SSC: বাংলা ১ম পত্র (একাত্তরের দিনগুলি MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


SSC: বাংলা ১ম পত্র (একাত্তরের দিনগুলি MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


৬৮৭. জাহানারা ইমামের জন্ম তারিখ কোনটি?
ক. ২ মে
✔ ৩ মে
গ. ৪ মে
ঘ. ৫ মে

৬৮৮. জাহানারা ইমামের ছেলে রুমী মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর মা হিসেবে তিনি-
ক. নিষেধ করেন
✔ সহযোগিতা করেন
গ. ফিরে আসতে বলেন
ঘ. ছেলের জন্য ব্যাকুল হয়ে ওঠেন

৬৮৯. জাহানারা ইমাম বাঙালি জাতির কাছে পরিচিত-
ক. শিক্ষক হিসেবে
খ. কবি হিসেবে
গ. শিল্পী হিসেবে
✔ শহিদ জননী হিসেবে

৬৯০. জাহানারা ইমাম কাদের শাস্তির দাবিতে আমৃত্যু সংগ্রাম করেছেন?
✔ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের
খ. অত্যাচারী হানাদার বাহিনীর
গ. মিত্রবাহিনীর
ঘ. ভিতু মুক্তিযোদ্ধাদের


 
৬৯১. জাহানারা ইমামের কোন গ্রন্থ সর্বত্র সমাদৃত?
ক. গজকচ্ছপ
খ. প্রবাসের দিনগুলি
✔ একাত্তরের দিনগুলি
ঘ. সাতটি তারার ঝিকিমিকি

৬৯২. জাহানারা ইমামের মৃত্যু তারিখ কত?
ক. ২৪ জুন
✔ ২৬ জুন
গ. ২৮ জুন
ঘ. ৩০ জুন

৬৯৩. ১৯৭১ সালের ১৩ এপ্রিল কী বার ছিল?
ক. শনিবার
খ. রবিবার
গ. সোমবার
✔ মঙ্গলবার

৬৯৪. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় কত দিন ধরে বৃষ্টি হচ্ছিল?
ক. দুই দিন
খ. তিন দিন
✔ চার দিন
ঘ. পাঁচ দিন


 
৬৯৫. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বারে?
ক. শনিবারে
✔ রোববারে
গ. সোমবারে
ঘ. মঙ্গলবারে

৬৯৬. ‘আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে।’ এখানে ‘দুর্যোগের মেঘ’ কিসের ইঙ্গিত দিচ্ছে?
✔ বিপদের
খ. বৃষ্টির
গ. বন্যার
ঘ. জলোচ্ছ্বাসের

৬৯৭. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় কে বলেছিল- ‘খুব দামি কথা বলেছেন ফুফুজান’?
ক. রশীদ
খ. জামী
গ. রুমী
✔ করিম

৬৯৮. ‘হলো তো সব খালি, বিরান, যা হবার তা তো প্র ম দুদিনেই হয়ে গেছে।’ এ বাক্য ইঙ্গিত দেয়-
✔ পাকবাহিনীর নৃশংসতার
খ. ছাত্রদের পালিয়ে যাওয়ার
গ. শিক্ষকদের কড়া নির্দেশের
ঘ. বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়

৬৯৯. ‘গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাবারই অবকাশ পাইনি’ এখানে কোন নেশার কথা বলা হয়েছে?
✔ বাগান করার নেশা
খ. বই পড়ার নেশা
গ. রান্না করার নেশা
ঘ. পাঠদানের নেশা

৭০০. পচা লাশের দুর্গন্ধে লেখিকা মাছ খাওয়াই বাদ দিয়েছেন। লেখিকা এটি কত তারিখের বর্ণনায় উল্লেখ করেছেন?
✔ ১৩ই এপ্রিল
খ. ১০ই মে
গ. ১২ই মে
ঘ. ১৭ই মে

৭০১. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় বাগানে বেশ কটা কী গাছ আছে?
ক. রজনীগন্ধা
খ. বেলি ফুল
গ. জুঁই
✔ গোলাপ

৭০২. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় লেখিকার বাগান সম্পর্কিত বর্ণনা কত তারিখে বর্ণিত হয়েছে?
✔ ১০ই মে
খ. ১১ই মে
গ. ১২
ই. মেঘ ১৩ই মে


 
৭০৩. মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল? [অনু. ১]
ক. আট তারিখ
✔ নয় তারিখ
গ. দশ তারিখ
ঘ. এগারো তারিখ

৭০৪. ‘শফিকুল ইসলাম ‘মুক্তবাক’ নামে পত্রিকায় কলাম লেখেন।’ ‘একাত্তরের দিনগুলি’ রচনার যে দিকটি শফিকুল ইসলাম ধারণ করেছেন-
✔ ছদ্মনাম
খ. গোপন নাম
গ. ছোট নাম
ঘ. অন্যজনের নাম

৭০৫. ‘নির্লজ্জ মিথ্যাভাষণে ভরা বিবৃতি’ বলতে কী বুঝ? [অনু. ২]
ক. বিবৃতি দেওয়ানোর কূটকৌশল
✔ বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি
গ. গোয়েব্ল্স্রে মতো বিবৃতি
ঘ. বুদ্ধিজীবী ও শিল্পীদের দেওয়া বিবৃতি

