SSC: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১ম অধ্যায় MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


SSC: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১ম অধ্যায় MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২




বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।

১. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
ক. ১টি
ড়. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

২. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মহাত্মা গান্ধী
ড়. মুহম্মদ আলী জিন্নাহ
ঘ. মওলানা আঃ হামিদ খান ভাসানী

৩. ১৯৪৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
ক. ফজলুল হক
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. কামরুদ্দীন আহমেদ
ড়. ড. জিয়াউদ্দিন আহমদ

৪. কোনটি পাকিস্তানের একটি প্রদেশ ছিল?
ড়. পূর্ব বাংলা
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মিজোরাম


 
৫. জাতীয়তাবাদ বলতে বোঝায়-
ক. একাত্মবোধ
ড়. জাতীয় ঐক্য
গ. জাতীয় প্রতীক
ঘ. দেশের জনগণ

৬. ‘দ্বিজাতি তত্ত্ব’ বলতে কী বোঝ?
ক. দুটি দেশভিত্তিক
খ. দুটি রাষ্ট্রভিত্তিক
গ. দুটি ধর্মভিত্তিক
ড়. দুটি জাতিভিত্তিক

৭. ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. স্বাধীনতা যুদ্ধ
খ. গণঅভ্যুত্থান
গ. লাহোর প্রস্তাব
ড়. ভাষা আন্দোলন

৮. কত সালে সর্বপ্র ম উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপিত হয়?
ড়. ১৯৩৭ সালে
খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫২ সালে


 
৯. কত সালে ‘গণআজাদী লীগ’ গঠিত হয়?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
ড়. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৮ সালে

১০. ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয় কী কারণে?
ড়. ভাষার দাবি আদায়ের জন্য
খ. দেশের স্বাধীনতার জন্য
গ. বাঙালির পরিচয় তুলে ধরতে
ঘ. বাংলাদেশ নামকরণ করতে

১১. কে গণপরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানায়?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. এ. কে ফজলুল হক
গ. শেখ মুজিবুর রহমান
ড়. ধীরেন্দ্রনাথ দত্ত

১২. ভাষা আন্দোলন চলাকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ড়. খাজা নাজিমুদ্দীন
খ. এ. কে. ফজলুল হক
গ. শেখ মুজিব
ঘ. শামসুল হক অলি

১৩. ১৪৪ ধারা কী?
ড়. একটি আইন
খ. একটি রোড
গ. একটি স্থাপনা
ঘ. যুদ্ধ জাহাজ

১৪. সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী ছিল?
ক. চন্দ্রিমা উদ্যান
ড়. রেসকোর্স ময়দান
গ. জিয়া উদ্যান
ঘ. পাকিস্তান ময়দান

১৫. সর্বদলীয় রাষ্ট্রভাষা আন্দোলন পরিষদ পুনঃগঠিত হয় কত তারিখে?
ড়. ২ মার্চ
খ. ২ এপ্রিল
গ. ২ মে
ঘ. ২ জুন

১৬. কতজন করে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে?
ক. ৫ জন
খ. ৭ জন
ড়. ১০ জন
ঘ. ১২ জন


 
১৭. কত তারিখে ঢাকায় বিশাল শোক র‌্যালি হয়?
ড়. ২২ ফেব্রু য়ারি
খ. ২৩ ফেব্রু য়ারি
গ. ২৪ ফেব্রু য়ারি
ঘ. ২৫ ফেব্রুয়ারি

১৮. কত তারিখে পুলিশ শহিদ মিনার ভেঙে ফেলে?
ক. ২২ ফেব্রু য়ারি
খ. ২৩ ফেব্রু য়ারি
ড়. ২৪ ফেব্রু য়ারি
ঘ. ২৫ ফেব্রুয়ারি

১৯. কে শহিদ মিনার উদ্বোধন করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
খ. এ. কে. ফজলুল হক
ড়. শহিদ শফিউরের পিতা
ঘ. শহিদ বরকতের পিতা

২০. ‘স্মৃতির মিনার’ কবিতার রচয়িতা কে?
ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. মাহবুব-উল-আলম
ড়. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আপেল মাহমুদ


 
২১. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ড়. আবদুল গাফফার চৌধুরী
খ. মাহবুব-উল-আলম
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আব্দুল লতিফ

