সমাজসেবা অধিদপ্তরের (DSS) লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাংক ও সমাধান ২০২১-২২ | Previous Questions Solution 2021-22


সমাজসেবা অধিদপ্তরের (DSS) লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাংক ও সমাধান ২০২১-২২ | Previous Questions Solution 2021-22




Post: Field Supervisor (Shthai Rajasow)


Full Solution:

বাংলা সমাধানঃ
১.  বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?- ফাদার ম্যানায়েল (পুরো নাম মানুএল দা আসসুম্পসাঁউ)

২. রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?- রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব

৩. Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ- অভিধানতত্ত্ব

৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- ষট্+ঋতু

৫. চক্ষুদান করা বাগধারার অর্থ কি- চুরি করা

৬. ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে- এক কথায় হবে- অবিমৃষ্যকারী

৭. কোন বানানটি শুদ্ধ- আবিষ্কার ( অত্যাধিক নয় হবে অত্যধিক, অদ্যপি নয় হবে অদ্যাপি, আদ্যাক্ষর নয় হবে আদ্যক্ষর)

৮. পদ্মের সমার্থক শব্দ- অরবিন্দ।

পদ্ম  এর আরো সমার্থক  শব্দাবলি: অব্জ, অম্বুজ, অম্ভোজ, অরবিন্দ, অসিতোৎপল, ইন্দিবর, ইন্দুকমল, উৎপল, কমল, কমলিনী, কহ্লার, কালকঞ্জ, কুবলয়, কুবলয়া,কুবেল, কুমুদ, কুমুদিনী,কুমুদী, কুশেশয়, কৈরব, কোকনদ, তামরস, নলিন, নলিনী, নীরজ, নীলকমল, নীলকুমুদ, নীলপদ্ম, নীলোৎপল, পঙ্কজ, পদ্ম, পুণ্ডরীক, পুষ্কর, বিসকুসুম, বিসজ, মৃণালী, রক্তকমল ইত্যাদি।

৯. তৎসম শব্দের উদাহরণ- মানব

১০. কোনটির লিঙ্গান্তর হয় না-কবিরাজ

 
১১. দর্শন মাত্র কোন সমাসের উদাহরণ- নিত্য সমাস

১২. Idiolect এর বাংলা উপভাষা

১৩.বিশ্বকাবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কে- বসন্ত

১৪. জিজ্ঞাসিব জনে জনে- “জনে জনে” কোন কারকে কোন বিভক্তি? – কর্মে ৭মী

১৫. অবিরাম যাত্রার চিত্র সংঘর্ষে/ একদিন সে পাহাড়ে উঠবেই। কবিতাংশটির কার রচনা

১৬. কোথায় থাকা হয়- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ-ভাববাচ্যের উদাহরণ

১৭. “ অভি” কোন ভাষার উপসর্গ-তৎসম

১৮. “কমলাকান্তের দপ্তর” বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা- প্রবন্ধ রচনা

১৯. “ কুসুম” শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানান সই- নিচয়

২০. “ যত্ন করলে রত্ন মিলিবে” এখানে “ করিলে” কোন ক্রিয়ার উদাহরণ- দ্বিকর্মক

 

ইংরেজি প্রশ্ন সমাধানঃ
২১. Synonym of the word Compatriot- Country-man

২২. Synonym of the word exhibit- display

২৩. Antonym of the word endure- Fade

২৪. Antonym of the word fecund- sterile

২৫. Birds eye view means- A rough Idea

২৬. If we had a boat, we ——-the river. -Would Cross

২৭. Paradise lost written by- John Milton

২৮. Which is correctly Spelt: Queue

২৯. Social environment in which people work or live- Milieu

৩০. One million of a second is called- microsecond

৩১. They arrived here after you……- had left

৩২. Drawings or writing on a wall etc in public place is called-Graffiti

৩৩. Adjective of the word Circle- circular

৩৪. His ——pleased all us. Maiden speech

৩৫. Which word is opposite docile- unruly

৩৬. My desk is a ——I should clean it. -Slob

৩৭. Which of the following is singular noun-physics


 
৩৮. A hard nut to crack idiom mean- A difficult problem

৩৯. Select correct spelling- Assassination

৪০. I am tired, I —(go) to bed now. -am going

 

অংক  সমাধানঃ
৪১. ১,২৭,১২৫,… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? – ২১৬

