বাংলাদেশ গ্যাস ফিল্ডের সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান ২০২১ - Bangladesh Gas Field Exam Question Solution 2021


বাংলাদেশ গ্যাস ফিল্ডের সহকারী পরিচালক পদের  প্রশ্ন সমাধান ২০২১ - Bangladesh Gas Field Exam Question Solution 2021













বাংলাদেশ গ্যাস ফিল্ডের সহকারী পরিচালক পদের  প্রশ্ন সমাধান ২০২১ - Bangladesh Gas Field Exam Question Solution 2021






১.জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
২.জ্বালানি প্রতিমন্ত্রীর নাম
৩. জাতীয় পেট্রোলিয়াম আইন কত সালে
৪. ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির পূর্বনাম
৫. জয়পুরহাটের জামালপুর কোন খনিজ পাওয়া যায়
৬. গ্রেট ওশান রোড কোথায় অবস্থিত
৭.আইএইএ কোথায় অবস্থিত
৮.বঙ্গবন্ধু শিল্প নগর কোথায় অবস্থিত
৯.এলডিসি থেকে উত্তরনে মাথাপিছু আয সর্বনিম্ন কত
১০.বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র
11. করোনার লাষ্ট ভ‍্যারিয়েন্ট
12.. নিরাবধি সন্ধি বিচ্ছেদ
13গাজী মিয়ার বস্তানী কোন ধরনের রচনা
14কাঁদো নদী কাঁদো কার লেখা
15.16.17.18English:
Correct spelling: Flamboyance, inappropriate, missile, endorsement
19.দত্তকুলোদ্ভব কবি কে?
20ইন্দ্রিয় কে জয় করেন যিনি
21কোনটি সভাবত ষ- ভাষা, ষড়ঋতু,
22করোনার নতুন সংস্করণ
23সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
24কোনটি মেটাল না?
25সান রাইজিং ডে কোনটি?



For the beginner🏃

চাকুরীর প্রস্তুতিকালীন সময়টা দুইটা ভাগে বিভক্ত করুন। 

১. প্রারম্ভিক পর্যায়ঃ এই পর্যায়ে ভুলেও কোনো সফল ব্যক্তির পরামর্শ নিবেন না। কারণ‚ সফল ব্যক্তিরা তখন সফলতার গল্প রচনায় ব্যস্ত। উনাদের স্বীয় কাজে মনোযোগী হতে দিন। এখানে সম্ভব হলে যার নিকটবর্তী হতে পারেন তিনি হলেন  "দীর্ঘদিন চাকুরীর বাজারের ব্যর্থ হয়ে আসা একজন পরিশ্রমী এবং স্বপ্নবাজ বেকার।" যিনি জীবনটাকে প্রস্তুত করার ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ। এই পর্যায়ে এড়িয়ে চলুন "ক্লাস সিক্স-টেনের ম্যাথ বই এবং নাইন-টেন বা উচ্চ মাধ্যমিকের বাংলা ব্যাকরণ। (বোর্ড বই)" কারণ‚ এইগুলো আপনাকে উদ্দীপ্ত করবেনা; বরং পড়াশোনায় একঘেয়েমি ভাব এনে আপনাকে কিক আউট করে দিবে। এই পর্যায়টা শুধুই পড়ার‚ শর্ট কাট চাকুরী পাওয়ার কৌশল অবলম্বন নয়তাই এখানে প্রথমেই "বিগত কয়েক বছরের প্রশ্নব্যাংক সম্বলিত একটা জব সলিউশন বই কিনুন।" ১০-৪১ পর্যন্ত বিসিএস প্রিলির প্রশ্নব্যাংক সাথে রাখুন। তারপর, সম্ভব হলে এক সেটা বিসিএস প্রিলি গাইড কিনুন। ব্যাংকে ক্যারিয়ার গড়তে চাইলে "ব্যাংক জব সলিউশন বই কিনুন।" 


এইবার শুরু করুন পড়াশোনা‚ যেটা মোটেও আপনার পান্ডিত্য অর্জনের নয়। একেবারে শিশুর মতো পড়াশোনা শেখার চেষ্টা। এখানে আপনি কিছুই পারেন না এটাতে বিশ্বাসী হোন। পড়লেও মনে থাকেনা সেটা চিন্তার বাইরে রাখুন। আপনার একমাত্র কাজ পড়াশোনা করা। পারা বা না পারার তুলনা নয়। আর ভুলেও "আরেকজন এতো পারে আমি পারিনা কেনো" এই প্রশ্নে যাবেন না। বরং নিজেকে ছাড়িয়ে যেতে চাইলে "পড়ুন আর পড়ুন।" চাকুরীর পরীক্ষাতে টিকার প্রতিযোগিতা এখানে শূন্যে রাখুন। এই সময়টা নিন "৪-৬ মাস পর্যন্ত।" যেখানে দরূণ আপনি কিছুই শিখছেন না, কেবল পড়াশোনা করে যাচ্ছেন। এখানে বিসিএসের প্রিলি-টিকা‚ব্যাংক বা অন্যান্য চাকুরীর পরীক্ষা টিকাকে গুরুত্ব দিবেন না। কারণ‚ এখানে টিকে যাওয়ার প্রেরণা বা টিকে যাওয়া আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অভিশাপ। যেটা আমার ব্যক্তিজীবনে ঘটেছে। প্রস্তুতি শুরুর মাসখানেকের মধ্যে "সিনিয়র অফিসার" প্রিলি (২০১৮ সালে) টিকে যাওয়ার ফলে আত্মবিশ্বাস আমাকে এইতো আর কিছুদিন পরই চাকুরী নিশ্চিত এই ভাবনায় নিয়ে যায়। ফলশ্রুতিতে বেকারত্ব ঘুচাতে সময় লাগে "২০২১ সাল পর্যন্ত। তখনও পূর্ণাঙ্গ বা চাকুরীর বাজারের জন্য ৭০-৮০% প্রস্তুত সেটায় পৌছানো সম্ভব হয়নি। 

