সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ - অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১


সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ - অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১


বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নতুন বই 'নেতা মোদের শেখ মুজিব' (সম্পাদক: আসাদুজ্জামান খান)।

'World Press Freedom Index - 2021' তালিকায় বাংলাদেশে ১৫২ তম। শীর্ষে - নরওয়ে; সর্বনিম্নে - ইরিত্রিয়া।
সূত্র : Reporters Without Borders (RSF)

''ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে'' নির্মিত হবে বালিয়াপুর (সাভার) - লাঙ্গলবন্দ (নারায়ণগঞ্জ) পর্যন্ত। দৈর্ঘ্য - ৩৯.২৪ কিমি।

'Climate Breakthrough Award-2021' পেয়েছেন বাংলাদেশী-ফিলিপিনো সারা জেন আহমেদ।

২০০৮ পরবর্তীতে জন্ম নেয়া নাগরিকদের জন্য সিগারেট ও তামাকজাত পণ্য নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 'বেগম রোকেয়া পদক - ২০২১' পেয়েছেন ৫ জন বিশিষ্ট নারী। যথা :
১/ অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা (নারী শিক্ষা)
২/ অর্চনা বিশ্বাস (নারী অধিকার প্রতিষ্ঠা)
৩/ শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন)
৪/ ড. জিনাত হুদা (নারী জাগরণ)
৫/ ড. সারিয়া সুলতানা (পল্লী উন্নয়ন)

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ২০২১ সালে করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে আছেন।
গত ৮ ডিসেম্বর প্রকাশিত এ তালিকায় 
প্রথম স্থানে আছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সাবেক স্ত্রী ও সমাজসেবক-লেখক ম্যাকেঞ্জি স্কট
দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
তৃতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ।

টেস্ট ক্রিকেটে ৩য় খেলোয়াড় হিসেবে এক ইনিংসে ১০ উইকেট  নিয়ে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল (প্রতিপক্ষ - ভারত)।

বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র।

২০২১ সালে বৈধ প্রবাসীদের সবচেয়ে পছন্দের গন্তব্যে ১ম- কুয়ালালামপুর; ২য়- মালাগা

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ৩০ নভেম্বর - ৫ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়েছে 'আজাদি মহোৎসব সপ্তাহ' / 'মৈত্রী সপ্তাহ'।

সিলেট সেনানিবাসে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য 'বজ্রকণ্ঠ'
(উদ্বোধন- ৫ ডিসেম্বর)

২০২২-২৩ সালে খাদ্য ও কৃষি সংস্থার (FAO) নির্বাহী বোর্ডের সদস্য হয়েছে বাংলাদেশ

ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) নির্মিত ভাস্কর্য 'অনন্ত সমরে'

ফোর্বস ম্যাগাজিনের '30 under 30' তালিকায় বিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশী প্রকৌশলী বাশিমা ইসলাম।

নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ; শেষ হল ১৬ বছরের অ্যাঙ্গেলা মের্কেলের যুগ।

প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর তেল আবিব; ২য় - সিঙ্গাপুর সিটি ও প্যারিস। জীবনযাপনের ব্যয় সবচেয়ে কম দামেস্কে।
সূত্র - Economist Intelligence Unit (EIU)

চীনা প্রভাব ঠেকাতে 'Global Gateway Strategy' পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্বে নবীনতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র বার্বাডোসের ১ম প্রেসিডেন্ট সান্ড্রা মেসন

'বিশ্ব অভিবাসী প্রতিবেদন-২০২২' অনুসারে, অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ; রেমিট্যান্স গ্রহণে ৮ম।
সূত্র - International Organisation for Migration (IOM)

দেশের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট 'Fly Dining' (সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার)

বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু (ত্রিলোচনপুর ইউনিয়ন, ঝিনাইদহ)।

টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল𑅁

ফুটবল ইতিহাসে রেকর্ড ৭ম বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি।

সর্বজনীন এখতিয়ার (Universal Jurisdiction) নীতিতে রোহিঙ্গা গণহত্যার বিচার হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের আদালতে।

প্রজননে সক্ষম প্রথম জীবন্ত রোবট 'জেনোবটস' উদ্ভাবন করেছে মার্কিন বিজ্ঞানীরা।

১।বিশ্ব অভিবাসী প্রতিবেদন-২০২২' অনুসারে, অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ; রেমিট্যান্স গ্রহণে ৮ম।
সূত্র - International Organization for Migration (IOM)Organization for Migration (IOM)
২। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে 'মহাবিজয়ের মহানায়ক' (Great Hero of the Great Victory) অনুষ্ঠান হবে ১৬-১৭ ডিসেম্বর।
৩।ইসরায়েলের সাথে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি করেছে জর্ডান (২২ নভেম্বর)।
৪। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'।
৫। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১১০ দেশের অংশগ্রহণে 'Summit for Democracy' অনুষ্ঠিত হবে ৯-১০ ডিসেম্বর ; সম্মেলনে নেই বাংলাদেশ।
৬। বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে কোস্টারিকা
৭। Cop-২৬ জলবায়ু আলোচনায় বিবিসি'র ৫ প্রভাবশালী নেতার তালিকায় স্থান পেয়েছেন শেখ হাসিনা।
৮। কপ-২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ঠেকাতে ৫টি সুপারিশ করেছেন শেখ হাসিনা


## ১০ মিনিট স্কুলের আপনার প্রিয় কোর্সসমূহ খুঁজে নিন সহজে এবং ভর্তি হয়ে যান --

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form