HSC: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৩য় অধ্যায় নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্ন ও উত্তর


HSC: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৩য় অধ্যায় নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্ন ও উত্তর


১. মূল্যবোধ কী?
ক. সামাজিক মানুষের কার্যাবলি
খ. সামাজিক আচার-আচরণের সমষ্টি
গ. আইন মেনে চলা
ঘ. ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য

২. পরিবার কী ধরনের সংগঠন?
ক. সামাজিক
খ. নৈতিক
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক

৩. নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য?
ক পরিবর্তনশীলতা
খ. পরাধীনতা
গ. শৃঙ্খলাবোধ
ঘ. ন্যায়বিচার


৪. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হলো-
ক. সামাজিত মানদণ্ড
খ. বিভিন্নতা
গ. পরিবর্তনশীলতা
ঘ. বৈচিত্র্যময়তা


 
৫. Values শব্দের শাব্দিক অর্থ কী?
ক. বস্তুগত মূল্য
খ. সামাজিক গ্রুপ
গ. বস্তুর মানদণ্ড
ঘ. তুলনামূলক অর্থমূল্য

৬. মূল্যবোধ কোন ধরনের বিষয়?
ক. সাংস্কৃতিক
খ. রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. অর্থনৈতিক

৭. সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে-
ক. ধর্মীয় অনুশাসন
খ. মূল্যবোধ
গ. অভ্যাস
ঘ. মূল্যবোধ

৮. মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫


 
৯. নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত?
ক. শ্রমের মর্যাদা
খ. সত্যকে সত্য বলা
গ. সাহসিকতা
ঘ. রাজনৈতিক সহনশীলতা

১০. সামাজিক মূলবোধের বৈশিষ্ট্য কোনটি?
ক জনকল্যাণমুখিতা
খ. সহমর্মিতা
গ. সহনশীলতা
ঘ. আপেক্ষিকতা

১১. মানুষের কাজের ভালো-মন্দ বিচার হয় কীসের দ্বারা?
ক. ইচ্ছা ও ঔচিত্যবোধের মাপকাঠি দ্বারা
খ. বংশ মর্যাদার দ্বারা
গ. টাকা পয়সার দ্বারা
ঘ. পেশিশক্তির দ্বারা

১২. নীতি ও ঔচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কী বলে?
ক. নৈতিক মূল্যবোধ
খ. সামাজিক মূল্যবোধ
গ. বাহ্যিক মূল্যবোধ
ঘ. রাজনৈতিক মূল্যবোধ

১৩. কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
ক. শ্রমের মর্যাদা
খ. সত্যকথা বলা
গ. আনুগত্য
ঘ. দানশীলতা

১৪. সামাজিক মূলবোধগুলো কী থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয়?
সামাজিক আচরণ
সামাজিক প্রথা
সামাজিক নীতি
সামাজিক বৈষম্য

১৫. রাইসুল তার সংগঠনের সদস্যদের মধ্যে সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, জনসেবা ইত্যাদি গুণাবলি দেখে মুগ্ধ। উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে?
ক. সামাজিক মূলাবোধ
খ. ব্যক্তিগত মূল্যবোধ
গ. দলীয় মূল্যবোধ
ঘ. পারিবারিক মূল্যবোধ

নিচের অনুচ্ছেটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
শিল্পপতি তাহসান সাহেব সাধারণত নিয়ম মেনে চলা ও সমায়নুবর্তিতাকে সবসময় উৎসাহিত করেন। তিনি কমকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।


 
১৬. তাহসান সাহেবের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. ধর্মীয়
ঘ. নান্দনিক

১৭. উদ্দীপকে সুশাসনের কোন মূল বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি?
ক. সত্যবাদিতা
খ. ন্যায়ানুগ থাকা
গ. জবাবদিহিতা
ঘ. সাম্য প্রতিষ্ঠার চেষ্টা

১৮. স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?
ক. আইনের শাসন
খ. জনগণের সজাগ সচেতন
গ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ
ঘ. বিচারবিভাগ

১৯. আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
ক. প্রথা
খ. বিচারকের রায়
গ. ন্যায়বোধ
ঘ. আইন পরিষদ


 
২০. গণতন্ত্রের প্রাণ হলো-
ক. রাজনৈতিক দল
খ. অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
গ. নেতৃত্ব
ঘ. আইনের শাসন

২১. অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭

২২. রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়?
ক. স্বৈরশাসন
খ. সুশাসন
গ. আইনের অপব্যবহার
ঘ. দায়িত্বের অবহেলা

২১. সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
ক মূল্যবোধের সঠিক প্রয়োগ
খ. মূল্যবোধের অবক্ষয়
গ. সামাজিক অসমতা
ঘ. ন্যায়বিচারে অভাব


 
২৪. সুশাসন নিশ্চিত করতে কীরূপ সরকার ব্যবস্থা প্রয়োজন?
ক. গণতান্ত্রিক
খ. রাজতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক

২৫. মূল্যবোধ কী?
ক. ব্যক্তির আচরণের নিয়ন্ত্রক
খ. রাষ্ট্রের উন্নয়নের পথে বাধা দেওয়া
গ. ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ভিত্তি
ঘ. আদর্শহীন কাজে সম্পৃক্ততা




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form