খাদ্য অধিদপ্তরের (DGFOOD) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান ২০২১
১. কোন পদটি সাংবিধানিক পদ নয়? উত্তর: চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
২. OMS stands for? উত্তর: Open Market Sales
৩. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? উত্তর: ১২%
৪. “একটি বাড়ি একটি খামার” প্রকল্প কবে থেকে চালু হয়? উত্তর: ১৯৯৬
৫. The word ‘Idolize’ is___ উত্তর: a verb
৬. The passive structure of ‘They pleased us’ is__ উত্তর: We were pleased by them.
৭.বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? উত্তর: প্রাতিপাদিক
৮. She said, “We are going ____ implement the Mujib Climate Prosperity Plan”. উত্তরঃ to
৯. একটি বাক্সের ২ মিটার দৈর্ঘ্য, ১ মিটার ৫০ সে.মি প্রস্থ এবং ১ মিটার উচ্চতা। বাক্সটি’র আয়তন কত? উত্তর: ৩ ঘন মিটার
১০. প ফ ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ? উত্তর: ওষ্ঠ্য বর্ণ
১১. সপ্তাহ কি ধরনের সংখ্যা? উত্তর: পরিমাণ বাচক
১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে? উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২
১৩. What is the antonym of “pale”? উত্তর: Joyful-আনন্দিত ( pale- মলিন, ফ্যাকাশে বিপরিত , Joyful-আনন্দিত)
১৪. সমতট জনপদ কোথায় অবস্থিত? উত্তর: কুমিল্লা অঞ্চলে
১৫. cos এর সর্বনিম্ন মান কত? উত্তর: -1
১৬. কোনটি শুদ্ধ শব্দ? উত্তর: ন্যূনতম
১৭. কোন বাক্যে অসমান কর্তা আছে? উত্তর: তুমি এলে আমি যাব
১৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জন্মশতবার্ষিকী” পালিত হচ্ছে: উত্তরঃ ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
১৯. জেল হত্যা দিবস কবে? উত্তর: ৩ নভেম্বর
২০. হাত কি ধরনের শব্দ? উত্তর: তদ্ধব
২১. নিচের কোন ফলাফল টি ৯ দ্বারা বিভাজ্য? উত্তর: ৭৫ – ৫৭
২২. Which has correct spelling? উত্তর: Hippoportamus
২৩. Which one is correct? উত্তর:
২৪. বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর: ঔদ্ধত্য
২৫. Improvement means- উত্তর: Betterment
২৬. ‘আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম”- বাক্যটি কোন কাল? উত্তর: নিত্যবৃত্ত অতীত
২৭. “রক্ষকই ভক্ষক” কোন জাতীয় বাক্য? উত্তর: সরল বাক্য
২৮. The antonym of coercive is উত্তর: Gentle
২৯. “তবু যেন তা মধুতে মাখা”- কোন কারকে কোন বিভক্তি? উত্তর: করণে সপ্তমী
৩০. দেশি উপসর্গ কোনটি? উত্তর: অকাজ
৩১. “তেইশ নম্বর তৈল চিত্র”- কোন ধরণের রচনা? উত্তর: উপন্যাস
৩২. বিশ্ব পরিবেশ দিবস? উত্তর: ৫জুন
৩৩. সবিতা এর সমার্থক শব্দ কোনটি? উত্তর: সূর্য
৩৪. The verb form of the word `friend’. উত্তর: befriend
৩৫. Karim always runs quite fast. Here always is উত্তর: Adverb
৩৬. সার্কের সদস্য দেশ কয়টি? উত্তর: ৮
৩৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি? উত্তর: ১০
৩৮. বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি? উত্তর: অ্যান্টনিও গুতারেস
