এসএসসি ব্যবসায় উদ্যোগ নৈর্ব্যক্তিক প্রশ্ন সমাধান ২০২১ - SSC Business Entrepreneurship MCQ Question Solution 2021 (All Boards)


 এসএসসি ব্যবসায় উদ্যোগ নৈর্ব্যক্তিক প্রশ্ন সমাধান ২০২১ - SSC Business Entrepreneurship MCQ Question Solution 2021 (All Boards)



SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Sylhet Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Barisal Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Barisal Board





SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Mymensingh Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Rajshahi Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Cumilla Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Cumilla Board





SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Chittagong Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Jessore Board

SSC Business Entrepreneurship MCQ Answer 2021 Dhaka Board


পরীক্ষার পরে আমাদের সাইটে প্রশ্ন সমাধান দেয়া হবে 

⭕সাম্প্রতিক জিকেঃ
১. চীন ১৬ সেপ্টেম্বর ২০২১ কোন সংগঠনে যোগ দিতে আবেদন করে?
উঃ CPTPP

২.সম্প্রতি তাইওয়ান ২২ সেপ্টেম্বর ২০২১ কোন সংগঠনে যোগ দিতে আবেদন করে?
উঃ CPTPP

৩.কত তারিখে যুক্তরাজ্য কে CPTPP তে যোগদানের অনুমোদন দেওয়া হয়?
উঃ ২১জুন,২০২১

৪.বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিজয় দিবস উপলক্ষে কতটি দেশের রাষ্ট্রপ্রধান আসবে?
উঃচারটি দেশের।রাশিয়া,ভারত,ভূটান,মেক্সিকো।

৫.বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?
উঃনয়াদিল্লী,ভারত(১৮ নভেম্বর ২০২১,ইয়ার ইনডেক্স) 

৬.আইসিসি ম্যানস ক্রিকেট কমিটির নতুন সভাপতি হলেন কে?
উঃ সৌরভ গাঙ্গুলি(ভারত)

৭.যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ "সন" পুরস্কার ২০২১ পেয়েছেন কোন বাংলাদেশী?
উঃমেরিনা তাবাসসুম। 

৮.আজারবাইজান ও আরমেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কোন সীমান্তে সংঘর্ষ করে?
উঃকারকিলিস সীমান্ত। 

৯.যুক্তরাষ্ট্র কে টপকে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী দেশ?
উঃচীন

১০.সম্প্রতি প্রথম  বাংলাদেশী হিসেবে কে সৌদি আরবের নাগরিকত্ব পেলেন?
উঃকাবা শরীফের প্রধান ক্যালিগ্রাফার "মুখতার আলম"।

১১.বর্তমান বিশ্বে তুলা ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত?
উঃ চতুর্থ। 

১২.কপ-২৭ অনুষ্ঠিত হবে কোথায়?
উঃমিশরের শারম আল শেখ,২০২২ সালে।

১৩.কপ-২৮ অনুষ্ঠিত হবে কোথায়?
উঃ সংযুক্ত আরব আমিরাত, ২০২৩সালে।

১৪.কপ-২৬ সম্মেলন কে গ্রেটা থুনবার্গ কি বলে উল্লেখ করেছে?
উঃ গ্রিনওয়াশ ফেস্টিভ্যাল

১৫.কপ-২৬ এ বাংলাদেশের কোন চলচ্চিত্র প্রথমবারের মতো প্রদর্শন করানো হয়?
উঃনোনা জলের কাব্য।

১৬.কপ-২৬ এ সবচেয়ে বেশি অংশ নিয়েছে কোন দেশের প্রতিনিধি?
উঃব্রাজিল(৪৭৯জন)

১৭.কপ-২৬ এ বিবিসি কোন ৫জন কে ডিলমেকার ঘোষণা করে?
উঃশেখ হাসিনা(বাংলাদেশ),আয়মান সাসলি(সৌদি আরব),অলোক শর্মা(যুক্তরাজ্য),তেরেসা রিবেরা(স্পেন) এবং শি জেনহুয়া(চীন)

১৮.কপ-২৬ এ বিশ্বব্যাপী জলবায়ু তদারকি করতে কোন সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা হয়?
উঃ International Sustainability Standard Board(ISSB).

১৯.কপ-২৬ এ কতটি দেশ কয়লা নিঃসরণের জন্য সাক্ষর করে?
উঃ১৯০টি দেশ।সাক্ষর করেনিঃআমেরিকা,ভারত,অস্ট্রেলিয়া,চীন।

২০.কপ-২৬ এ কতটি দেশ অংশ নেয়?
উঃ১২০টি।

২১.কপ-২৬ এ কতটি দেশ অংশ নেয়নি?
উঃ৬টি।চীন,রাশিয়া,তুরস্ক, ইরান,ব্রাজিল,দক্ষিন আফ্রিকা। 

২২.কপ-২৬ এ শেখ হাসিনা কতটি দফা দাবি করেন?
উঃ৪টি।

২৩.সিভিএফ এবং কমনওয়েলথ সম্মেলনে কতটি সুপারিশ করেন জলবায়ুর পরিবর্তনের জন্য? 
উঃ ৬টি।

