SSC: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম অধ্যায় MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।
৫৩৩. কোনটি ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত
হতে পারে না?
ক. শিক্ষা
খ. চিকিৎসা
ড়. মানবাধিকার
ঘ. রাষ্ট্র
৫৩৪. জাতিসংঘের জন্ম হয় কখন?
ক. প্রথম বিশ্বযুদ্ধের পরে
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
ড়. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
ঘ. স্নায়ুযুদ্ধের পরে
৫৩৫. প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কত সালে?
ক. ১৯১২ সালে
ড়. ১৯১৪ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯১৯ সালে
৫৩৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কত সালে?
ক. ১৯৩১ সালে
খ. ১৯৩৫ সালে
ড়. ১৯৩৯ সালে
ঘ. ১৯৪৫ সালে
৫৩৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৩ সালে
ড়. ১৯৪৫ সালে
৫৩৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব নেতাদের মনে জাগ্রত করে
র. আতঙ্ক
রর. শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা
ররর. যুবকদের হারানোর ভবিষ্যৎ পরিণতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৫৩৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি রাষ্ট্র?
ক. ৪টি
ড়. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
৫৪০. ‘ভেটো’ বলতে কী বোঝ?
ড়. প্রস্তাব নাকচ করার ক্ষমতা
খ. প্রস্তাব গ্রহণের ক্ষমতা
গ. বিশেষ শক্তি
ঘ. একটি বিশেষ চুক্তি
৫৪১. নিচের কোন রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তাপরিষদের স্থায়ী সদস্য নয়?
ক. চীন
ড়. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
৫৪২. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. হেগ
খ. জেনেভা
গ. রোম
ড়. নিউইয়র্ক
৫৪৩. জাতিসংঘের সদস্যপদ লাভের প্রধান শর্ত কী?
ক. স্বাধীনতা লাভ
ড়. জাতিসংঘ চার্টার মানতে বাধ্য
গ. উন্নত দেশ হওয়া
ঘ. আমেরিকার কর্তৃত্ব স্বীকার
৫৪৪. জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো-
ড়. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
খ. বিশ্বযুদ্ধ নিরসন
গ. জাতিগত বৈষম্য কমানো
ঘ. ত্রাণ বিতরণ
৫৪৫. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ড়. ১৯৭৪
খ. ১৯৮০
গ. ১৯৮৪
ঘ. ১৯৮৬
৫৪৬. জাতিসংঘের কতজন মহাসচিব এ পর্যন্ত বাংলাদেশ সফর করেছে?
ড় ৪ জন
খ ৫ জন
গ ৬ জন
ঘ ৭ জন
৫৪৭. কত সালের মধ্যে বাংলাদেশ MDG-এর লক্ষ্যমাত্রা অর্জন করবে?
ক. ২০১৩ সাল
খ. ২০১৪ সাল
ড়. ২০১৫ সাল
ঘ. ২০১৬ সাল
৫৪৮. কত সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয়?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে
ড়. ১৯৪৮ সালে
৫৪৯. কত সালে জাতিসংঘে সিডও সনদ গৃহীত হয়?
ড়. ১৯৭৯ সালে
খ. ১৯৮০ সালে
গ. ১৯৮১ সালে
ঘ. ১৯৮২ সালে
৫৫০. সিডও কার্যকর হয় কত সাল থেকে?
ক. ১৯৮০ সাল
ড়. ১৯৮১ সাল
গ. ১৯৮২ সাল
ঘ. ১৯৮৩ সাল
৫৫১. এনজিও সংস্থাটি গ্রামের নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে।উদ্দীপকের সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
ড়. সিডও
খ. প্লাস ফাইভ
গ. প্লাস টেন
ঘ. প্লাটফরম ফর অ্যাকশন
৫৫২. জাতিসংঘ কত তারিখকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে?
ড়. ৮ মার্চ
খ. ৮ আগস্ট
গ. ৮ সেপ্টেম্বর
ঘ. ৮ ডিসেম্বর
৫৫৩. বর্তমানে কতজন বাংলাদেশি সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে?
ক. প্রায় ১০,০০০
ড়. প্রায় ১১,০০০
গ. প্রায় ১২,০০০
ঘ. প্রায় ১৩,০০০
৫৫৪. এ পর্যন্ত বাংলাদেশের কতজন সৈন্য শান্তিরক্ষা মিশনে শহিদ হয়েছেন?
ক. ৮২ জন
খ. ৮৪ জন
গ. ৮৬ জন
ড়. ৮৮ জন
Tags
SSC