সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২১ - Recent GK
ব্যালন ডি'অর (গোল্ডেন বল) - ২০২১ বিজয়ী= লিওনেল মেসি
১| ২০২১ সালে ৭ম বারের মতো এ পুরস্কার লাভ করেন।
২| ১ম ব্যালন ডি'অর লাভ করেন: ২০০৯ সালে।
৩| তিনি টানা ৪ বার (২০০৯ থেকে ২০১২) এবং সর্বোচ্চ ৭ বার ব্যালন ডি'অর বিজয়ী একমাত্র ফুটবলার।
একনজরে ব্যালন ডি'অর:
১| ব্যালন ডি'অর ফরাসি শব্দ, যার অর্থ: গোল্ডেন বল।
২| ইউরোপের বিখ্যাত খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন "ফেঞ্চ ফুটবল" ১৯৫৬ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
৩| ফিফা ব্যালন ডি'অর নামে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ৬ বছর "ফেঞ্চ ফুটবল ও ফিফা" যৌথভাবে ব্যালন ডি'অর পুরস্কার ঘোষণা করে।
৪| ২০১৬ সাল থেকে পুনরায় "ফেঞ্চ ফুটবল" এককভাবে ব্যালন ডি'অর পুরস্কার প্রদান করছে।
৫| ২০১৬ সাল থেকে ফিফা নিজস্বভাবে "The Best FIFA Men's Player" নামে পুরস্কার চালু করে।
৬| The Best FIFA Men's Player-2021 বিজয়ী লিওনেল মেসি।
""২০২১ সালে Ballon d'Or ও The Best FIFA Men's Player বিজয়ী লিওনেল মেসি।""
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ T20 বিশ্বকাপ 2021 ইতিবৃত্ত : T20 World Cup 2021
আসর : সপ্তম।
অংশগ্রহণকারী দল - ১৬ টি।
আয়োজক : সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
চ্যাম্পিয়ন দল - অস্ট্রেলিয়া।
★অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।
রানার্সআপ দল - নিউজিল্যান্ড।
জয়লাভ : ৮ উইকেটে।
ম্যান অব দ্যা ম্যাচ- মিশেল মার্স।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট - ডেভিড ওয়ার্নার।
সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান : Babar Azam (303)
সর্বোচ্চ উইকেট শিকারী বলার: Wanindu Hasaranga (16)
N.B.- পরবর্তী টি - ২০ বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে।
Tags
General Knowledge