Civics 1st Paper: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্ন সমাধান ২০২১ -(All Boards)
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Dhaka Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Sylhet Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Dinajpur Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Barisal Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Mymensingh Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Rajshahi Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Cumilla Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Chittagong Board
HSC Civics 1st Paper MCQ Answer 2021 Jessore Board
➡️ পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
🎇 প্রথম অধ্যায়:
♦️ পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ ১০০%
🎇 তৃতীয় অধ্যায়: এই অধ্যায় টা বেশি গুরুত্বপূর্ণ।
এখান থেকে ৩+ সৃজনশীল আসবে।
♦️ সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব
♦️আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক
♦️ সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব
🎇 সপ্তম অধ্যায়: এখান থেকেও ৩+ সৃজনশীল থাকবে।
♦️সরকারের অঙ্গ সমূহ ১০০%
♦️বিভিন্ন ধরনের রাষ্ট্র কাঠামো ১০০%
♦️বিচার বিভাগের স্বাধীনতা
🎇 দশম অধ্যায়:
♦️জাতি ও জাতীয়তার পার্থক্য ১০০%
♦️দেশপ্রেম ও জাতীয়তা
বিঃদ্রঃ ৩য় ও সপ্তম অধ্যায় পড়লে সৃজনশীল ও এমসিকিউ
কভার হবে
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
১ম অধ্যায় (অনুধাবন)
১. জেন্ডার স্টাডিজ বলতে কী বুঝ?
২. পৌরনীতি বলতে কি বুঝ?
৩.স্বচ্ছতা বলতে কি বুঝ?
৪.পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
৫.স্বচ্ছতা কীসের পূর্বশর্ত?ব্যাখা দাও।
৬.জবাবদিহিতা বলতে কি বুঝ?
৭.সুশাসন কিভাবে আইনের শাসন নিশ্চিত করে?
৮.সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরুপণ কর।
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (১ম অধ্যায়)
১। Civics শব্দের অর্থ কি?
= পৌরনীতি
২। Civics শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে?
= Civis, Civitas
৩।Civis& Civitas শব্দের অর্থ কি?
= নাগরিক & নগররাষ্ট্র
৪। পৌরনীতি কি?
= যে শাস্ত্র নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে তাই পৌরনীতি।
৫। পুর শব্দের অর্থ কি?
= নগর
৬। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়?
= সংস্কৃত ভাষায়
৭। নগর রাষ্ট্র কি?
= প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগর রাষ্ট্র।
৮। পৌরনীতি ও সুশাসন কি ধরনের বিজ্ঞান?
= নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।
৯।" মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব" উক্তিটি কার?
= বিখ্যাত দার্শনিক এরিস্টটলের।
১০।পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট -এর সংজ্ঞাটি লিখ।
= ই.এম.হোয়াইট এর সংজ্ঞা -নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।
১১।পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউড-এর সংজ্ঞাটি কি?
= এফ আই গ্লাউড এর সংজ্ঞাটি হলো-
যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস,কার্যাবলি ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি।।
১২। প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে ওঠেছিল?
= গ্রিসে
১৩। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি?
= নগর রাষ্ট্র।
১৪। মানব সভ্যতার আদি সংগঠন কোনটি?
= পরিবার
১৫।" ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন" উক্তিটি কার?
= অধ্যাপক জন সিলির
১৬। Polites ও Polis শব্দের অর্থ কি?
= নাগরিক ও নগর রাষ্ট্র।
১৭। Polites & Polis কোন ভাষার শব্দ?
= গ্রিক
১৮। Civis & Civitas কোন ভাষার শব্দ?
= ল্যাটিন ভাষার শব্দ
১৯। "আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস " উক্তিটি কিসের ইঙ্গিত দেয়?
= গভীর সম্পর্ক
২০। কোন স্থানীয় সংস্থার তুমি প্রাথমিক সদস্য?
= ইউনিয়ন পরিষদের
## ১০ মিনিট স্কুলের আপনার প্রিয় কোর্সসমূহ খুঁজে নিন সহজে এবং ভর্তি হয়ে যান --