SSC: বাংলা ১ম পত্র (পয়লা বৈশাখ MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


SSC: বাংলা ১ম পত্র (পয়লা বৈশাখ MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


৬৩৯. কবির চৌধুরীর জন্ম তারিখ হলো-
ক. ৭ ফেব্রুয়ারি
✔ ৯ ফেব্রুয়ারি
গ. ১১ ফেব্রুয়ারি
ঘ. ১৩ ফেব্রুয়ারি

৬৪০. কবীর চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
✔ ব্রাহ্মণবাড়িয়া
খ. কুমিল্লা
গ. নোয়াখালী
ঘ. কুষ্টিয়া

৬৪১. কবীর চৌধুরী কী হিসেবে ভূষিত হন?
ক. জাতীয় শিল্পী
খ. জাতীয় অভিনেতা
✔ জাতীয় অধ্যাপক
ঘ. জাতীয় নাট্যকার

৬৪২. কবীর চৌধুরী কোন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন?
✔ আধুনিক
খ. গণতান্ত্রিক
গ. সাম্প্রদায়িক
ঘ. সমাজতান্ত্রিক


 
৬৪৩. ‘প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মোতাহের হোসেন চৌধুরী
✔ কবীর চৌধুরী
গ. আনিসুজ্জামান
ঘ. হুমায়ুন আজাদ

৬৪৪. সাহিত্যে অবদানের জন্য কবীর চৌধুরী কোন পুরস্কারে ভূষিত হন?
✔ বাংলা একাডেমি পুরস্কার
খ. আলাওল সাহিত্য পুরস্কার
গ. ম্যাগসাস পুরস্কার
ঘ. আনন্দ পুরস্কার

৬৪৫. ‘একুশে পদক’ লাভ করেন-
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
✔ কবীর চৌধুরী

৬৪৬. কবীর চৌধুরী মৃত্যুবরণ করেন ২০১১ সালের-
ক. ৭ ডিসেম্বর
খ. ৯ ডিসেম্বর
✔ ১৩ ডিসেম্বর
ঘ. ১৭ ডিসেম্বর


 
৬৪৭. প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই কী উদ্যাপনের প্রথা প্রচলিত আছে?
✔ নববর্ষ
খ. ঈদ
গ. দুর্গা পূজা
ঘ. বসন্তবরণ

৬৪৮. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে উল্লিখিত টেনিসনের কবিতার সঙ্গে কার কবিতার মিল রয়েছে?
ক. নজরুল ইসলামের
খ. সুধীন্দ্রনাথ দত্তের
গ. জীবনানন্দ দাশের
✔ রবীন্দ্রনাথ ঠাকুরের

৬৪৯. পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
✔ টেনিসন
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিষ্ণু দে

৬৫০. নববর্ষের ঐতিহ্য কেমন?
ক. আধুনিক
খ. সাম্প্রদায়িক
✔ সুপ্রাচীন
ঘ. সাম্প্রতিক

৬৫১. কালের যাত্রাপথ ধরে নববর্ষের কিসের পালাবদল ঘটেছে?
ক. নামের
খ. উৎসবের তারিখের
✔ উদ্যাপন রীতির
ঘ. জাতিগত বৈচিত্র্যের

৬৫২. প্রাচীন কৃষি সমাজে কিসের পর নবজীবনের আবির্ভাবে বাংলা নববর্ষ উদ্যাপন করা হতো?
ক. বসন্তের পরে
খ. হেমন্তের পরে
গ. বর্ষার পরে
✔ শীতকালীন নির্জীবতার পরে

৬৫৩. এক সময় কারা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত?
ক. খ্রিষ্টানরা
খ. হিন্দুরা
গ. মুসলিমরা
✔ বাংলার সব মানুষ

৬৫৪. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন? [অনু. ১]
✔ নওরোজ
খ. জাতীয় উৎসব
গ. অনন্য উৎসব
ঘ. বর্ষবরণ উৎসব


 
৬৫৫. আবুল ফজলের বলে যাওয়ারও কত আগে থেকে এদেশের জনগণ বাংলা নববর্ষ পালন করে আসছে?
ক. পাঁচ বছর
খ. পঞ্চাশ বছর
গ. সত্তর বছর
✔ বহু শতবর্ষ

৬৫৬. কবে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল?
ক. আঠারো শতকের প্রমে
খ. আঠারো শতকের শেষে
গ. ঊনবিংশ শতাব্দীর প্র মে
✔ ঊনবিংশ শতাব্দীর শেষে

৬৫৭. ইংরেজ শাসনামলে নববর্ষ পালনের মধ্যে কাদের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে?
✔ শোষিত ও পরশাসিতদের
খ. শাসিত ও শোষিতদের
গ. রাজা ও প্রজাদের
ঘ. সর্বস্তরের মানুষের

৬৫৮. কখন বাংলা নববর্ষ উদযাপনের সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী চেতনা যুক্ত হয়েছিল?
ক. ঊনবিংশ শতাব্দীর প্র মার্ধে
খ. ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে
✔ বিংশ শতাব্দীর প্র মার্ধে
ঘ. বিংশ শতাব্দীর শেষার্ধে


 
৬৫৯. নববর্ষ উদ্যাপনের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? [অনু. ২]
ক. উগ্র জাতীয়তা
✔ ঐক্যবোধ
গ. বহুমুখী ভাবনা
ঘ. সাংস্কৃতিক ভিন্নতা

