ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্ন সমাধান ২০২১ - (All Boards)


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্ন সমাধান ২০২১ - (All Boards)





HSC 2021 Dhaka Board Islamic history 2nd paper Mcq answer





★ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র★

#১ম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা
১/ইসলামের আর্বিভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল.?
=আরব বণিকদের।
২/"আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান"- এ উক্তিটি কোন ঐতিহাসিকের.?
=স্টেনলী লেনপুর।
৩/প্রাচ্যের হোমার কাকে বলা হয়.?
=ফেরদৌসি।
৪/ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা.?
=দ্রাবিড়।
৫/সুলতান মাহমুদ সোমনাথ মন্দির অভিযান করেন কত খ্রিষ্টাব্দে.?
=১০২৬।
৬/কত খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন.? 
=৭১২ 
৭/মুসলিমদের ভারত আগমনের পূর্বে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্টিত ছিল.?
=পাল।
৮/শাহনামা গ্রন্থের রচয়িতা কে.?
=আবুল কাশেম ফেরদৌসী। 
৯/মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিল.?
=দাহির। 
১০/ক্ষত্রিয়দের পেশা কি ছিল?
=যুদ্ধ করা।
১১/সুলতাম মাহমুদ জাতিতে কি ছিলেন.?
=তুর্কি।
১২/কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নাম করণ করা হয়.?
=ভরত।
১৩/খলিফা ওয়ালিদের ইরাকের (পূর্বাঞ্চলীয়) শাসক কে ছিলেন.?
=হাজ্জাজ বিন ইউসুফ। 
১৪/সিন্ধু রাজ দাহিরের রাজধানীর নাম কী ছিল.?
=আলোর।
১৫/সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কী ছিল.?
=জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুন্ঠন।
১৬/সিন্ধুর কোন বন্দের আরব জাহাজ গুলো লুন্ঠন হয়.?
=দেবল। 
১৭/সিংহলরাজ উমাইয়া খলিফার নিকট কয়টি জাহাজ উপঢৌকন হিসেবে প্রেরণ করেন.?
=৮টি। 
১৮/রাজা দাহিরে স্ত্রী নাম কী.?
=রানীবাঈ।
১৯/নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভারতের কোথায় অবশ্য.? 
=বিহার।
২০/সোমনাথ মন্দির কোথায় অবস্থিত.? 
=গুজরাট। 
২১/"স্বর্গীয় বধু "মসজিদের নির্মাতা কে.?
=সুলতান মাহমুদ।
২২/গজনি বংশের প্রতিষ্ঠাতা কে.?
=সবুক্তগীন।
২৩/সেন বংশের শেষ রাজার নাম কী.?
=লক্ষ্মন সেন।
২৪/সুলতান মাহমুদ কত সালে জন্ম গ্রহন করেন.?
=৯৭১।
২৫/সুলতান মাহমুদের ভারতবর্ষে শেষ অভিযান কোনটি.?
=১০২৭ খ্রিষ্টাব্দে জাঠদের বিরুদ্ধে। 
২৬/সুলতান মাহমুদ নিজে সাম্রাজ্য ভুক্ত করেন কোন অঞ্চল কে.?
=পাঞ্জাব।
২৭/সুলতান মাহমুদের প্রথম অভিযান কাদের বিরুদ্ধে.? 
=১০০০ খ্রিষ্টাব্দে খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলোর বিরুদ্ধে।
২৮/সুলতান মাহমুদ কোন অভিযানে ব্যর্থ হন.?
=কাশ্মীর।
২৯/গজনি কোথায় অবস্থিত.? 
=আফগানিস্তানে।
৩০/কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে.?
=আল বিরুনী।
৩১/তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়.?
=১১৯১। 
৩২/মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কী.?
=মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম।
৩৩/তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়.?
=১১৯২।
৩৪/মুহাম্মদ ঘুরীর বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন.?
=কুতুবউদ্দিন আইবেক।
৩৫/ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন কে.?
=মুহাম্মদ ঘুরী। 
৩৬/পাল বংশের প্রতিষ্ঠা কে.?
=গোপাল।
৩৭/পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন.?
=চৌহান।
৩৮/কত খ্রিষ্টাব্দে মুহাম্মদ ঘুরী মৃত্যুবরণ করেন.?
=১২০৬ খ্রিষ্টাব্দে।
৩৯/ইতিহাসে "জাহানসুজ" নামে পরিচত কে.?
=আলাউদ্দিন হুসেন।
৪০/কোন মুসলিম সেনাপতি বাংলা ও বিহার জয় করেন.? 
=১২০৪ খ্রিষ্টাব্দে, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।
৪১/ভারতবর্ষ এশিয়া মহাদেশের কেন দিকে অবস্থিত.?
=মধ্য দক্ষিণে।
৪২/ভারতবর্ষকে সুরক্ষা দান করেছে কোন পর্বত.?
=হিমালয়।
৪৩/ভারতের দক্ষিণে কী রয়েছে.?
=ভারত মহাসাগর।
৪৪/ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে.?
=ভিনসেণ্ট স্মিথ।
৪৫/সুলতান মাহমুদের পিতার নাম কি.?
=সবুক্তগীন।
৪৬/সুলতান মাহমুদ কতো বার ভারত অভিযান করেন? 
=১৭বার। 
৪৭/জাতিভেদ প্রথা কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল.?
=৪টি। 
৪৮/সুলতান মাহমুদ ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল.?
=অর্থ সংগ্রহ করা।
৪৯/ভারতবর্ষ কত মাইল সমুদ্র সমতটসংবলিত.?
=৩,৪০০ মাইল।
৫০/আমিন-উল-মিল্লাত শব্দের অর্থ কী.?
=ধর্ম বিশ্বাসের রক্ষক।
৫১/দেবল বন্দর কোথায় অবস্থিত?
=দেবল বন্দর সিন্ধুতে অবস্থিত।
৫২/সুলতান মাহমুদের পিতার নাম কী?
=সুলতান মাহমুদের পিতার নাম আমির সবুক্তগীন।
৫৩/সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন? 
=সুলতান মাহমুদে গজনীর শাসনকর্তা ছিলেন। 
৫৪/সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসনকর্তা ছিলেন? 
=সুলতান মাহমুদ গজনী রাজবংশের শাসনকর্তা ছিলেন। 
৫৫/গজনী বংশের প্রতিষ্ঠাতা কে? 
=গজনী বংশের প্রতিষ্ঠাতা হলেন আলপ্তগীন।
৫৬/মুসলমানদের অভিযানের সময় সিন্ধু ও মুলতানের শাসনকর্তা কে ছিলেন? 
=মুসলমানদের অভিযানের সময় সিন্ধু ও মুলতানের শাসনকর্তা ছিলেন রাজা দাহির।
 ৫৭/কত খ্রিস্টাব্দে তরাইনের ২য় যুদ্ধ সংঘটিত হয়? 
=১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের ২য় যুদ্ধ সংঘটিত হয়। 
৫৮/তরাইনের ১ম যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
=তরাইনের ১ম যুদ্ধ সংঘটিত হয় ১১৯১ খ্রিস্টাব্দে।
৫৯/বাংলার শেষ হিন্দুরাজা কে ছিলেন? 
=লক্ষণ সেন।
৬০/শাহনামা কী?
=শাহনামা হলো মহাকবি ফেরদৌসী রচিত একটি মহাকাব্য।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form