Download Important GMAT Math (PDF) | GMAT Math pdf free download


Download Important GMAT Math (PDF)


GMAT math pdf
GMAT math review pdf
GMAT math questions
GMAT math topics
GMAT math worksheets
GMAT math guide



GMAT MATH: Download


প্রিলি প্রস্তুতি, জিজ্ঞাসা, নির্দেশনা ও বই সাজেশনঃ

০১. আবেদনের যোগ্যতা ও ব্যাকগ্রাউন্ড?
-ন্যূনতম গ্রাজুয়েশন যেকোন বিষয়ে। শিক্ষা জীবনে যেকোন দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোন অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 
বয়সঃ সাধারণত সর্বোচ্চ ৩০ বছর। কিছু ক্ষেত্রে ৩২ বছর। 
০২. সাবজেক্ট ও শিক্ষা প্রতিষ্ঠান?
-আপনার বিষয় ও বিশ্ববিদ্যালয় কোন বাঁধা নয়। আবেদন করার মত যোগ্যতা থাকলে ও ভালোভাবে পরীক্ষা দিলে আপনিও টিকে যেতে পারেন।
০৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়/ জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রি কোন সমস্যা? 
- না। আগেই বলেছি। বর্তমানে প্রাইভেট বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক সংখ্যক ছাত্র ছাত্রী সরাসরি এডিতে চান্স পাচ্ছে।  
০৪. কখন থেকে ও কতদিন ধরে প্রিপারেশন নিতে হবে? 
- এটি আসলে নির্ভর করে আপনার ইংরেজি ও ম্যাথে কতটা দক্ষতা আছে তার উপর। আপনি ইংরেজি ও ম্যাথে খুব ভালো হলে ছয় মাসের প্রিপারেশনই যথেষ্ট। আর ইংরেজি ও ম্যাথে দুর্বল হলে প্রায় দুই বছরের জন্য প্ল্যান করুন। সেক্ষেত্রে,  অনার্স সেকেন্ড ইয়ার শেষ হলেই প্রিপারেশন শুরু করে দিন।
০০৫. মেন্টর/ কোচিং এর প্রয়োজন কতটা?
- কোচিং করাটা বাধ্যতামূলক না, কোচিং আপনাকে একটি গাইডলাইন দিবে, পড়তে হবে আপনার নিজেকেই। তবে একজন মেন্টর রাখতে পারলে ভালো। এতে করে প্রিপারেশন নেয়াটা অনেক সহজ হয়ে যাবে।
০০৬. প্রতিদিন কত ঘন্টা পড়তে হবে?
- প্রথম ছয় মাস প্রতিদিন ৫/৬ ঘন্টা করে সময় দিন। ছয় মাস পর হতে প্রতিদিন দুই ঘন্টা করে সময় দিলেই হবে।
০০৭. কতটুকু সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে? 
- আমি বলব অন্তত ছয় মাসের জন্য ডেসপারেট হয়ে যান। জবটা পেলে একমাত্র আপনিই পাবেন এরকম মনোভাব রাখুন। যদি সম্ভব হয় ছয় মাসের জন্য পারিবারিক ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নিন। দরকার হলে অন্য শহরে বসবাস করুন। মনে রাখবেন,  আপনি না থাকলেও তাদের কাজ চলবে। বরং, ভবিষ্যতে যেন ভালোভাবে তাদের দেখাশোনা করতে পারেন তার জন্য অন্তত ছয় মাস অসামাজিক থাকুন।
০০৮. শারীরিক ও মানসিক পরিবর্তনঃ
আপনি যদি  মানসিকভাবে অনেক অসন্তুষ্ট,  খিটখিটে বা বদমেজাজি হয়ে থাকেন, তবে নিজেকে পরিবর্তন করে নিন। নিজেকে শারীরিক ও মানসিকভাবে ফিট, শান্ত ও স্থির রাখুন।  আর নেগেটিভ মানুষ হতে দূরে থাকুন। এছাড়া, অতিরিক্ত আত্মবিশ্বাস বা খুব কম আত্মবিশ্বাস  হতে বিরত থাকুন। 
# বই সাজেশন (MCQ): 
০০১.Math 
a) Class 8-9 Board Math Books
b) Khairul's Basic Math
c) Agarwal / Khairul's Advanced Math
বইগুলো ধারাবাহিকভাবে স্টাডি করবেন। ম্যাথে খুব বেশি দুর্বল হলে কারো কাছে প্রাইভেট পড়বেন বা কোচিং করতে পারেন। 
০০২. English
For Grammar:
1. Cliff's TOEFL / GMAT Big Book
2. Master English
For Vocabulary/Analogy: 
a)Word Smart/Saifur's Vocabulary
b) Any Good Analogy Book(Not Mendatory)
প্রতিদিন ২/৩ পৃষ্ঠা করে পড়তে পারেন।
০০৩. বাংলাঃ
১. ৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই 
২. অগ্রদূত
৩. সৌমিত্র শেখর বাংলা ভাষা ও সাহিত্য
৪. বিগত ০৫ বছরের প্রশ্ন সমাধান
০০৪. সাধারন জ্ঞানঃ
a) Current Affairs 
b) A Renowned Daily Newspaper (Sports/Commerce/World News Pages)
c) অসমাপ্ত আত্নজীবনী-শেখ মুজিবুর রহমান
০০৫. আইসিটি
1. Current Affairs(ICT Part)
2. Recent Publication Question Bank 
3. Examveda website 
০০৬. Analytical/Mental Ability
a) George Mental Ability
b) Saifurs Analytical Ability
*** মনে রাখা জরুরি, সহকারী পরিচালক(জেনারেল) এর জন্য প্রায় ২ লক্ষ পরিক্ষার্থী আবেদন করে থাকে। আর ফাইনালি নেয়া হয় ১৫০-২০০ জন। তাই,  আপনার প্রিপারেশনে যেন কোন ঘাটতি না থাকে। 
এডি জব সার্কুলার হলে এমসিকিউ প্রিপারেশন ও সাজেশন নিয়ে পোস্ট দিবো আশা রাখি। ততদিন পর্যন্ত  সবাই ভালো ও সুস্থ থাকুন। 













Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form