৭০৬. লেখিকা কোন নামটা আগে কখনো শোনেননি?
ক. আবু সালেহ
✔ সালেহ আহমদ
গ. নজরুল ইসলাম
ঘ. চরমপত্র


 
৭০৭. মুক্তিফৌজদের উদ্দেশ্য কী ছিল?
✔ দেশকে শত্রুমুক্ত করা
খ. প্রতিশোধ নেওয়া
গ. নিজেদের শক্তি সম্পর্কে অবহিত করা
ঘ. আত্মরক্ষা করা

৭০৮. অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে কোন শব্দটা শুনলে অবিশ্বাস্য মনে হয়?
ক. পাকিস্তানি হানাদার
খ. রাজাকার
গ. আলবদর
✔ মুক্তিফৌজ

৭০৯. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় শরীফ আর লেখিকা কী নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন?
✔ রুমীর উদ্ধার প্রসঙ্গ
খ. বাড়ি ছেড়ে পালানোর
গ. জামীর পড়াশোনা
ঘ. আত্মরক্ষা করা

৭১০. ‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি’ কোন মতকে?
ক. মার্সি পিটিশন করার সিদ্ধান্তকে
✔ মার্সি পিটিশন না করার সিদ্ধান্তকে
গ. রুমীকে দেখতে না যাওয়ার সিদ্ধান্তকে
ঘ. রুমীকে দেখতে যাওয়ার সিদ্ধান্তকে


 
৭১১. রুমীর বাবা ও মায়ের সিদ্ধান্ত কিসের পরিচয় দেয়?
ক. স্বার্থপরতার
খ. স্বজনপ্রীতির
গ. দেশবিরোধীর
✔ স্বাধিকারের

৭১২. মতিয়ুর রহমানের ফ্যামিলি কত তারিখে করাচি থেকে ঢাকায় এসেছে?
ক. ২৩ সেপ্টেম্বর
খ. ২৫ সেপ্টেম্বর
গ. ২৭ সেপ্টেম্বর
✔ ২৯ সেপ্টেম্বর

৭১৩. মতিয়ুর রহমানের চল্লিশা হয়েছিল কত তারিখে?
ক. ২৫ তারিখে
খ. ২৮ তারিখে
✔ ৩০ তারিখে
ঘ. ৩১ তারিখে

৭১৪. মতিয়ুর রহমানের স্ত্রী ছিলেন মনিরুজ্জামানের-
ক. বোন
খ. মেয়ে
গ. ভাগ্নি
✔ শালী


 
৭১৫. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কোন গায়কের নাম উল্লেখ রয়েছে?
ক. কামরুল হাসান
খ. ফয়েজ আহমদ
গ. রবীন্দ্রনাথ
✔ অজিত রায়

৭১৬. ১৬ ডিসেম্বর : বৃহস্পতিবার ১৯৭১ সালে আকাশযুদ্ধ কয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে?
ক. বারোটা
খ. দুইটা
✔ তিনটা
ঘ. চারটা

৭১৭. মঞ্জুরের গাড়িতে কী ছিল?
ক. গ্রেনেড
খ. বন্দুক
গ. মিষ্টি
✔ পতাকা

৭১৮. ‘বিরান’ শব্দের অর্থ কী?
✔ জনমানবহীন
খ. সিদ্ধ
গ. বিষণ্ন
ঘ. পরিপূর্ণ

৭১৯. খুরপি কী?
ক. ঝুরি
✔ মাটি খোঁড়ার খন্তা
গ. মুরগির ঘর
ঘ. ছোট চাকু

৭২০. শরীফের সাথে লেখিকার সম্পর্ক কী?
ক. বন্ধু
✔ স্বামী-স্ত্রী
গ. চাচাতো ভাই-বোন
ঘ. খালাতো ভাই-বোন

৭২১. ‘বেয়নেট’ শব্দের অর্থ কোনটি?
✔ বন্দুকের অগ্রভাগে লাগানো বিষাক্ত ছুরি
খ. বাদ্যযন্ত্র
গ. বন্দুক
ঘ. চায়নিজ বাটাল

৭২২. ‘কূটকৌশল’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. প্রতিহিংসা
✔ দুর্বুদ্ধি
গ. লোভ
ঘ. ঘৃণা

৭২৩. মুক্তিযুদ্ধ নিয়ে জাহানারা ইমামের রচিত গ্রন্থ কোনটি?
✔ একাত্তরের দিনগুলি
খ. প্রবাসের দিনগুলি
গ. গজকচ্ছপ
ঘ. ক্যান্সারের সঙ্গে বসবাস

৭২৪. জাহানারা ইমামকে ‘শহিদ জননী’ বলা হয় কেন?
✔ ছেলে যুদ্ধে শহিদ হয়েছে বলে
খ. তাঁর নাম
গ. তাঁর বাবা আদর করে ডাকতেন
ঘ. অনেক মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছেন

৭২৫. পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্র মেই কাদের জীবন বিশৃঙ্খল হয়ে পড়েছিল?
ক. যশোরবাসীর
খ. চট্টগ্রামবাসীর
গ. রংপুরবাসীর
✔ ঢাকার নগর-জীবন





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form