২২. ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’ গানটি কোন প্রেক্ষাপটে রচিত?
ক. স্বাধীনতা আন্দোলন
খ. গণঅভ্যুত্থান
ড়. ভাষা আন্দোলন
ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন

২৩. নিচের কোন প্রতিষ্ঠানটি মাতৃভাষায় ‘শিক্ষাদান’ এর দাবি জানায়?
ক. তমদ্দুন মজলিশ
ড়. গণআজাদী লীগ
গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
ঘ. ডাকসু

২৪. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি কোনটি?
ড়. ভাষা আন্দোলন
খ. ৭০-এর নির্বাচন
গ. গণঅভ্যুত্থান
ঘ. মুক্তিযুদ্ধ


 
২৫. কত সালে বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
ড়. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে

২৬. তমদ্দুন মজলিশ কী ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
ড়. সাংস্কৃতিক
ঘ. সামাজিক

২৭. তমদ্দুন মজলিশ গঠনে নেতৃত্ব দেন কে?
ক. কামরুদ্দীন আহমদ
ড়. অধ্যাপক আবুল কাশেম
গ. চৌধুরী খালিকুজ্জামান
ঘ. জিয়াউদ্দীন আহমদ

২৮. ‘ভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করে-
ড়. তমদ্দুন মজলিশ
খ. গণআজাদী লীগ
গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
ঘ. ডাকসু


 
২৯. কোন মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. জানুয়ারি, ১৯৪৭
খ. মার্চ, ১৯৪৭
গ. অক্টোবর, ১৯৪৭
ড়. ডিসেম্বর, ১৯৪৭

৩০. ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ জিন্নাহর এ ঘোষণায় প্রকাশ পেয়েছে তার-
ক. নির্দয় মনোভাব
খ. প্রকৃত শাসকের রূপ
ড়. স্বৈরাচারী মনোভাব
ঘ. ভাষাপ্রীতি

৩১. খাজা নাজিমুদ্দীন কত তারিখে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন?
ক. ২৫ জানুয়ারি, ১৯৫২
ড়. ২৬ জানুয়ারি, ১৯৫২
গ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২

৩২. ঢাকায় ছাত্র বিক্ষোভ হয় কত তারিখে?
ক. ১ ফেব্রু য়ারি ১৯৫২
খ. ২ ফেব্রু য়ারি ১৯৫২
গ. ৩ ফেব্রুয়ারি ১৯৫২
ড়. ৪ ফেব্রুয়ারি ১৯৫২

৩৩. শেখ মুজিবসহ সকল রাজবন্দীকে ঢাকা থেকে কোথায় স্থানান্তর করা হয়?
ক. নারায়ণগঞ্জ জেলে
খ. চট্টগ্রাম জেলে
ড়. ফরিদপুর জেলে
ঘ. খুলনা জেলে

৩৪. ২২ ফেব্রুয়ারি কে শহিদ হন?
ক. বরকত
খ. সালাম
ড়. শফিউর
ঘ. রফিক

৩৫. ড. মুনীর চৌধুরী কোথায় বসে ‘কবর’ নাটক রচনা করেন?
ক. বাড়িতে
খ. প্রান্তরে
ড়. জেলে
ঘ. গোরস্তানে

৩৬. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
ড়. বাঙালি জাতীয়তাবাদ
খ. অসাম্প্রদায়িক মনোভাব
গ. দ্বিজাতিতত্ত্ব
ঘ. স্বজাত্যবোধ

৩৭. তৎকালীন সময়ে রাজনৈতিক দল ও নেতৃত্ব কয়টি ধারা লক্ষ করা যায়?
ক. ২টি
ড়. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৩৮. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনটি বিশেষ ভূমিকা পালন করে?
ড়. ভাষা আন্দোলনের চেতনা
খ. গণঅভ্যুত্থান
গ. ৭০-এর নির্বাচন
ঘ. ছয় দফা আন্দোলন

৩৯. কোন প্রতিষ্ঠানটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
ক. ইউনিসেফ
ড়. ইউনেস্কো
গ. ইউএন
ঘ. ডব্লিউটিও

৪০. পৃথিবীতে কতটি ভাষা রয়েছে?
ক. ৪০০০-এর বেশি
খ. ৫০০০-এর বেশি
ড়. ৬০০০-এর বেশি
ঘ. ৭০০০-এর বেশি

