SSC: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫ম অধ্যায় MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।
৩৪৮. বাংলাদেশ কোন ধরনের দেশ?
ড়. নদীমাতৃক
খ. প্রাণিসম্পদ সমৃদ্ধ
গ. পাহাড় পর্বতে ঘেরা
ঘ. অর্থনৈতিক সমৃদ্ধ
৩৪৯. বাংলাদেশের নদীগুলোর মোট আয়তন দৈর্ঘ্যে কত?
ড়. ২২,১৫৫ কি. মি.
খ. ২২,২২২ কি. মি.
গ. ২২,২৩৫ কি. মি.
ঘ. ২২,৪৪৪ কি. মি.
৩৫০. কোন নদীটির দুটি নাম আছে?
ড়. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
৩৫১. গঙ্গা-পদ্মা নদীবিধৌত অঞ্চলের আয়তন কত?
ড়. ৩৪,১৮৮ বর্গ কি. মি.
খ. ৩৪,৯৯৮ বর্গ কি. মি.
গ. ৩৪,১২২ বর্গ কি. মি.
ঘ. ৩৫,১৭৮ বর্গ কি. মি.
৩৫২. তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে কোন নদীটি?
ক. পদ্মা
ড়. ব্রহ্মপুত্র
গ. যমুনা
ঘ. মেঘনা
৩৫৩. যমুনা নদীর শাখানদী কোনটি?
ক. ধরলা
খ. তিস্তা
ড়. ধলেশ্বরী
ঘ. করতোয়া
৩৫৪. কোনটি মেঘনা নদীর শাখানদী নয়?
ক. মুন
খ. তিতাস
গ. গোমতী
ড়. ধরলা
৩৫৫. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
ক. ১২০ কি. মি.
খ. ২৩০ কি. মি.
ড়. ৩২০ কি. মি.
ঘ. ৪৩০ কি. মি.
৩৫৬. জমির উর্বরাশক্তি বৃদ্ধিতে নদী কীভাবে অবদান রাখে?
ক. বন্যার মাধ্যমে
ড়. পলি দিয়ে
গ. জীবাশ্ম দিয়ে
ঘ. পানি দিয়ে
৩৫৭. বাংলাদেশের মায়ানমার সীমান্তে অবস্থিত কোন নদী?
ক. সাঙ্গু
খ. ফেনী
ড়. নাফ
ঘ. মাতামুহুরী
৩৫৮. কোন নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত?
ড়. নাফ
খ. সাঙ্গু
গ. মাতামুহুরী
ঘ. ফেনী
৩৫৯. মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
ড়. মাইভার পর্বত
খ. লুসাই পাহাড়
গ. মানস সরোবর
ঘ. গঙ্গোত্রী হিমবাহ
৩৬০. দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সহজতম মাধ্যম হলো-
ক. সড়কপথ
খ. আকাশপথ
ড়. নদীপথ
ঘ. রেলপথ
৩৬১. নারায়ণগঞ্জ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে?
ক. নাফ
ড়. শীতলক্ষ্যা
গ. বুড়িগঙ্গা
ঘ. গোমতী
৩৬২. কুমিল্লা শহর গড়ে উঠেছে কোন নদীর তীরে?
ক. নাফ
খ. শীতলক্ষ্যা
গ. সাঙ্গু
ড়. গোমতী
৩৬৩. অনেক নদী বিলুপ্ত হয়ে যাওয়ার মূল কারণ কী?
ক. গতিপথ পরিবর্তন
খ. নদীভাঙন
গ. শিল্প বর্জ্য
ড়. উজানের পলি
৩৬৪. কত কিলোমিটার সবসময় নৌযান চলাচলের উপযোগী থাকে?
ক. ৩৮৬০ কি. মি.
ড়. ৩৮৬৫ কি. মি.
গ. ৩৮৭০ কি. মি.
ঘ. ৩৮৭৫ কি. মি.
