SSC: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৮ম অধ্যায় MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


SSC: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৮ম অধ্যায় MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২




বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।

৪৯৬. বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকারব্যবস্থা কোনটি?
ড়. গণতন্ত্র
খ. সমাজতন্ত্র
গ. রাজতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র

৪৯৭. গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হলো-
ড়. সুষ্ঠু নির্বাচন
খ. অধিক জনগণ
গ. নতুন সরকার
ঘ. মানুষের অংশগ্রহণ

৪৯৮. যে শাসনব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অংশ নেওয়ার অধিকার তাই গণতন্ত্র।’ উক্তিটি কে করেছেন?
ক. আব্রাহাম লিঙ্কন
ড়. অধ্যাপক গেটেল
গ. এরিস্টটল
ঘ. রুশো

৪৯৯. প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন ছিল কোথায়?
ড়. প্রাচীন গ্রিসে
খ. প্রাচীন ইতালিতে
গ. প্রাচীন আমেরিকায়
ঘ. প্রাচীন রোমে


 
৫০০. রাষ্ট্রীয় নীতিনির্ধারণে গণতন্ত্রে কোনটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়?
ড়. জনগণের স্বার্থ
খ. দেশের উন্নয়ন
গ. ক্ষমতাসীন দলের স্বার্থ
ঘ. প্রধানমন্ত্রীর স্বার্থ

৫০১. গণতন্ত্রকে মূর্খের শাসনব্যবস্থা বলেছেন কে?
ড়. প্লেটো
খ. হবস
গ. লক
ঘ. রুশো

৫০২. কত সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
ড়. ১৯৪৭ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ. ১৯৫০ সালে

৫০৩. অবিভক্ত পাকিস্তানে কত সালে সর্বপ্রথম জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৬৮ সালে
ড়. ১৯৭০ সালে
ঘ. ১৯৭২ সালে


 
৫০৪. বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন কত তারিখে?
ক. ১৫ আগস্ট, ১৯৭৪
ড়. ১৫ আগস্ট, ১৯৭৫
গ. ১৫ জুলাই, ১৯৭৫
ঘ. ১৫ আগস্ট, ১৯৭৭

৫০৫. বাংলাদেশে কত বছর সেনা শাসনের অধীনে ছিল?
ক. ১২ বছর
খ. ১৩ বছর
গ. ১৪ বছর
ড়. ১৫ বছর

৫০৬. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে?
ক. চতুর্থ সংশোধনী
খ. অষ্টম সংশোধনী
গ. দশম সংশোধনী
ড়. দ্বাদশ সংশোধনী

৫০৭. কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা পায়?
ক. দশম
খ. একাদশ
গ. দ্বাদশ
ড়. ত্রয়োদশ

৫০৮. ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে-
ক আওয়ামী লীগ
খ বিএনপি
ড় মহাজোট
ঘ চারদলীয় জোট

৫০৯. বর্তমানে প্রতিনিধিমূলক সরকার বলতে কোনটিকে বোঝায়?
ড়. দলীয় সরকার
খ. স্থানীয় সরকার
গ. কেন্দ্রীয় সরকার
ঘ. আঞ্চলিক সরকার

৫১০. রাজনৈতিক দল গঠন করার কারণ-
ক. ক্ষমতায় যাওয়া
খ. দেশের মধ্যে ত্রাস সৃষ্টি করা
ড়. বৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল
ঘ. নির্বাচনে অংশগ্রহণ করা

৫১১. গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের পূর্বশর্ত হলো-
ড় সুসংগঠিত রাজনৈতিক দল
খ ক্ষমতার লড়াই করা
গ সরকারের শান্তিপূর্ণ অবস্থান
ঘ বিরোধী দলের উপস্থিতি


 
৫১২. গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার কে?
ক. সুশীল সমাজ
ড়. বিরোধী দল
গ. সাধারণ জনগণ
ঘ. মন্ত্রিপরিষদ

৫১৩. কোনটি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা চিন্তা করা যায় না?
ড়. নির্বাচন
খ. জনগণ
গ. সুশীল সমাজ
ঘ. মিছিল মিটিং

৫১৪. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কিসের মাধ্যমে?
ক সরকার
ড় নির্বাচন
গ রাজনৈতিক দল
ঘ রাজনৈতিক সংগঠন

৫১৫. বাংলাদেশের জনগণের ভোট দানে সর্বনিু বয়সসীমা হলো
ক. ১৭+
ড়. ১৮+
গ. ১৯+
ঘ. ২০+


 
৫১৬. বাংলাদেশে কোন প্রকারের নির্বাচন পদ্ধতি চালু আছে?
ড়. প্রত্যক্ষ
খ. পরোক্ষ
গ. নিরপেক্ষ
ঘ. গণভোট

৫১৭. বাংলাদেশকে কয়টি নির্বাচনি এলাকায় ভাগ করা হয়েছে?
ক. ২৫০টি
খ. ২৮৮টি
ড়. ৩০০টি
ঘ. ৩২৫টি

৫১৮. প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করেন-
ক. প্রধানমন্ত্রী
ড়. রাষ্ট্রপতি
গ. আদালত
ঘ. রাজনৈতিক দল

৫১৯. নির্বাচন কমিশনের সাথে সহায়তামূলক ভূমিকা পালন করে সরকারের কোন বিভাগ?
ড়. নির্বাহী বিভাগ
খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. সামরিক বাহিনী


 
৫২০. কত সালের আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে?
ক. ১৯৭০ সলে
খ. ১৯৭১ সাল
ড়. ১৯৭২ সাল
ঘ. ১৯৭৩ সাল

৫২১. নির্বাচনি আচরণবিধি ভঙ্গের সর্বনিম্ন শাস্তি কত?
ক. ৬ মাসের সশ্রম কারাদণ্ড
খ. ১ বছরের সশ্রম কারাদণ্ড
ড়. ২ বছরের সশ্রম কারাদণ্ড
ঘ. ৩ বছরের সশ্রম কারাদণ্ড



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form