বিভিন্ন পদে মৎস্য অধিদপ্তরের (DOF) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১


বিভিন্ন পদে মৎস্য অধিদপ্তরের (DOF) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১





পরীক্ষা আগামী ১৭ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


আপনি চাইলে জব সলুশন অনুশীলন করতে পারেন  [Job Solution]

Update General Knowledge:

যারা মৎস অধিদপ্তরে কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেবেন তারা প্রশ্ন গুলো দেখে নিন প্রশ্নের প্যাটার্ন।

যারা মৎস অধিদপ্তরে কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেবেন তারা প্রশ্ন গুলো দেখে নিন প্রশ্নের প্যাটার্ন।






সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২১ - Recent GK


ব্যালন ডি'অর (গো‌ল্ডেন বল) - ২০২১ বিজয়ী= লিও‌নেল মে‌সি

১| ২০২১ সা‌লে ৭ম বা‌রের ম‌তো এ পুরস্কার লাভ ক‌রেন।

২| ১ম ব্যালন ডি'অর লাভ ক‌রেন: ২০০৯ সা‌লে।

৩| তি‌নি টানা ৪ বার (২০০৯ থে‌কে ২০১২) এবং স‌র্বোচ্চ ৭ বার ব্যালন ডি'অর বিজয়ী একমাত্র ফুটবলার।

একনজ‌রে ব্যালন ডি'অর:

১| ব্যালন ডি'অর ফরা‌সি শব্দ, যার অর্থ: গো‌ল্ডেন বল।

২| ইউ‌রো‌পের বিখ্যাত খেলাধুলা বিষয়ক ম্যাগা‌জিন "‌ফেঞ্চ ফুটবল" ১৯৫৬ সাল থে‌কে এ পুরস্কার দি‌য়ে আস‌ছে।

৩| ফিফা ব্যালন ডি'অর না‌মে ২০১০ সাল থে‌কে ২০১৫ সাল পর্যন্ত টানা ৬ বছর "‌ফেঞ্চ ফুটবল ও ফিফা" যৌথভা‌বে ব্যালন ডি'অর পুরস্কা‌র ‌ঘোষণা করে। 

৪| ২০১৬ সাল থে‌কে পুনরায় "‌ফেঞ্চ ফুটবল" এককভা‌বে ব্যালন ডি'অর পুরস্কার প্রদান কর‌ছে।

৫| ২০১৬ সাল থে‌কে ফিফা নিজস্বভা‌বে "The Best FIFA Men's Player" না‌মে পুরস্কার চালু ক‌রে।

৬| The Best FIFA Men's Player-2021 বিজয়ী লিও‌নেল মে‌সি।

""২০২১ সা‌লে Ballon d'Or ও  The Best FIFA Men's Player বিজয়ী লিও‌নেল মে‌সি।""


সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ T20 বিশ্বকাপ 2021 ইতিবৃত্ত : T20 World Cup 2021


আসর : সপ্তম।

অংশগ্রহণকারী দল - ১৬ টি।

আয়োজক : সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 

চ্যাম্পিয়ন দল - অস্ট্রেলিয়া। 

★অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।

রানার্সআপ দল - নিউজিল্যান্ড।

জয়লাভ : ৮ উইকেটে। 

ম্যান অব দ্যা ম্যাচ- মিশেল মার্স।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট - ডেভিড ওয়ার্নার।

সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান : Babar Azam (303)

সর্বোচ্চ উইকেট শিকারী বলার: Wanindu Hasaranga (16)

N.B.- পরবর্তী টি - ২০ বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে।


সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২১ - ডিসেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১