২৪.কপ-২৬ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উঃসাবেক ব্রিটিশ এমপি অলোক শর্মা। 

২৫.৮ম টি-২০ আয়োজক দেশ কোনটি?
অউঃ অস্ট্রেলিয়া,২০২২

২৬.৯ম টি-২০ আয়োজক দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। 

৩০.পাকিস্তানে নতুন কোন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে? 
উঃ আর্বো।

৩১.কত তারিখে গনতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হবে? 
উঃ৯ও১০ ডিসেম্বর ২০২১

৩২.তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত উইটসা পুরস্কার/Witsa Eminent Persons Award-2021 কে পেয়েছেন?
উঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির সদস্য দেশ ৮০টি।সদর দপ্তরঃ ভার্জিনিয়া,আমেরিকা।

৩৩.বাংলাদেশে কবে ৫জি চালু হবে?
উঃ ১২ ডিসেম্বর ২০২১।অপারেটর টেলিটক।এই দিন ডিজিটাল বাংলাদেশ দিবস।

৩৪.ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু সংস্থা "IORA"/Indian Ocean Rim Association এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কোন দেশ?
উঃ বাংলাদেশ,(২বছরের জন্য) 

৩৫.২০২১ এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ পুরস্কার কে পেয়েছেন?
উঃ কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন ও সেলিনা হোসেন।

৩৬.দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য অ্যাসোসিও লিডারশীপ পুরস্কার কে পেয়েছেন?
উঃ সজীব ওয়াজেদ জয়।

৩৭.সম্প্রতি  শেখ হাসিনা কোন মেয়াদের জন্য এসডিজি পুরস্কার পেয়েছেন?
উঃ২০১৫-২০২০ মেয়াদের জন্য। 

৩৮.গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উঃচীন।

৩৯.মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উঃ আমেরিকা। 

৪০.সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তজার্তিক পুরস্কার পেয়েছে কোন সংস্থা? 
উঃ উগান্ডার কাম্পালার মোটিভ ক্রিয়েশনস লিমিটেড ও ইন্টিগ্রেটেড ক্রিয়েটিভ স্টুডিও।পুরস্কার গ্রহন করেন " জাফেথ কাওয়ানগুজি"।

৪১.২৮ সেপ্টেম্বর ২০২১ সাভার সেনানিবাসে উদ্বোধন করা স্মৃতিস্তম্ভের নাম কি?
উঃবিজয় চেতন।

৪২.বিশ্বের ১ম দেশ হিসেবে কোন দেশ তাদের পার্লামেন্টে মিয়ানমার বিকল্প সরকার(NUG)কে স্বীকৃতি দেয়?
উঃ ফ্রান্স। 

৪৩.এশিয়ার উইমেন পুরস্কার কে পেয়েছেন?
উঃ বাংলাদেশের "শারমিন জাহান"

৪৪.আরব লীগের ২০২২ সালের সম্মেলন কোথায় হবে?
উঃ আলজেরিয়া 

৪৫.বাংলাদেশের কোন দুটি ওষুধ কোম্পানি কে করোনার খাওয়ার ওষুধ "মলনুপিরাভির" বাজারজাত করার অনুমোদন দেয়?
উঃSK-F এবং বেক্সিমকো।

৪৬.ভারতের পদ্মভূষন ২০২১ কোন বাংলাদেশী পেয়েছেন?
উঃসাবেক হাইকমিশনার  প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী(পাবলিক অ্যাফেয়ার্সের জন্য)

৪৭. ভারতের পদ্মশ্রী পুরস্কার ২০২১ কোন বাংলাদেশী পেয়েছেন?
উঃ প্রখ্যাত প্রন্ততত্ত্ববিদ,লেখক এবং বাংলাদেশের জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড.এনামুল হক।

৪৮.চীনের নভোচারী হিসেবে প্রথমবারের মতো মহাকাশে হাঁটেন কে?
উঃ ওয়াং ইয়াপিং ২০২১।

৪৯.নারীর নিরাপত্তা সূচকে ২০২১ সালে শীর্ষ কোন দেশ?
উঃনরওয়ে।বাংলাদেশ ১৫২তম।নিম্নঃ আফগানিস্তান। 

৫০.বাংলাদেশের ব্লু ইকোনমি/সমুদ্র অর্থনীতিতে সহায়তাকারী দেশ কোনটি?
উঃজাপান।

৫১.এভারেস্টের লবুচে পর্বত জয় করেন কোন বাংলাদেশী?
উঃ জয়নাব বিনতে হোসেন(১ম নারী)

৫২.অস্কারের ৯৪তম  আসরে অংশ নিয়েছে বাংলাদেশের কোন দুটি চলচ্চিত্র? 
উঃ গোর দ্য গ্রেভ(গাজী রাকায়েত)
রেহেনা মরিয়ম নূর(আবদুল্লাহ মোহাম্মদ সাদ)

৫৩.২০৪০ সালের মধ্যে বাংলাদেশের কতটি জেলায় রেলপথ সংযোগ চালু করা হবে?
উঃ ৬৩টি জেলায়।(ভোলা জেলা ব্যতীত)