৪২. প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায় – ১২০

৪৩. কোন সংখ্যাটি সবচেয়ে বড়? -√ .1

৪৪. ৫,৯,১৩,১৭,.ধারাটিতে ১৬৬ কত তম পদ?- প্রশ্নে ভুল আছে। ১৬৬ এর স্থলে ১৬৫ হলে উত্তর ৪১ হবে।

৪৫. একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত? -৭৫

৪৬. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? – ২৫ 

৪৭.  কোনটি মুলদ সংখ্যা- √১৪৪

৪৮. চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো বা কমলো? -৪% কমবে

৪৯. ২:৩ এর ব্যস্তানুপাত-৩ঃ২

৫০. If a^3-b^3=513, a-b=3 then the value of ab?- 54

৫১. অংকে ভুল আছে ( 1/x এর জায়গায় y হবে)

৫২. a+1/a=2 হলে a^3 + 1/a^3 কত? -2

৫৩. x/3 – x/2 -1= 0 এর সমাধান কত? -6

৫৪. ২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার 3 বছরের মুনাফা কত বেশি হবে? -৩ টাকা

৫৫.  log3 243= কত?  5

সাধারণ জ্ঞান-
৫৬. বিমসটেক এর সদস্য- ৭

৫৭. “ বয়স্ক ভাতা” সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এর আওতাধীন- সামাজিক নিরাপত্তা বেষ্টনী 

৫৮. সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়- ২০ জানুয়ারি ১৯৭২

৫৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ-১৭ মার্চ ১৯২০

৬০. ইদলিব কোন দেশের শহর- সিরিয়ার

৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত- ১০ নম্বর

৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি- জনাব নুরুজ্জামান আহমেদ

৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা- মিশর

৬৪. সাঁতার কাটা সহজ কোথায়- সাগরে

৬৫. বিশ্ব সমাজকর্ম  দিবস কবে পালিত হয়- মার্চ মাসের ৩য় মঙ্গলবার

৬৬. বাংলাদেশে সমাজসেবা দিবস কবে পালিত হয়- ২ জানুয়ারি

৬৭. বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়- আকাশবীণা

৬৮. ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে- ১৪ টি

৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-০৪ সেপ্টেম্বর 

৭০. চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা


Post: Stenographer Cum Computer Operator

Full Solution:

