মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১


মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

 মৎস্য অধিদপ্তর এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর



বাংলা অংশের সমাধানঃ 

১। ‘আমি যাব তবে কাল যাব’-এটি কি ধরনের বাক্য? উত্তর: যৌগিক বাক্য

২। ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’- বাক্যটি কোন দোষে দুষ্ট? উত্তর: বাহুল্য দোষ [বচনবাচক ভুল] 

৩। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: ছায়ানট

৪। ওয়ারি-বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তর: নরসিংদী

৫। ‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: আ + চর্য

৬। ‘সমুদ্রে মাছ আছে’- এখানে সমুদ্রে কোন কারক? উত্তর: অধিকরণ কারক

৭। ‘প্রস্তুত’ কোন পদের অন্তর্ভুক্ত? উত্তর: বিশেষণ পদ

৮। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর: ইতি 

৯। সমাসের প্রক্রিয়ায় সমাস নিস্পন্ন পদটির নাম? উত্তর: সমস্ত পদ

১০। জঙ্গম- এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর: স্থাবর

১১। চলিত শব্দ কোনটি? উত্তর: বললেন 

১২। ‘কুহক’ এর স্ত্রী-বাচক শব্দ কোনটি? উত্তর: কুহকিনী

১৩। ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি? উত্তর: অগভীর  সতর্ক নিদ্রা
 
১৪। ‘কমা’ থাকলে বিরতিকালের পরিমাণ কত? উত্তর: ১ (এক) বলতে যে সময় প্রয়োজন  

১৫। নিচের কোনটি শুদ্ধ? উত্তর: সৌজন্য

 

ইংরেজি অংশের সমাধানঃ  

১৬। Maiden speech means- উত্তর: First speech 

১৭। Who can do it? বাক্যটির passive form হবে- উত্তর: By whom can it be done?

১৮। verb of ‘Number’ is- উত্তর: number

১৯। Cricket enjoys a huge __ in Bangladesh. উত্তর: following

২০। We ___ waiting for him until he comes back. শূন্যস্থান পূরণ করুন। উত্তর: shall be

২১। Present Indefinite Tense কোনটি? উত্তর: He plays cricket.  

২২। ‘De facto’ means- উত্তর: In reality

২৩। I like I ____. উত্তর: I like I could sing.

২৪। Smoking is detrimental ___ health. উত্তর: to

২৫। Cuckoo এর plural রূপ কোনটি? উত্তর: cuckoos

২৬। কোনটি শুদ্ধ বানান? উত্তর: Transparency

২৭। ‍Abortive এর synonym নয় কোনটি? উত্তর: Supportive 

২৮। He was ____ honorary Magistrate. উত্তর: ‍an

২৯। Who wrote ‘Beauty is truth, truth is beauty’? উত্তর: John Keats

৩০। কোনটি comparative form of adjective? উত্তর: Worse


গণিত অংশের সমাধানঃ  

৩১। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর: ৫৭ 

৩২। ১ হতে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর: ৪ টি 


৩৩। গ.সা.গু. এর পূর্ণরূপ কোনটি? উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

৩৪। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? উত্তর: দৈর্ঘ্য × প্রস্থ

৩৫। কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ? উত্তর: 90°

৩৬। 60° এর পুরক কোণ কোনটি? উত্তর: ৩০° 

৩৭। রেখার বৈশিষ্ট্য কোনটি? উত্তর: কেবল দৈর্ঘ্য আছে 

৩৮। কোন শর্তে a0 = 1 হয়? উত্তর: a≠0
৩৯। চলক এর বৈশিষ্ট্য কোনটি? উত্তর: মান নির্দিষ্ট নয়  

৪০। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? উত্তর: ৬


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

৪১। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? উত্তর: ড. ফকরুল আলম

৪২। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪৩। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.? উত্তর: ৬.১৫ কি.মি.

৪৪। কোনটি অপারেটিং সিস্টেম নয়? উত্তর: MS Word

৪৫। কোনটি Input Device? উত্তর: OMR

৪৬। SDG – এর goal কয়টি? উত্তর: ১৭ টি

৪৭। মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? উত্তর: নির্মল হৃদয়

৪৮। ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়? উত্তর: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

৪৯। ৭ ই মার্চের ভাষণের স্থায়ীত্বকাল? উত্তর: ১৮ মিনিট

৫০। ঐতিহাসিক ছয় দফা কোথায় উত্থাপন করা হয়? উত্তর: লাহোরে



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form