৪১. পাকিস্তান প্রতিষ্ঠা হয় কত সালে?
ক. ১৯৪৬ সালে
ড়. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে

৪২. পাকিস্তানে কত শতাংশ মানুষ বাঙালি ছিল?
ক. ৫০ শতাংশ
খ. ৫২ শতাংশ
গ. ৫৪ শতাংশ
ড়. ৫৬ শতাংশ

৪৩. কত তারিখে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
ক. ২০ জুন
খ. ২১ জুন
গ. ২২ জুন
ড়. ২৩ জুন

৪৪. কোন জায়গার সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ড়. ঢাকার রোজগার্ডেনে
গ. ডাকসু সম্মেলনে
ঘ. বাংলা একাডেমি

৪৫. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন কে?
ড়. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ. শামসুল হক
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. একে ফজলুল হক

৪৬. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের শুরুতে শেখ মুজিবুর রহমানের পদ ছিল কোনটি?
ক. সভাপতি
খ. সহ-সভাপতি
গ. সম্পাদক
ড়. যুগ্ম সম্পাদক

৪৭. শেখ মুজিবুর রহমানকে কত সালে কারাগারে প্রেরণ করা হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৪৮ সালে
ড়. ১৯৪৯ সালে
ঘ. ১৯৫০ সালে

৪৮. কোন সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক. ১৯৫২ সালে
ড়. ১৯৫৩ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৯৫৫ সালে

৪৯. কত তারিখে যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক. ১৪ সেপ্টেম্বর
খ. ১৪ অক্টোবর
ড়. ১৪ নভেম্বর
ঘ. ৪ ডিসেম্বর

৫০. কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক. ২টি
খ. ৩টি
ড়. ৪টি
ঘ. ৫টি

৫১. প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫৩ সালে
ড়. ১৯৫৪ সালে
গ. ১৯৫৫ সালে
ঘ. ১৯৫৬ সালে

৫২. কয় দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক. ৬ দফা
খ. ১৮ দফা
গ. ১১ দফা
ড়. ২১ দফা

৫৩. যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
ক. ৪৫ দিন
ড়. ৫৬ দিন
গ. ৬৫ দিন
ঘ. ৭১ দিন

৫৪. প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন মাসে?
ড়. মার্চ
খ. এপ্রিল
গ. মে
ঘ. জুন

৫৫. প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
ক. ২২০টি
ড়. ২২৩টি
গ. ২২৫টি
ঘ. ২২৭টি

৫৬. মুসলিম লীগ প্রাদেশিক নির্বাচনে কয়টি আসন লাভ করে?
ড়. ৯টি
খ. ২২টি
গ. ৩৯টি
ঘ. ৪৭টি

৫৭. ‘অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ ২১ দফার কত নম্বর দফায় স্থান পায়?
ক. ৮
ড়. ৯
গ. ১০
ঘ. ১১

৫৮. শাসন বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করার কথা বলা হয়েছে কত নং দফায়?
ক. ১০
খ. ১২
ড়. ১৫
ঘ. ১৮

৫৯. ২১ দফায় কোন ব্যবসায়কে জাতীয়করণের কথা বলা হয়েছে?
ড়. পাট
খ. হস্তশিল্প
গ. মৎস্য
ঘ. চামড়া

৬০. এ. কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কত তারিখে?
ড়. ৩ এপ্রিল ১৯৫৪
খ. ৫ এপ্রিল ১৯৫৪
গ. ৩ মে ১৯৫৪
ঘ. ৫ মে ১৯৫৪

৬১. কত তারিখে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়?
ক. ২০ মে ১৯৫৪
খ. ২৪ মে ১৯৫৪
গ. ২৮ মে ১৯৫৪
ড়. ৩০ মে ১৯৫৪

৬২. ১৯৫৪ সালে কাকে গৃহবন্দী করা হয়?
ক. শেখ মুজিবকে
ড়. শেরে বাংলাকে
গ. মওলানা ভাসানীকে
ঘ. শামসুল হককে

৬৩. কত সালে সামরিক শাসন জারি করা হয়?
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫৬ সালে
ড়. ১৯৫৮ সালে
ঘ. ১৯৬০ সালে

৬৪. ইস্কান্দার মীর্জা কর্তৃক গৃহীত সকল পদক্ষেপ ছিল-
ক. গণতান্ত্রিক
ড়. স্বৈরতান্ত্রিক
গ. প্রশংসনীয়
ঘ. উচ্চাভিলাষী