বাংলা সমাধানঃ
১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি-  চর্যাপদ

২.  বচন ও লিঙ্গ কোন অংশের আলোচ্য বিষয়- রূপতত্ত্ব

৩. Pen Through the line- এর সঠিক অনুবাদ-  লাইনটি কেটে দাও

৪. এ দেহে প্রাণ নেই”  (দেহে)  কোন কারকে কোন বিভক্তি- অধিকরণ কারকে সপ্তমী

৫. “ শ্রবণ”  শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-  শ্র“ + অনট

৬. “  উড়নচণ্ডী”  বাগধারাটির অর্থ কি-অমিতব্যয়ী

৭. “  নিশিত”  শব্দের অর্থ কি- ধারাল

৮.  উপমান কর্মধারয় সমাসের উদাহরণ-মুখচন্দ্র

৯.  যে নারীর স্বামী ও পুত্র নেই-  অবীরা

১০. কোনটির লিঙ্গান্তর হয় না- কবিরাজ

১১. “ হরতাল”  কোন ভাষার শব্দ-  গুজরাটি

১২.  কোন বানানটি অশুদ্ধ- ফটোষ্ট্যাট

১৩. কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ- গরিয়সী

১৪.  বাবাকে বড় ভয় পাই- ( বাবাকে)  কোন কারকে কোন বিভক্তি- অপাদানে দ্বিতীয়া

১৫.  কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব’-

১৬. কোন পুরুষের অনজ্ঞা পাওয়া যায় না-উত্তম পুরুষের

১৭. “ জন্ম”  এর বিশেষণ রূপ কোনটি-  জাত

১৮. “  আয়না”  আবুল মনসুর আহমেদ এর কোন ধরনের রচনা-ব্যঙ্গরচনা

১৯.  অনেক গভীরে ডুব দিয়ে/  আমি আমার স্বদেশ কে দেখেছি’  কবিতাটি কার রচনা-

২০.  “Lexicography” এর বাংলা পারিভাষিক শব্দ কি- অভিধানতত্ত্ব

ইংরেজি প্রশ্ন সমাধানঃ
২১.  Synonym of the word endure- tolerate


 
২২. Synonym of the word fecund- Fertile

২৩. Antonym of the word grit- Dust

২৪. Antonym of the word hurt- cured

২৫. Social environment in which people work or live- Milieu

২৬. One million of a second is called- microsecond

২৭. Will you come—– me to the store.- to

২৮. If we had a boat, we ——-the river. -Would Cross

২৯. Adjective of the word Circle- circular

৩০. My friend is— African origin. – From

৩১. A —— in time saves nine. – stitch

৩২. Select correct spelling-Pneumonia

৩৩. A noun referring to things that our five senses can not detect is called- abstract noun

৩৪. The flower —- sweet. – smells

৩৫. The past form of the word tear- tore or teared (both correct)

৩৬. The noun form of the word do- deed

৩৭. 60 the anniversary of an important event is- diamond jubilee

৩৮. Which word is opposite docile- unruly

৩৯. My desk is a ——I should clean it. -Slob

৪০. I am tired, I —(go) to bed now. -am going

 

গণিতের সমাধানঃ
৪১.১,৩,৯,২৭,৮১,…… ধারাটির পরবর্তী সংখ্যা কত? ২৪৩

৪২. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-সূক্ষ্নকোণ

৪৩. কোন সংখ্যাটি সবচেয়ে বড়? -√ .1

৪৪. দুটি সংখ্যার গুনফল ১৩৬৭। ল সা গু ৮৬ হলে এদের গ সা গু কত? ১৬

৪৫. একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত? -৭৫

৪৬. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? – ২৫

৪৭. কোনটি মৌলিক সংখ্যা? – √25

৪৮. চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো বা কমলো? -৪% কমবে

৪৯. ২ঃ৩ এর ব্যস্তাঅনুপাত – ৩ঃ২

৫০. If a^3-b^3=513, a-b=3 then the value of ab?- 54

৫১. If x^2+y^2=8 and xy-7 the the value of (x+y)^2=? 22

৫২. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত-২৫

৫৩. x/3 – x/2 +1= 0 এর সমাধান কত? 6

৫৪. ১০০টাকায় ১৫টি কমলা কিনে ১০০টাকায় ১২টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? – ২৫% লাভ

৫৫. log3 81= কত? 4

 

সাধারণ জ্ঞান ও কম্পিউটারঃ 
৫৬. বিমসটেকভুক্তা দেশের সংখ্যা কয়টি-৭টি

৫৭. COMCOSA কি- ভারত যুক্তরাষ্ট্র চুক্তি

৫৮. বিশ্বের রাজধানী কোন শহর- নিউইয়ার্ক

৫৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ- ১৭ ই মার্চ

৬০. শব্দের তীব্রতা মাপার একক কি- ডেসিবল

৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত- ১০নং

৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি- জনাব নুরুজ্জামান আহমেদ

৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা- মিশর

৬৪. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী কে-জিম ম্যাটিস

৬৫. বিশ্ব সমাজকর্ম  দিবস কবে পালিত হয়- মার্চ মাসের ৩য় মঙ্গলবার

৬৬. বর্তমানে বিশ্বের সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি-ভেনেজুয়েলা

৬৭. কম্পিউটার পরিচালনার সফটওয়্যার কোনটি-MS Windows

৬৮. কম্পিউটারের প্রধান প্রসেসিং ইউনিট কোনটি-CPU

৬৯. কম্পিউটার নেটওয়ার্কের যোগাযোগ নিয়ন্ত্রণের নিয়মকে কি বলে-প্রটোকল

৭০. কম্পিউটারে ফাইল সেভ করার শর্টকাট কমান্ড কোনটি- CTRL+S



সমাজসেবা অধিদপ্তরের শিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান Department Of social science Teacher exam question and answer-2021 

পদের নামঃ শিক্ষক পরীক্ষার 
তারিখঃ 03-04-2021

1. এক কথায় প্রকাশ করুন: 
যা সাধারণের মধ্যে দেখা যায় না = অসাধারণ
যে ব্যক্তির দুই হাত সমান চলে- সব্যসাচী 
যার অন্য উপায় নেই- অনন্যোপায় 
যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী 
যা বলা হয় নি = অনুক্ত

2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন: 
গোবরে পদ্ম ফুল = অ-স্থানে মূল্যবান বস্তু (মেথর পুত্র প্রকৌশলী গোবরে পদ্মফুল ফুটেছে 
আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল) 
তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে) 
গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে) 
ঘোড়ারোগ= সাধ্যের অতিরিক্ত সাধ (ভাত জোটে না,বড়লোকের মেয়ে বিয়ে করতে চায় গরিবের ঘোড়ারোগ আর কি!)