২. চূড়ান্ত পর্যায়ঃ এই পর্যায়ে সফল হয়েছে এমন ব্যক্তির দারস্থ হোন। কারণ‚ তিনি জানেন কিভাবে একটা এলোমেলো  প্রস্তুতি থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে পৌঁছে জবটা নিজের করে নিতে হয়। এখানে জাস্ট পরামর্শ নিন। আর পড়াশোনাটাকে নিয়ে আসুন রিভিশনের পর্যায়ে। স্বপ্নের তারতম্যের কারণে এখানে সময় মাস থেকে বছরও পেরিয়ে যেতে পারে। কারণ‚কেউ ২০ তম গ্রেডের জবেও হাসিমুখে বাঁচতে পারেন। কারও প্রয়োজন ৯ম গ্রেডের চাকুরী।(তবে আপনার সন্তুষ্টি অর্জিত হবেনা বা স্বপ্নপূরণ হচ্ছেনা এমন চাকুরী যতোই আকর্ষণীয় হোক‚ দ্বিতীয়বার ভাবুন। আপনাকে চাকুরীজীবী হওয়ার খুশি থেকে স্বপ্নপূরণ না হওয়ার যন্ত্রণা বেশি তাড়া করবে নাতো! মূলত‚ আমি এখানে চাকুরি করে আপনার পড়ার স্পৃহা হারানোকেই বুঝাচ্ছি! যেটা আমাকে চাকুরীজীবনের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই একটা ব্যাংকের চাকুরী ছাড়তে বাধ্য করেছে) তবে এখানে এতো পরিমাণে রিভিশন নির্ভর হোন যেনো বিগত ছয়মাস যা পড়েছেন‚ অন্তত তার ৭০-৮০% আপনার দখলে চলে আসে। এই দখলদারিত্ব যার যতো বেশি‚ জব মার্কেটে তার জন্য ততো উপরের গ্রেডের চাকুরী অপেক্ষা করে। এই পর্যায়ে যদি আপনি বারেবার ব্যর্থও হতে থাকেন, তবুও হতাশ বা মন ভাঙ্গার সুযোগ নাই। কারণ. দিনশেষে যারা লেগে থাকে তারাই সফল। এই পর্যায়ে স্বপ্নের ভিন্নতা ভেদে "বিসিএসের এক সেট রিটেন বই, ব্যাংক রিটেন‚ নন-ক্যাডার রিটেন গাইড" ইত্যাদি পড়তে পারেন। এবং এই পর্যায়ে এসে যদি আপনি প্রয়োজন মনে করেন তবে "বাংলা ব্যাকরণ (বোর্ড বই)‚ ক্লাস এইট টু টেনের ম্যাথ বইয়ের নির্দিষ্ট চ্যাপ্টার অনুশীলন করতে পারেন।"

সর্বোপরি, সৃষ্টিকর্তা আপনার জন্য যাহা উত্তম ভেবেছেন সেখানেই আপনি পৌছাবেন; জোরপূর্বক আপনার পক্ষে কিছুই সম্ভব নয় সেটা বিশ্বাস করুন। 
.#নিয়মিত প্রার্থনা করুন। মুসলমান হলে "নামাজ পড়ুন‚ কোরআন তেলওয়াত করুন।" হিন্দু হলে "গীতা পড়ুন‚ মন্দিরে যান।" ভিন্নধর্মী হলে "আপনার উপর আরোপিত আমল করুন।" কারণ‚ এইগুলো আপনাকে হতাশা মুক্ত রাখবে। যা বেকারত্বকালীন অমসৃণ যাত্রাপথে সবচেয়ে উপকারী। 

আল্লাহ সকলের কল্যাণ করুন। আমিন❤️
Success has no shortcut. So‚ plan wisely & executive excellently. But success has the power to accelerate your admissibility.



পরীক্ষার পরে আমাদের সাইটে প্রশ্ন সমাধান দেয়া হবে


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form