৩৬৫. অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা পায় কত সালে?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে
ড়. ১৯৫৮ সালে
৩৬৬. প্রাকৃতিক সম্পদ বলতে কোন সম্পদকে বোঝায়?
ড়. প্রকৃতির উপাদানে উৎপাদিত সম্পদ
খ. প্রকৃতির নিজস্ব নিয়মে তৈরি সম্পদ
গ. প্রকৃতি প্রদত্ত সম্পদ
ঘ. যে সম্পদ আরোহণ করা কষ্টসাধ্য
৩৬৭. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নয়?
ক. মাটি
খ. পানি
গ. সৌরতাপ
ড়. বিমান
৩৬৮. কৃষিপ্রধান দেশ কোনটি?
ক. সিঙ্গাপুর
খ. জাপান
ড়. ভারত
ঘ. চীন
৩৬৯. নিবিড় বনভূমি গড়ে ওঠার প্রধান নিয়ামক হলো-
ক. অধিক ঠাণ্ডায়
ড়. বৃষ্টিপাত
গ. মৌসুমি বায়ু
ঘ. প্লাবন
৩৭০. বাংলাদেশের কোন অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে?
ড়. পূর্বাঞ্চলে
খ. পশ্চিমাঞ্চলে
গ. দক্ষিণাঞ্চলে
ঘ. উত্তরাঞ্চলে
৩৭১. পানিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে কেন?
ড়. সারাবছর পানি প্রাপ্তি নিশ্চিত করার জন্য
খ. মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য
গ. সবাই যাতে পানি পায় সেজন্য
ঘ. ‘সকলের জন্য পানি’ স্লোগান সফল করতে
৩৭২. বাংলাদেশে সৌরশক্তির সম্ভাবনা রয়েছে যে কারণে-
ক. প্রচুর কাচ পাওয়া যায় বলে
ড়. নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে
গ. দক্ষ প্রকৌশলী রয়েছে বলে
ঘ. অনুকূল জলবায়ু আছে বলে
৩৭৩. পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
ড়. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. নেপাল
ঘ. ভারত
৩৭৪. নদীর নাব্যতা কীভাবে বৃদ্ধি করা যায়?
ক. পানি দিয়ে
ড়. খনন করে
গ. গতিপথ বদলে
ঘ. নতুন খাল সৃষ্টি
৩৭৫. বাংলাদেশে বনভূমি কমে যাওয়ার মূল কারণ হলো-
ক. ভূমিধস
খ. শিল্পকারখানা নির্মাণে
ড়. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. জ্বালানি চাহিদা মেটানো
৩৭৬. কোন জেলায় পত্রপতনশীল বনভূমি গড়ে উঠেছে?
ড়. খাগড়াছড়ি
খ. খুলনা
গ. পটুয়াখালী
ঘ. ময়মনসিংহ
৩৭৭. সিলেটের পাহাড়ে প্রচুর কী জন্মে?
ড়. বাঁশ
খ. শিরিষ
গ. গরান
ঘ .শিশু
৩৭৮. ক্রান্তীয় পাতাঝরা বনাঞ্চল অবস্থিত কোন জেলায়?
ক. পটুয়াখালী
খ. রাঙামাটি
গ. সিলেট
ড়. টাঙ্গাইল
৩৭৯. ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ হলো-
ড়. শালগাছ
খ. হিজল
গ. বহেরা
ঘ. কাঁঠাল
৩৮০. স্বাস্থ্যসম্মত জীবনের জন্য কোনটির প্রয়োজন অত্যধিক?
ক. আরামদায়ক বাড়ি
খ. রোদ্র রোধক গাড়ি
ড়. সবুজ বনভূমি
ঘ. প্রচুর বৃষ্টিপাত
৩৮১. বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
ড়. মাটি
খ. চিনামাটি
গ. পাথর
ঘ. কয়লা
৩৮২. স্বাধীনতার চল্লিশ বছরে খাদ্য উৎপাদন বেড়েছে কতগুণ?
ক. ২
ড়. ৩
গ. ৪
ঘ. ৫
Tags
SSC