3. সন্ধি বিচ্ছেদ করুন: 
বিদ্যালয়= বিদ্যা + আলয় 
গোষ্পদ=গো + পদ 
পুনরায় =পুনঃ+আয় 
শঙ্কা= শম+কা 
যাচ্ছেতাই= যা + ইচ্ছা + তাই

4. বানান শুদ্ধি করুন: 
বিধানাবলী = বিধানাবলী 
বুদ্ধীমতি=বুদ্ধিমতী 
মুলত=মূলত 
নিশব্দ=নিঃশব্দ 
কান্ডারি= কান্ডারী

5. ইংরেজিতে অনুবাদ করুন: 
ক) নাচতে না জানলে উঠান বাাঁকা= If you don’t know how to dance, the yard is crooked. 
খ) সে কি আসবে না= Will he not come? 
গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning 
ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village 
ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came

6. নিচের Phrases/Idioms গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন: 
a) At all= সম্পূর্ণরূপে
b) Get rid of=পরিত্রাণ পাওয়া 
c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা 
d) Blue blood=আভিজাত্য 
e) By hook or by crook= যে ভাবেই হোক

7. Fill in the gaps 
a) He called ___ a doctor. Ans:in 
b) She lives —the USA Ans:in 
c) He is —one eyed man Ans:a 
d) She is very good—-Mathematics Ans:in 
e) We should not deviate ____ the right path. From

8. Use Right Form of verbs in the following sentences: 
a) The man (come) home yesterday. Ans: came 
b) It is many years since I (come) to Dhaka. Ans: came 
c) I saw him (go) Ans: Going 
d) He will not go out if it (rain). Ans: Rains 
e) He (leave) last night. Ans: Left 

9. একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স ১.৫০ টাকায় ক্রয় করে, ২.০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? .৫০ টাকা 
10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2=66 
দেওয়া আছে, p-1/p = 8 
(p-1/p)² = (8)2 [ উভয় পাশে বর্গ করে] 
P2 – 2.p.1/p+ 1/p2 = 64 
p2-1/p2= 64 + 2 = 66 

11. উৎপাদকে বিশ্লেষণ কর: x2 + 7x + 12

12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: ক. সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি খ. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ গ. ০.২২ ০.০২ =? ০.০৪৪ ঘ. ১২০ ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত?=৬০ ডিগ্রি ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ

13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 
ক. বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কী? = গণভবন 
খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা 
গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান 
ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ 
ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত 
চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু 
ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন (সাম্প্রতিক) 
জ. WHO-এর পূর্ণরুপ কী? = World Health Organization. 
ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ করে ? = ১০ এপ্রিল 
ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন 
ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?= ১০ জানুয়ারি 
ঠ. শহীদ বুুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? ১৪ ডিসেম্বর 
ড. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫ সালে 
ঢ. ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন? তিতুমীর 
ণ. পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুইটির নাম লিখুন। মুন্সীগঞ্জ ও শরীয়তপুর

 

আপনি চাইলে জব সলুশন অনুশীলন করতে পারেন  [Job Solution]

Update General Knowledge:






সমাজসেবা অধিদপ্তর এর ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮। Department of Social Services (DSS) Field Supervisor Exam Question and Solution 2018.


পদের নামঃ ফিল্ড সুপারভাইজার পরীক্ষা অনুষ্ঠিতঃ ১৪/০৯/২০১৮ সমাধান দেখুন প্রশ্নের নিচের অংশে:

সমাজসেবা অধিদপ্তর এর ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান: 

