সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২১ - Recent GK


সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২১ - Recent GK


ব্যালন ডি'অর (গো‌ল্ডেন বল) - ২০২১ বিজয়ী= লিও‌নেল মে‌সি


১| ২০২১ সা‌লে ৭ম বা‌রের ম‌তো এ পুরস্কার লাভ ক‌রেন।

২| ১ম ব্যালন ডি'অর লাভ ক‌রেন: ২০০৯ সা‌লে।

৩| তি‌নি টানা ৪ বার (২০০৯ থে‌কে ২০১২) এবং স‌র্বোচ্চ ৭ বার ব্যালন ডি'অর বিজয়ী একমাত্র ফুটবলার।

একনজ‌রে ব্যালন ডি'অর:

১| ব্যালন ডি'অর ফরা‌সি শব্দ, যার অর্থ: গো‌ল্ডেন বল।

২| ইউ‌রো‌পের বিখ্যাত খেলাধুলা বিষয়ক ম্যাগা‌জিন "‌ফেঞ্চ ফুটবল" ১৯৫৬ সাল থে‌কে এ পুরস্কার দি‌য়ে আস‌ছে।

৩| ফিফা ব্যালন ডি'অর না‌মে ২০১০ সাল থে‌কে ২০১৫ সাল পর্যন্ত টানা ৬ বছর "‌ফেঞ্চ ফুটবল ও ফিফা" যৌথভা‌বে ব্যালন ডি'অর পুরস্কা‌র ‌ঘোষণা করে। 

৪| ২০১৬ সাল থে‌কে পুনরায় "‌ফেঞ্চ ফুটবল" এককভা‌বে ব্যালন ডি'অর পুরস্কার প্রদান কর‌ছে।

৫| ২০১৬ সাল থে‌কে ফিফা নিজস্বভা‌বে "The Best FIFA Men's Player" না‌মে পুরস্কার চালু ক‌রে।

৬| The Best FIFA Men's Player-2021 বিজয়ী লিও‌নেল মে‌সি।

""২০২১ সা‌লে Ballon d'Or ও  The Best FIFA Men's Player বিজয়ী লিও‌নেল মে‌সি।""


সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ T20 বিশ্বকাপ 2021 ইতিবৃত্ত : T20 World Cup 2021



আসর : সপ্তম।

অংশগ্রহণকারী দল - ১৬ টি।

আয়োজক : সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 

চ্যাম্পিয়ন দল - অস্ট্রেলিয়া। 

★অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।

রানার্সআপ দল - নিউজিল্যান্ড।

জয়লাভ : ৮ উইকেটে। 

ম্যান অব দ্যা ম্যাচ- মিশেল মার্স।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট - ডেভিড ওয়ার্নার।

সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান : Babar Azam (303)

সর্বোচ্চ উইকেট শিকারী বলার: Wanindu Hasaranga (16)

N.B.- পরবর্তী টি - ২০ বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form