HSC: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার Important MCQ প্রশ্ন ও উত্তর


HSC: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার Important MCQ প্রশ্ন  ও উত্তর


১. শামসুর রাহমানের জন্ম তারিখ কোনটি?
ক. ২০ অক্টোবর ১৯২৯
খ. ২০ নভেম্বর ১৯২৯
গ. ২৪ নভেম্বর ১৯২৯
ঘ. ২৪ অক্টোবর ১৯২৯

২. শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. চট্টগ্রামে
খ. নরসিংদীতে
গ. বগুড়ায়
ঘ. ঢাকায়

৩. শামসুর রহমানের পিতার নাম কী?
ক. আফতাবউদ্দিন চৌধুরী
খ. আখতারুজ্জামান চৌধুরী
গ. ফয়জুর রহমান চৌধুরী
ঘ. মুখলেসুর রহমান চৌধুরী


৪. শামসুর রহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন?
ক. উদয়ন স্কুল
খ. আরমানিটোলা স্কুল
গ. মাহুৎটুলি স্কুল
ঘ. পোগোজ স্কুল


 
৫. শামসুর রাহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
ক. ঢাকা কলেজ
খ. কবি নজরুল ইসলাম
গ. নটর ডেম কলেজ
ঘ. আইডিয়াল কলেজ

৬. শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২৯
খ. রাজশাহী বিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৭. শামসুর রাহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
ক. বাংলা বিভাগ
খ. ইংরেজি বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. রসায়ন বিভাগ

৮. শামসুর রাহমান কী দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন?
ক. সাংবাদিকতা
খ. শিক্ষকতা
গ. অধ্যাপনা
ঘ. ব্যবসায়


 
৯. শামসুর রাহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. মাসিক মোহাম্মদী
খ. পাক্ষিক নওমহল
গ. সাপ্তাহিক সোনার বাংলা
ঘ. দৈনিক জলছাপ

১০. মুক্তিযুদ্ধকালে কবি কোন ছদ্ম কবিতা লিখতেন?
ক. নীল লোহিত
খ. ভানুসিংহ
গ. বীর বল
ঘ. মজলুম আদিব

১১. শামসুর রাহমান সম্পর্কে নিচের কোন উক্তিটি যথার্থ?
ক. তিনি ছিলেন রোমান্টিক কবি
খ. তিনি ছিলেন পল্লিকবি
গ. তিনি ছিলেন নাগরিক কবি
ঘ. তিনি ছিলেন বিপ্লবী কবি

১২. মৃত্যুর পূর্ব পর্যন্ত শামসুর রাহমানের কাব্যগ্রস্থ প্রকাশিত হয়েছে –
ক. ৫০ টি
খ. ৬০ টি
গ. ৫৫টি
ঘ. ৬৫ টি

১৩. ‘বন্দী শিবির থেকে এবং ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিখ্যাত এ কাব্যগ্রস্থ দুটির কবি কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ আলী আহসান
গ. শামসুর রাহমান
ঘ. কাজী নজরুল ইসলাম

১৪. শামসুর রাহমানের রচিত কাব্যগ্রস্থ হলো-
ক. ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’
খ. ‘নিঝরের স্বপড়ব ভঙ্গ’ ও ‘রৌদ্র করোটিতে’
গ. ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ ও ‘রুপসী বাংলা’
ঘ. ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘নির্ঝারের স্বপ্নভঙ্গ’

১৫. কবি শামসুর রাহমান পেশায় ছিলেন-
ক. শিক্ষক
খ. সাংবাদিক
গ. আইনজীবী
ঘ. রাজনীতিবিদ

১৬. ১৯৮৭ খ্রিষ্টাব্দে স্বৈরাচারী বিরোধী গণআন্দোলনে একাত্মতা প্রকাশ করে কবি কোন পত্রিকা থেকে পদত্যাগ করেন?
ক. দৈনিক ইত্তেফাক
খ. দৈনিক বাংলা
গ. দৈনিক আজাদ
ঘ. দৈনিক ইনকিলাব


 
১৭. একাধারে আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা র্পুসকার অর্জন করেন নিচের কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুর রাহমান

১৮. শামসুর রাহমান স্বাধীনতা পুরস্কার পান-
ক. ১৯৬৬ খ্রিষ্টাব্দে
খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে
গ ১৯৯১ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯২ খ্রিষ্টাব্দে

১৯. শামসুর রাহমান একুশে পদক পান-
ক. ১৯৬৬ খ্রিষ্টাব্দে
খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯১ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯২ খ্রিষ্টাব্দে

২০. কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
ক. অক্টোপাস
খ. এলো সে অবেলায়
গ. বন্দী শিবির থেকে
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়


 
২১. কোনটি শামসুর রাহমান রচিত উপন্যাস নয়?
ক. অদ্ভুত আঁধার এক
খ. অক্টোপাস
গ. বন্দী শিবির থেকে
ঘ. এলো সে অবেলায়

২২. কোন কবিকে তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়?
ক. সৈয়দ আলী আহসান
খ. আহসান হাবীব
গ. শামসুর রাহমান
ঘ. সৈয়দ শামসুল হক

২৩. কোনটি শামসুর রাহমানের মৃত্যু সন?
ক. ২০০৫ সালের ৭ই আগস্ট
খ. ২০০৭ সালের ২৭ই আগস্ট
গ. ২০০৬ সালের ১৭ই আগস্ট
ঘ. ২০০৯ সালের ৭ই আগস্ট

২৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কী?
ক. কৃষ্ণচূড়া ফুল
খ. একুশে ফেব্রুয়ারি
গ. একুশের কৃষ্ণচুড়া
ঘ. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ


