগরকে
ঘ. গ্রামীণ প্রকৃতিকে

৯৬৯. সনেটের বৈশিষ্ট্য কী?
ক. আট চরণ, চৌদ্দ মাত্রা
ড়. চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা
গ. আট চরণ, আট মাত্রা
ঘ. ছয় চরণ, ছয় মাত্রা

৯৭০. ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
ড়. সনেট
খ. গীতিকবিতা
গ. পয়ার
ঘ. লিমেরিক


 
৯৭১. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. বীরাঙ্গনা
খ. ব্রজাঙ্গনা
ড়. চতুর্দশপদী কবিতাবলি
ঘ. মেঘনাদবধ কাব্য

৯৭২. কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
ক. তিতাস
ড়. কপোতাক্ষ নদ
গ. বাংলা আমার
ঘ. স্বাধীনতা তুমি

৯৭৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
ক. নদীপ্রেমের
খ. নিসর্গপ্রীতির
গ. প্রকৃতির প্রতি মমত্ববোধের
ড়. স্মৃতিকাতরতা

৯৭৪. কোথায় বসবাসকালে কবির মনে জন্মভূমির বেদনাবিধুর স্মৃতি জেগে ওঠে?
ক. কলকাতায়
খ. যুক্তরাজ্যে
ড়. ফ্রান্সে
ঘ. মাদ্রাজে


 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form