৫৪.বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
উঃ২৫৫৪ মা.ড.(৪ নভেম্বর ২০২১ বিবিএস)

৫৫.Free press Unlimited Award 2021কোন বাংলাদেশী পেয়েছেন?
উঃ সাংবাদিক রোজিনা ইসলাম (প্রথম আলো)

৫৬.বাংলাদেশ-ভারত যৌথভাবে কবে "মৈত্রী দিবস" পালন করবে?
উঃ ৬ ডিসেম্বর (১৮টি দেশসহ)

৫৭.২০২১ সালে IPI এর ভাইস চেয়ারম্যান নিয়োজিত হয়েছেন কোন বাংলাদেশী?
উঃ মাহফুজ আনাম। (দ্য ডেইলি স্টারের সম্পাদক)

৫৮.ঢাকার বাইরে কোন জেলায় প্রথম ই-পাসপোর্ট চালু হয়?
উঃযশোর জেলায়।

৫৯.প্রথম কৃষাঙ্গ নারী হিসেবে আন্তজার্তিক মহাকাশ স্টেশনে কে যাবেন?
উঃজেসিকা ওয়াটকিনস(তিনিই ১ম নারী হিসেবে চাঁদে অবতরন করবেন ২০২৫সালে)

৬০.প্রথম কোন কৃষাঙ্গ নভোচারী আন্তজার্তিক মহাকাশ স্টেশনে যান?
উঃ ভিক্টর জি গ্লোজার।

৬১.বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন কে?
উঃড্যামন গ্যালগাট ( দক্ষিণ আফ্রিকা)দ্য প্রমিস উপন্যাসের জন্য। 

৬২.ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২১  পেয়েছেন কে?
উঃডেভিড ডিওপ ( ফ্রান্স)" At Night All Blood is Black" উপন্যাসের জন্য। 

৬৩.স্বাধীনতা পুরস্কার ২০২১পেয়েছেন কতজন ব্যক্তি?
উঃ৯ জন ব্যক্তি।

৬৪. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কোন পুরস্কার পেয়েছে ২০২১সালে?
উঃ স্বাধীনতা পুরস্কার। 

৬৫.স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী কোন পুরস্কারে ভূষিত হয়েছেন?
উঃ উইমেন অব দ্য ডিকেড পুরস্কার। 

৬৬.২০২১ কান চলচ্চিত্র উৎসবে সুযোগ পায় একমাত্র বাংলাদেশী কোন চলচ্চিত্র?
উঃরেহেনা মরিয়ম নূর।

৬৭.একুশে পদক ২০২১ পেয়েছেন কতজন?
উঃ২১জন ব্যক্তি

৬৮.র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২১ পেয়েছেন কোন বাংলাদেশী নারী?
উঃডক্টর ফেরদৌসী কাদরী।(১২তম নারী)

৬৯. গান্ধী শান্তি পুরস্কার২০২০পেয়েছেন কে?
উঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 ৭০.নোবেল পুরস্কার ২০২১ পেয়েছেন কতজন ব্যাক্তি?
উঃ১৩ জন ব্যক্তি এবং ১জন নারী।

৭১.গোলাকিপার্স অ্যাওয়ার্ড ২০২১ প্রথমবারের কোন বাংলাদেশী পেয়েছেন?
উঃ ফাইরুজ ফাইজা বিথার।এবং ওনার সাথে আরো ৩জন পেয়েছেন তাদের নামঃফুমজিলে মলাম্বো নকুকা,কলম্বিয়ার কলপাস এবং সাট্টা শেরিফ লাইবেরিয়া।

৭২.বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO)কমিশন পর সাউথ এশিয়ার কি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় কবে এবং কত বছরের জন্য? 
উঃ ১৩ সেপ্টেম্বর ২০২১, দুই বছরের জন্য (২০২১-২০২৩)

৭৩.বাংলাদেশ NDB এর সদস্য হিসেবে ঘোষণা হয় কবে?
উঃ ২০ আগষ্ট ২০২১

৭৪.বাংলাদেশ NDB এর পূর্নাঙ্গ সদস্য পদ লাভ করে কবে?
উঃ ১৬ সেপ্টেম্বর ২০২১

৭৫.পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশর অবস্থান কত?
উঃতৃতীয়।

৭৬.প্যান্ডোরা পেপারস ফাঁস হয় কবে?
উঃ ৩ অক্টোবর ২০২১

৭৭.প্যান্ডোরা পেপারস ফাঁস করে কোন প্রতিষ্ঠান? 
উঃInternational Consortium of Investigate Journalists (ICIJ)

৭৮.New Development Bank এর সদস্য কতটি?
উঃ৭টি।(নোটঃউরুগুয়ে এখনও যোগদান করেনি)

৭৯.সংযুক্ত আরব আমিরাত কবে New Development Bank এর সদস্য পদ লাভ করে? 
উঃ ৪ অক্টোবর ২০২১

৮০.শেখ রাসেল দিবস কবে? 
উঃ১৮ অক্টোবর (২০২১সালে প্রথমবার পালিত হয়)




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form