 
২৫. ‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক. একুশে এপ্রিলের কথা
খ. একুশে আগস্টের কথা
গ. একুশে ফেব্রুয়ারির কথা
ঘ. একুশে জানুয়ারির কথা

২৬. কোন রং চোখে ভালো লাগে না?
ক. যে রং পাকা নয়
খ. যে রঙ গাঢ় নয়
গ. যে রং হালকা নয়
ঘ. যে রং সন্ত্রাস আনে

২৭. ‘এখন সে রঙে চেয়ে গেছে পথঘাট, সারাদেশ’’- এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
ক. কৃষ্ণচূড়ার রং
খ. সন্ত্রাসের রং
গ. ভালোবাসার রং
ঘ. বিপ্লবের রং

২৮. প্রাত্যহিকতায় আমাদের মনে সারাক্ষণ যে রং দোলা দেয় তা হলো-
ক. যে রং সন্ত্রাস আনে
খ. যে রং সুখ আনে
গ. যে রং শিল্পীমন তৈরি করে
ঘ. যে রং হতাশা আনে


 
২৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহু লোকএখন কোথায় আছে?
ক. মিছিলে
খ. রাজপথে
গ. আন্দোলনে
ঘ. ঘাতকের আস্তানায়

৩০. “রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা, আধমরা কেউ’’ -এর পরের চরণটি হলো-
ক. মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ
খ. কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া
গ. আবার সালাম নামে রাজপথে
ঘ. বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে

৩১. …… কেউ মরা, আধমরা কেউ কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে পেটে পড়া’’— চরণ দুটির সমর্থ হলো-
ক. আপামর জনতার ঐক্য
খ. মানুষের অসহায়তু
গ. আন্দোলন দমনের প্রচেষ্টা
ঘ. নাগরিক আন্দোলনের উদ্যোগ

৩২. “বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে’’- এই চরণটির আগের চরণ হলো-
ক. সালামের চোখ আজ আলোকিত ঢাকা
খ. আমি আর আমার মতোই বহু লোক
গ. আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ
ঘ. সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা

৩৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত উন্মথিত মেঘনার সাথে কার বুকের তুলনা করা হয়েছে?
ক. সালামের
খ. বরকতের
গ. রফিকের
ঘ. শফিকের

৩৪. কোনটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা থেকে নেওয়া উপমা?
ক. বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির
খ. আমি আর আমার মতোই বহু লোক
গ. দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা
ঘ. রাবিন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে

৩৫. বরকত গাঢ় উচ্চারণে কী বলে?
ক. জয় বাংলা
খ. বাংলাদেশ জিন্দাবাদ
গ. অবিনাশী বর্ণমালা
ঘ. বাংলাদেশ দীর্ঘজীবী হউক

৩৬. ‘‘এখনো- রক্তে দুঃখিনী — অংশুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে।’’ খালিঘরের উপযুক্ত শব্দ হলো-
ক. বীরের, মায়ের
খ. বীরের, বোনের
গ. সন্ত্রাসীর, মায়ের
ঘ. সন্ত্রাসীর, বোনের

৩৭. ‘‘ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে’’ -চরণটির পরের চরণ কোনটি?
ক. হৃদয়ের হবিৎ উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ
খ. দেখলাম রাজপথে, যে দেখলাম আমরা সবাই
গ. সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা
ঘ. আবার সালাম নামে রাজপথে

৩৮. ‘ফেব্রুয়ারী ১৯৬৯’ কবিতাটির শেষ চরণ কোনটি?
ক. এখানে এসেছি কেন? এখানে কী কাজ আমাদের?
খ. বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির
গ. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায়
ঘ. আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে

৩৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মোন কয়টি চরণ আছে?
ক. ৯৬টি
খ. ৪৫ টি
গ. ২৮টি
ঘ. ৩০ টি

৪০. সকাল সন্ধ্যায় বলতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবি কী বুঝিয়েছেন?
ক. সকাল- সন্ধ্যায়
খ. সকাল ও সন্ধ্যায়
গ. সারাক্ষণ
ঘ. সকাল বা সন্ধ্যায়

৪১. সর্বদলীয় ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয় কত তারিখে?
ক. ১৯৬৯ সালের ৫ জানুয়ারি
খ. ১৯৯৬৯ সালের ৬ জানুয়ারি
গ. ১৯৬৯ সালের ৭ জানুয়ারি
ঘ. ১৯৬৯ সালের ৮ জানুয়ারি

৪২. ‘গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কত তারিখে?
ক. ১৯৬৯ সালের ৫ জানুয়ারি
খ. ১৯৬৯ সালের ৭ জানুয়ারি
গ. ১৯৬৯ সালের ৮ জানুয়ারি
ঘ. ১৯৬৯ সালের ৯ জানুয়ারি

৪৩. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচী ঘোষণা করে?
ক. এগারো দফা
খ. ষোলো দফা
গ. একুশ দফা
ঘ. আঠারো দফা

৪৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন?
ক. ১৯৫২ সালে ভাষা আন্দোলন
খ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
গ. স্বদেশি আন্দোলন
ঘ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

৪৫. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কোন সরকারের বিরুদ্ধে শক্তি ছিল-
ক. স্বৈরাচারী আইয়ুব সরকার
খ. স্বৈরাচারী এরশাদ সরকার
গ. স্বৈরাচারী মুসলিমলীগ সরকার
ঘ. স্বৈরাচারী ইয়াহিয়া সরকার

৪৬. কবি শামসুর রাহমান ‘ফেব্রয়ারি ১৯৬৯’ কবিতায় কোন দুটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
গ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন

HSC: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার Important MCQ প্রশ্ন  ও উত্তর



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form