# ১৬ ডিসেম্বর ২০২১ কততম বিজয় দিবস?
- ৫১তম বিজয় দিবস।

# দক্ষিণ ফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'।

# বর্তমানে 'সবচেয়ে নির্ভুল' (৭৩%) মিথ্যা শনাক্তের যন্ত্র আবিষ্কার করেছে ইসরায়েল

# ইসরায়েলের সাথে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি করেছে জর্ডান (২২ নভেম্বর)।

# সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।

# ইন্টারপোলের প্রেসিডেন্ট হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আহমেদ নাসের আল রাইসি।

# বাংলাদেশি বিজ্ঞানীর নতুন উদ্ভাবন, একগাছে ৫ বার ধান। 
নাম : পঞ্চব্রীহি 
উদ্ভাবন করেছেন : ড. আবেদ চৌধুরী

# বিশ্বের সর্বোচ্চ গতির (৬২৩ কিমি/ঘণ্টা) বৈদ্যুতিক বিমান 'Spirit of Innovation'

# 'Global Youth Leadership Award - 2021' পেয়েছেন বাংলাদেশী তরুণ মাহমুদুল হাসান।

# '৩০ জুন, ২০২২ এর মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মাসেতু'
- মন্ত্রীপরিষদ সচিব

# মোবাইল ইন্টারনেটের গতিতে ১৪১ টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪ তম।
সূত্র - ওকলা

# প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন নাসার নভোচারী জেসিকা ওয়াটকিন্স।

# বিশ্বে ১ম স্বয়ংক্রিয় বৈদ্যুতিক জাহাজ 'ইয়ারা বার্কল্যান্ড' উন্মোচন করেছে নরওয়ে

# ৮৫ মিনিটের জন্য (১৯ নভেম্বর; যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০:১০-১১:৩৫) প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস।

# বিশ্বের সর্ববৃহৎ ভাসমান শিল্প কমপ্লেক্স "অক্সাগন" তৈরি করেছে সৌদি আরব।

# ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে (১৭ নভেম্বর)।

# ১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।

# যুক্তরাষ্ট্রকে টপকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র চীন।
সূত্র : ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি

** ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত।
**২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানে ফিরবে বৈশ্বিক আসর 
**২০২৪-৩১ বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি

# বিশ্বে ১ম অলাভজনক শহর 'Prince Mohammad Bin Salman Non-Profit City' বানাচ্ছে সৌদি আরব।

# বাংলা কথাসাহিত্যের বাঁক বদলের রূপকার হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেছেন (১৫ নভেম্বর)।

# 'Environmental Photographer of the Year - 2021' হয়েছেন বাংলাদেশী আশরাফুল ইসলাম শিমুল।

# বিশ্বে প্রথম শ্বাস নেয়ার মাধ্যমে গ্রহণযোগ্য করোনা ভ্যাক্সিন উদ্ভাবন করেছে চীন

# ‘WITSA Eminent Persons Award - 2021’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#  ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হবে বাংলাদেশে। ফাইভ-জি চালু করতে যাওয়া মোবাইল অপারেটর হলো টেলিটক।

# ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

# 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।

# ১।COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য  চলচ্চিত্র - "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়।
পরিচালক - রেজওয়ান শাহরিয়ার

# ২। বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর - ২০১৫-১৬

# ৩। গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ 
= চীন 

# ৪। মাথাপিছু কার্বন নি:সরণে শীর্ষ দেশ 
= যুক্তরাষ্ট্র

# ১ম ''ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতির জন্য আন্তর্জাতিক পুরস্কার'' পেয়েছে MOTIV Creations Limited (Uganda)।

# ইউনেস্কোর এসডিজি-৪, এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

# ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।

# ২০২৫ সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা (UAM) চালু করবে দক্ষিণ কোরিয়া।

# ২০৩০ সালের মধ্যে বন ধ্বংস বন্ধে কার্বন নিঃসরণ কমাতে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশসহ ১৩৪ টি দেশ (৭ নভেম্বর)।

# ভারতের 'পদ্মভূষণ' ও 'পদ্মশ্রী' পুরস্কার পেয়েছেন দুই বাংলাদেশী যথাক্রমে সৈয়দ মোয়াজ্জেম আলী ও ড. এনামুল হক।

# বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির' বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)।
নাম - 'এমোরিভির ২০০'

# প্রথম চীনা নারী নভোচারী হিসেবে মহাকাশে হেঁটেছেন ওয়াং ইয়াপিং (৭ নভেম্বর)।

# বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে 'Fintech Ecosystem Development Corporation'

# রাজধানীর কামরাঙ্গীরচরে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল (CBD) তৈরি হবে।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান - সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১

পদ্মা সেতু:- জেনে রাখা ভাল
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।



পরীক্ষার পরে আমাদের সাইটে প্রশ্ন সমাধান দেয়া হবে 


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form