সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২১ - ডিসেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১
# ১৬ ডিসেম্বর ২০২১ কততম বিজয় দিবস?
- ৫১তম বিজয় দিবস।
# দক্ষিণ ফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'।
# বর্তমানে 'সবচেয়ে নির্ভুল' (৭৩%) মিথ্যা শনাক্তের যন্ত্র আবিষ্কার করেছে ইসরায়েল
# ইসরায়েলের সাথে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি করেছে জর্ডান (২২ নভেম্বর)।
# সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।
# ইন্টারপোলের প্রেসিডেন্ট হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আহমেদ নাসের আল রাইসি।
# বাংলাদেশি বিজ্ঞানীর নতুন উদ্ভাবন, একগাছে ৫ বার ধান।
নাম : পঞ্চব্রীহি
উদ্ভাবন করেছেন : ড. আবেদ চৌধুরী
# বিশ্বের সর্বোচ্চ গতির (৬২৩ কিমি/ঘণ্টা) বৈদ্যুতিক বিমান 'Spirit of Innovation'
# 'Global Youth Leadership Award - 2021' পেয়েছেন বাংলাদেশী তরুণ মাহমুদুল হাসান।
# '৩০ জুন, ২০২২ এর মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মাসেতু'
- মন্ত্রীপরিষদ সচিব
# মোবাইল ইন্টারনেটের গতিতে ১৪১ টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪ তম।
সূত্র - ওকলা
# প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন নাসার নভোচারী জেসিকা ওয়াটকিন্স।
# বিশ্বে ১ম স্বয়ংক্রিয় বৈদ্যুতিক জাহাজ 'ইয়ারা বার্কল্যান্ড' উন্মোচন করেছে নরওয়ে
# ৮৫ মিনিটের জন্য (১৯ নভেম্বর; যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০:১০-১১:৩৫) প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস।
# বিশ্বের সর্ববৃহৎ ভাসমান শিল্প কমপ্লেক্স "অক্সাগন" তৈরি করেছে সৌদি আরব।
# ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে (১৭ নভেম্বর)।
# ১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
# যুক্তরাষ্ট্রকে টপকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র চীন।
সূত্র : ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি
** ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত।
**২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানে ফিরবে বৈশ্বিক আসর
**২০২৪-৩১ বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি
# বিশ্বে ১ম অলাভজনক শহর 'Prince Mohammad Bin Salman Non-Profit City' বানাচ্ছে সৌদি আরব।
# বাংলা কথাসাহিত্যের বাঁক বদলের রূপকার হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেছেন (১৫ নভেম্বর)।
# 'Environmental Photographer of the Year - 2021' হয়েছেন বাংলাদেশী আশরাফুল ইসলাম শিমুল।
# বিশ্বে প্রথম শ্বাস নেয়ার মাধ্যমে গ্রহণযোগ্য করোনা ভ্যাক্সিন উদ্ভাবন করেছে চীন
# ‘WITSA Eminent Persons Award - 2021’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
# ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হবে বাংলাদেশে। ফাইভ-জি চালু করতে যাওয়া মোবাইল অপারেটর হলো টেলিটক।
# ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
# 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
# ১।COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়।
পরিচালক - রেজওয়ান শাহরিয়ার
# ২। বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর - ২০১৫-১৬
# ৩। গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
= চীন
# ৪। মাথাপিছু কার্বন নি:সরণে শীর্ষ দেশ
= যুক্তরাষ্ট্র
# ১ম ''ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতির জন্য আন্তর্জাতিক পুরস্কার'' পেয়েছে MOTIV Creations Limited (Uganda)।
# ইউনেস্কোর এসডিজি-৪, এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
# ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
# ২০২৫ সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা (UAM) চালু করবে দক্ষিণ কোরিয়া।
# ২০৩০ সালের মধ্যে বন ধ্বংস বন্ধে কার্বন নিঃসরণ কমাতে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশসহ ১৩৪ টি দেশ (৭ নভেম্বর)।
# ভারতের 'পদ্মভূষণ' ও 'পদ্মশ্রী' পুরস্কার পেয়েছেন দুই বাংলাদেশী যথাক্রমে সৈয়দ মোয়াজ্জেম আলী ও ড. এনামুল হক।
# বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির' বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)।
নাম - 'এমোরিভির ২০০'
# প্রথম চীনা নারী নভোচারী হিসেবে মহাকাশে হেঁটেছেন ওয়াং ইয়াপিং (৭ নভেম্বর)।
# বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে 'Fintech Ecosystem Development Corporation'
# রাজধানীর কামরাঙ্গীরচরে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল (CBD) তৈরি হবে।
গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১ | সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর
Tags
General Knowledge