বাংলা সমাধানঃ 
১. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?- ফাদার ম্যানায়েল (পুরো নাম মানুএল দা আসসুম্পসাঁউ) 
২. রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?- রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব 
৩. Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ- অভিধানতত্ত্ব 
৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- ষট্+ঋতু 
৫. চক্ষুদান করা বাগধারার অর্থ কি- চুরি করা 
৬. ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে- এক কথায় হবে- অবিমৃষ্যকারী 
৭. কোন বানানটি শুদ্ধ- আবিষ্কার ( অত্যাধিক নয় হবে অত্যধিক, অদ্যপি নয় হবে অদ্যাপি, আদ্যাক্ষর নয় হবে আদ্যক্ষর) 
৮. পদ্মের সমার্থক শব্দ- অরবিন্দ।
 ৯. তৎসম শব্দের উদাহরণ- মানব 
১০. কোনটির লিঙ্গান্তর হয় না-কবিরাজ 
১১. দর্শন মাত্র কোন সমাসের উদাহরণ- নিত্য সমাস 
১২.Idiolect এর বাংলা উপভাষা- ব্যক্তিভাষা 
১৩.বিশ্বকাবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কে- বসন্ত 
১৪. জিজ্ঞাসিব জনে জনে- “জনে জনে” কোন কারকে কোন বিভক্তি? – কর্মে ৭মী 
১৫. অবিরাম যাত্রার চিত্র সংঘর্ষে/ একদিন সে পাহাড়ে উঠবেই। কবিতাংশটির কার রচনা-সিকান্দার আবু জাফর 
১৬. কোথায় থাকা হয়- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ-ভাববাচ্যের উদাহরণ 
১৭. “ অভি” কোন ভাষার উপসর্গ-তৎসম 
১৮. “কমলাকান্তের দপ্তর” বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা- রাম্যরচনা 
১৯. “ কুসুম” শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানান সই- নিচয় 
২০. “ যত্ন করলে রত্ন মিলিবে” এখানে “ করিলে” কোন ক্রিয়ার উদাহরণ- দ্বিকর্মক

ইংরেজি প্রশ্ন সমাধানঃ 
২১. Synonym of the word Compatriot- Country-man 
২২. Synonym of the word exhibit- display 
২৩. Antonym of the word endure- Fade 
২৪. Antonym of the word fecund- sterile 
২৫. Birds eye view means- A rough Idea 
২৬. If we had a boat, we ——-the river. -Would Cross 
২৭. Paradise lost written by- John Milton 
২৮. Which is correctly Spelt: Queue 
২৯. Social environment in which people work or live- Milieu 
৩০. One million of a second is called- microsecond 
৩১. They arrived here after you……- had left 
৩২. Drawings or writing on a wall etc in public place is called-Graffiti 
৩৩. Adjective of the word Circle- circular 
৩৪. His ——pleased all us. Maiden speech 
৩৫. Which word is opposite docile- unruly 
৩৬. My desk is a ——I should clean it. -Slob 
৩৭. Which of the following is singular noun-physics 
৩৮. A hard nut to crack idiom mean- A difficult problem 
৩৯. Select correct spelling- Assassination 
৪০. I am tired, I —(go) to bed now. -am going

অংক সমাধানঃ 
৪১. ১,২৭,১২৫,… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? – ২১৬ 
৪২. প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায় – ১২০ 
৪৩. কোন সংখ্যাটি সবচেয়ে বড়? -√ .1 
৪৪. ৫,৯,১৩,১৭,.ধারাটিতে ১৬৬ কত তম পদ? ভুল আছে 
৪৫. একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত? -৭৫ 
৪৬. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? – ২৫ 
৪৭. কোনটি মৌলিক সংখ্যা? – √১৪৪ 
৪৮. চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো বা কমলো? -৪% কমবে 
৪৯. ২ঃ৩ এর ব্যস্তাঅনুপাত – ৩ঃ২ 
৫০. If a^3-b^3=513, a-b=3 then the value of ab?- 54 
৫১. অংকে ভুল আছে ( 1/x এর জায়গায় y হবে) 
৫২. a+1/a=2 হলে a^3 + 1/a^3 কত? -2 
৫৩. x/3 – x/2 -1= 0 এর সমাধান কত? -6 
৫৪. ২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার 3 বছরের মুনাফা কত বেশি হবে? -৩ টাকা 
৫৫. log3 243= কত? 5

সাধারণ জ্ঞান: 
৫৬.বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি-৭টি 
৫৭. “ বয়স্ক ভাতা” সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এর আওতাধীন- 
৫৮. সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়- 
৫৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ-১৭ মার্চ ১৯২০ 
৬০. ইদলিব কোন দেশের শহর- সিরিয়ার 
৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত- ১০ নম্বর 
৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি- জনাব নুরুজ্জামান আহমেদ 
৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা- মিশর 
৬৪. সাঁতার কাটা সহজ কোথায়- সাগরে 
৬৫. বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়- 
৬৬. বাংলাদেশের কোন তারিখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়-২ জানুয়ারি 
৬৭.বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়- আকাশবীণার ৬৮. ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে- ১০টি 
৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-০৪ সেপ্টেম্বর 
৭০. চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form