৩৯. বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: বৃহৎ + পতি
৪০. “N” সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? উত্তর: n2
৪১. Synonym of Altruistic is উত্তর: Benevolent
৪২. Identify the right passive voice of ‘it is impossible to do this’. উত্তর: This is impossible to be done.
৪৩. সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? উত্তর:যদি বিন্দুগুলো সমরেখ না হয়
৪৪. —— he nor his brothers have done the work. Which is correct in the blank? উত্তর: Neither
৪৫. “অর্থ অনর্থ ঘটায়” – এর কারক ও বিভক্তি কী? উত্তর: কর্মে শূন্য
৪৬. মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর: ১০ এপ্রিল ১৯৭১
৪৭. আবু গারিব বলতে কি বুঝায়? উত্তর: একটি জেলখানা
৪৮. COP-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়? উত্তর: গ্লাসগো
৪৯. বাংলাভাষা ও সাহিত্য প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর: চর্যাপদ
৫০. The British rule came to and end ____ 1947. উত্তর: by
৫১. ভোরের পাখি কার ছদ্মনাম? উত্তর: বিহারীলাল চক্রবর্তী
৫২. “কবর” নাটকটি কোন পটভূমিতে রচিত? উত্তর: বায়ান্নর ভাষা আন্দোলন
৫৩. Who is the famous satirist in english literature? উত্তর: jonathan swift
৫৪. “Maiden speech” means- উত্তর: The first speech
৫৫. What is the meaning of the idiom “ a round dozen? উত্তর: A full dozen
৫৬. The synonym of “Inception” is___. উত্তর: outset
৫৭. “কেঁচে গণ্ডুস” শব্দটির অর্থ কী? উত্তর: নিতান্ত অলস
৫৮. I saw _____ one-eyed man when I was walking on the road. উত্তর: a
৫৯. The word ‘majority’ stands for____. উত্তর: Greater number
৬০. He had written the book before he______. উত্তর: retired
৬১. (-x + 2) (x – 3) = 0 হলে x এর মান কত? উত্তর:
৬২. একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে এক কী কোণ বলে? উত্তর: প্রবৃদ্ধ কোণ
৬৩. মুক্তিযুদ্ধ বিষয়ক ১ম উপন্যাস কোনটি? উত্তর: রাইফেল রুটি আওরাত
৬৪. দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে? উত্তর: সমান
৬৫. প্রথম ১০০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? উত্তর: ৫০৫০
৬৬. শহীদ রাসেল এর জন্ম তারিখ কোনটি? উত্তর: ১৮ অক্টোবর ১৯৬৪
৬৭. ”মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ”- এর বাক্য সংকোচন কি? উত্তর: মেঘমেদুর
৬৮. p + q = 5 এবং p – q = 3 হলে pq এর মান কত? উত্তর: 4
৬৯. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? উত্তর:
৭০. বিরানব্বই কোন সমাস? উত্তর: নিত্য সমাস
৭১. Which is the superlative degree os “dirty”? উত্তর: dirtiest
৭২. “একেই কি বলে সভ্যতা” – কোন ধরনের রচনা? উত্তর: প্রহসন
৭৩. Make a comparison ——– the four girls. Identify the right preposition. উত্তর: among.
৭৪. কোনটি সরল কোন? উত্তর: ১৮০০
৭৫. কোনটি সাধিত ধাতু? উত্তর: পড়া
৭৬. শূন্যসহ সকল ধনাত্মক ও ঋনাত্মক অখন্ড সংখ্যা সমূহকে কী বলা হয়? উত্তর: পূর্ণ সংখ্যা
৭৭. I have not heard from him ____. উত্তর: for a long time
৭৮. শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা ৩ বছরে সুদে-আসলে কত হবে? উত্তর: ১৩৮
৭৯. “অসমাপ্ত আত্মজীবনী” বইটির ভূমিকা লিখেছেন কে?উত্তর: শেখ হাসিনা
৮০. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি? উত্তর: ৮৪
৮১. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? উত্তর: বিশেষ্যের পরে
৮২. ভাষার মূল উপকরণ কী? উত্তর: বাক্য
৮৩. বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কোনটি? উত্তর: ২৫
৮৪. ১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১২হবে? উত্তর: ৭
৮৫. বর্ণচোরা কোন ধরনের সমাস? উত্তর: উপপদ তৎপুরুষ
৮৬. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? উত্তর: যখন তখন
৮৭. লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? উত্তর: ১৯৪০ সালে
৮৮. He ___reached the station by 10 p.m.উত্তর: Will have
৮৯. What is the meaning of “Silver tongue”? উত্তর: A person who speaks sweetly.
৯০. I am looking forward to___ you? উত্তর: seeing
৯১.3x+3x+3x= কত? উত্তর: 3ˣ⁺¹
৯২.মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়? উত্তর: শেখ হাসিনা
৯৩. The plural form of phenomenon isউত্তর: phenomena
৯৪. রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?উত্তর: ৬ দিন
৯৫. Find out the noun?উত্তর: wonder
৯৬. “Proclaim” meansউত্তর: declare
৯৭. পরস্পরছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত? উত্তর: ৩৬০০
৯৮. ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? উত্তর: শিল্প, বাণিজ্য, শ্রম মন্ত্রাণালয়
৯৯. “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?”- কার উক্তি? উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়
১০০. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? উত্তর: ১১ টি
Tags
Job Solution