৬৬০. পূর্ব পাকিস্তানের মানুষ কীভাবে ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে?
✔ নববর্ষ উদ্যাপন করে
খ. ঈদ উদ্যাপন করে
গ. পূজা উদ্যাপন করে
ঘ. বড়দিন উদ্যাপন করে

৬৬১. আজ স্বাধীন বাংলাদেশের কোন দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে?
ক. ১৫ই আগস্ট
খ. ২১শে ফেব্রুয়ারি
গ. ১লা জানুয়ারি
✔ ১লা বৈশাখ

৬৬২. উপমহাদেশ বিভক্ত হয়েছিল কত সালে?
ক. ১৯৩৭
খ. ১৯৪৫
✔ ১৯৪৭
ঘ. ১৯৫০


 
৬৬৩. পূর্ব পাকিস্তানের কারা ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদ্যাপন করছে?
ক. কৃষকশ্রেণি
খ. রাজনৈতিক নেতা
গ. সাধারণ মানুষ
✔ শিক্ষিত মানুষ

৬৬৪. গ্রামবাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র, শহরে কিসের ভিত্তিতে তা গ্রাম থেকে ভিন্ন?
✔ অর্থনৈতিক ভিত্তিতে
খ. রাজনৈতিক ভিত্তিতে
গ. সামাজিক ভিত্তিতে
ঘ. আর্থ-সামাজিক ভিত্তিতে

৬৬৫. ‘গুলজারের পরিবারের ওপর জাবেদ মেম্বার প্রভাব বিস্তার করতে চায়’ এটি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. জাতীয়তাবাদ
খ. সাম্প্রদায়িকতা
✔ সাম্রাজ্যবাদ
ঘ. সহিংসবাদ

৬৬৬. আমাদের দেশে নববর্ষ উদযাপন রীতিতে পরিবর্তন এসেছে কোন কারণে?
ক. ঐতিহ্যের পালাবদলে
✔ সময়ের পরিবর্তনে
গ. মানুষের চিন্তার পরিবর্তনে
ঘ. অর্থনৈতিক সমৃদ্ধির কারণে


 
৬৬৭. কৃষি সমাজের সঙ্গে নববর্ষের যোগসূত্র ছিল কেন?
ক. কৃষকরা বাঙালি সংস্কৃতির ধারক ছিল বলে
খ. কৃষকরা নববর্ষের দিনে ফসল তুলত বলে
✔ কৃষিভিত্তিক অর্থনীতি ছিল বলে
ঘ. কৃষকরা বৈশাখী মেলার আয়োজন করত বলে

৬৬৮. ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে কে শেষবারের মতো ডাক দিয়েছিল?
ক. আকবর
✔ সিরাজদ্দৌলা
গ. সিরাজ সাঁই
ঘ. আবুল ফজল

৬৬৯. ‘সাবরিনা তার বন্ধুদের সঙ্গে রমনার বটমূলে গিয়ে উৎসবমুখর পরিবেশে পান্তা-ইলিশ খাচ্ছে।’ এ বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে-
✔ পয়লা বৈশাখের
খ. ঈদের
গ. পূজা উৎসবের
ঘ. বিজয় উৎসবের

৬৭০. ‘স্বাদেশিকতা’ বলতে বোঝায়-
✔ দেশপ্রেমিকতা
খ. নিজের দেশ
গ. স্বদেশী আন্দোলন
ঘ. স্বার্থ ত্যাগ

৬৭১. ‘সাম্রাজ্যবাদ’ অর্থ কী?
ক. সমাজনীতি
খ. রাজার নীতি
✔ পররাজ্যের ওপর কর্তৃত্ব বিস্তাররূপ
ঘ. রাজনৈতিক কূটকৌশল

৬৭২. ‘বুর্জোয়া বিলাস’ শব্দের অর্থ কী?
✔ মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ
খ. গরিব শ্রেণির শখ
গ. নিচু জাতের শখ
ঘ. বজরায় ভ্রমণ

৬৭৩. ‘শভিনিস্টিক’ শব্দের অর্থ কী?
✔ রুশ রাজনৈতিক মতবাদ
খ. রুশ অর্থনৈতিক মতবাদ
গ. রুশ সামাজিক মতবাদ
ঘ. রাজনৈতিক কূটকৌশল

৬৭৪. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
✔ বাংলাদেশের উৎসব : নববর্ষ
খ. বাংলাদেশের উৎসব
গ. বাংলাদেশের নববর্ষ
ঘ. উৎসবে বাংলাদেশ

৬৭৫. বাংলা একাডেমি থেকে ‘বাংলাদেশের উৎসব : নববর্ষ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে?
✔ ২০০৮
খ. ২০০৯
গ. ২০১০
ঘ. ২০১১

৬৭৬. ‘বাংলাদেশের উৎসব : নববর্ষ’ গ্রন্থটি সম্পাদনা করেছেন কে?
✔ মোবারক হোসেন
খ. মোবরক হাসান
গ. মোবারক উদ্দিন
ঘ. মোবারক আহমেদ

৬৭৭. কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদ্যাপনের ধারণা তৈরি হয়?
✔ ফসল উৎপাদন
খ. মৎস্যের সঙ্গে
গ. মৃৎশিল্পের সঙ্গে
ঘ. ঘর তোলার সঙ্গে

৬৭৮. কিসের বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক?
ক. জাতপ্রার সংকীর্ণতা
✔ ধর্মীয় সংকীর্ণতা
গ. রাজনৈতিক সংকীর্ণতা
ঘ. আর্যপ্রা



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form