৬৫. ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন কে?
ড়. আইয়ুব খান
খ. ইস্কান্দার মির্জা
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. ইয়াহিয়া খান

৬৬. আইয়ুব খান কত তারিখে ক্ষমতা দখল করেন?
ড়. ২৭ অক্টোবর
খ. ২৯ অক্টোবর
গ. ২৭ নভেম্বর
ঘ. ২৯ নভেম্বর

৬৭. মৌলিক গণতন্ত্রে কত জনকে নিয়ে নির্বাচকম-লী গঠনের কথা বলা হয়েছে?
ক. ৮০০ জন
খ. ৮ হাজার
ড়. ৮০ হাজার
ঘ. ৮ লক্ষ

৬৮. কত সালে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
ড়. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৮ সালে

৬৯. কত সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল?
ক. ১৯৫৭ সালে
খ. ১৯৫৮ সালে
ড়. ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে

৭০. ১৯৬৬ সালে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিদের অবস্থান ছিল কত?
ড়. ১৯%
খ. ২০%
গ. ৩০%
ঘ. ৩২%

৭১. পাকিস্তানের প্রতিরক্ষায় মোট অফিসারের শতকরা কতজন বাঙালি ছিল?
ড়. ৫%
খ. ৮%
গ. ১২%
ঘ. ১৫%

৭২. বিমান বাহিনীর শতকরা কতজন বাঙালি পাইলট ছিল?
ক. ৮ জন
ড়. ১১ জন
গ. ১৩ জন
ঘ. ১৭ জন

৭৩. হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হয় কত সালে?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬১ সালে
ড়. ১৯৬২ সালে
ঘ. ১৯৬৩ সালে

৭৪. কত সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়?
ক. ১৯৬২ সালে
ড়. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৫৯ সালে

৭৫. কত তারিখে ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়?
ক. ৬ আগস্ট ১৯৬৫
ড়. ৬ সেপ্টেম্বর ১৯৬৫
গ. ৬ নভেম্বর ১৯৬৬
ঘ. ৬ ডিসেম্বর ১৯৬৬

৭৬. ‘হিন্দু সংস্কৃতি’ আখ্যা দেওয়া হয় কোনটিকে?
ড়. রবীন্দ্র সংগীত
খ. নজরুল সংগীত
গ. আধুনিক গান
ঘ. সংগীত চর্চা

৭৭. ৬ দফার উদ্দেশ্য মূলত কী ছিল?
ক. নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা
খ. ভাষার দাবি আদায়
ড়. বাংলার স্বায়ত্তশাসন
ঘ. বাংলাদেশ নামকরণ

৭৮. ৬ দফা করা হয় কত সালে?
ক. ১৯৬৫ সালে
ড়. ১৯৬৬ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৬৮ সালে

৭৯. কত দফার ভিত্তিতে আগরতলা মামলা গণআন্দোলনে রূপ নেয়?
ক. ৬ দফা
খ. ৮ দফা
ড়. ১১ দফা
ঘ. ২১ দফা

৮০. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
ক. ১৯৬৬ সালে
খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৮ সালে
ড়. ১৯৬৯ সালে

৮১. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কত তারিখে?
ক. ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
খ. ২১ ফেব্রু য়ারি ১৯৬৯
গ. ২২ ফেব্রু য়ারি ১৯৬৯
ড়. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

৮২. ৬৯-এর গণঅভ্যুত্থানে কে পদত্যাগ করতে বাধ্য হন?
ড়. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. খাজা নাজিমউদ্দীন
ঘ. এ. কে ফজলুল হক

৮৩. কত সালের কত তারিখে আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন?
ক. ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
খ. ২৬ ফেব্রু য়ারি ১৯৬৯
ড়. ২৫ মার্চ ১৯৬৯
ঘ. ২৬ ফেব্রু য়ারি ১৯৬৯

৮৪. আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের কতটি আসন লাভ করে?
ক. ১৫৭টি
খ. ১৬১টি
গ. ১৯৬টি
ড়. ১৬৭টি

৮৫. ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ কত আসন লাভ করে?
ক. ২৮৫টি
খ. ২৮৬টি
গ. ২৮৭টি
ড়. ২৮৮টি







Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form