সমবায় অধিদপ্তর (COOP) এর পরিদর্শক / প্রশিক্ষক / সরোজমিনে তদন্তকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১


সমবায় অধিদপ্তর (COOP) এর পরিদর্শক / প্রশিক্ষক / সরোজমিনে তদন্তকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১


বাংলা অংশ সমাধানঃ  

১। এক কথায় প্রকাশ করুন:

ক. অল্প কথা বলে যে = অল্পভাষী/মিতভাষী 

খ. আমিষের অভাব = নিরামিষ 

গ. উর্বর নয় যা = ঊষর/অনুর্বর

ঘ. কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ

ঙ. জানিবার ইচ্ছা = জিজ্ঞাসা

 

২। বিপরীত শব্দ লিখুন:

ক. অনুকূল = প্রতিকূল 

খ. আর্বিভাব = তিরোভাব 

গ. গুপ্ত =  ব্যক্ত/প্রকাশিত

ঘ. গৌণ = মুখ্য

ঙ. ধবল = কৃষ্ণ

 

৩। সন্ধি বিচ্ছেদ করুন:

ক. সিংহাসন = সিংহ + আসন 

খ. গায়ক = গৈ + অক  

গ. গবেষণা = গো + এষণা 

ঘ. সপ্তাহ = সপ্ত + অহ 

ঙ. অহরহ = অহঃ + অহ 

 

৪। বানান শুদ্ধ লিখুন:

ক. ব্যাতিত = ব্যতীত 

খ. মুর্খ =মূর্খ 

গ. ইতিমধ্যে = ইতোমধ্যে

ঘ. আবিষ্কার = আবিস্কার 

ঙ. পিপিলীকা = পিপীলিকা 
 

ইংরেজি অংশ সমাধানঃ 

৫। Make sentence with the following words:

i) Cooperatives = We thank you for your cooperative efforts. 

ii) Sundarban = Sundarban is the largest mangrove forest in Bangladesh. 

iii) Liberation = Liberation War of Bangladesh is one of the historical events of Bangladesh.

iv) Development = Development is the key purpose of the ruling party.

v) Out and out = He is out and out a gentleman.

 

৬। Fill in the blanks:

i) He bought___ umbrella. উত্তর: an 

ii) ___ Padma is a big river. উত্তর: The 

iii) Sunday is___ first day of the week. উত্তর: the 

iv) Open ___ page fifty. উত্তর: on 

v) The sun rises ___ the east. উত্তর: in 

 

৭। Translate  in English:

i) তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে।

উত্তর: It has been raining for three hours.

ii) তিনি সৎ লোক ছিলেন।

উত্তর: He was an honest person.

iii) তিনি গতকাল এসেছেন।

উত্তর: He came yesterday. 

iv) সমবায় অধিদপ্তর ঢাকার আগারগায় অবস্থিত।

উত্তর: Department of Cooperatives is located in Agargaon, Dhaka. 

v) তিনি একজন পণ্ডিত ব্যক্তি।

উত্তর: He is a wise man.

 

৮। Write Five Sentences on “Bangabandhu”

The father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the architect of independent Bangladesh. He is recognized as the greatest Bengali of the Past Thousand Years. We owe to his charismatic leadership for making us a free nation. This great leader was born on 17th March 1920 at Tungipara in Gopalganj. His father’s name was Sheikh lutfur Rahman and his mother’s name was Sayera Khatun. He passed the matriculation examination from the Gopalganj Mission High School. He obtained B.A. degree in 1947 from the Kolkata Islamic college. Afterward, he joined politics and did his best for the Bengali Nation to make them free from the misrule and oppression of the Pak rulers. His history address on the 17th March 1971, ata mammoth gathering at the Race Course marked a turning point in the history of the Bengali Nation. In his address he made a clarion call, saying: ” Build forts in each homestead. You must resist the Pakistani army with whatever you have in hand. Remember: since we have already had to shed blood, we will have to shed a lot more of it. By the grace of Allah, we will be able to liberate the people of this land. The struggle this time is a struggle for freedom__ the struggle this time is a struggle for emancipation. He was arrested on 25 March 1971 and was taken to Pakistan. He was sent back home after Liberation. He was the Prime Minister and sometimes President of Bangladesh but unfortunately, he was assassinated by some misguided Army officers on 15th August 1975, along with most of his family members except for his two daughters. It is considered a great loss for the nation. Nothing can compensate for the loss. He was engraved at Tungipara.


গণিত অংশ সমাধানঃ 

৯। একটি কলম ২৭০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত?

উত্তর: ৩০০ টাকা 

১০। ২ ব্যক্তি একত্রে একটি কাজ করে ৮ দিনে। প্রথম ব্যক্তি কাজটি ১২ দিনে করতে পারে। দিত্বীয় ব্যক্তি একাকী কাজটি কতদিনে করতে পারবে?

উত্তর: ২৪ দিনে  

১১. ১০০ জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রের গড় নম্বর ৭৫ হলে ছাত্রীদের গড় নম্বর কত? ১

উত্তর: ৬২.৫০ 

১২। ১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে সুদের হার কত?

উত্তর: ২০% 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 

১৩। নিম্নলিখিত প্রশ্নসমূহের উত্তর দিন। 

ক. স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. পূর্ণরূপ লিখুন: CIRDAP

উত্তর: Centre on Integrated Rural Development for Asia and the Pacific

গ. সমবায় অধিদপ্তর কোন মন্ত্রাণালয়ের অধীন?

উত্তর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 

ঘ. বার্ড কোথায় অবস্থিত? 

উত্তর: কুমিল্লা

ঙ. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর: ১৩৬ তম 

চ. স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে?

উত্তর: শামীম শিকদার

ছ. বাংলাদেশ সবচেয়ে বেশি ঐষুধ রফতানি করে কোন দেশে?

উত্তর: ব্রাজিল 

জ. রাষ্টের প্রধান আইনজীবীর পদবী কি?

উত্তর: অ্যাটর্নি জেনারেল 

ঝ. রাজশাহী বিভাগে জেলার সংখ্যা কত?

উত্তর: ৮ টি 

ঞ. মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?

উত্তর: ১০ এপ্রিল ১৯৭২ 




সমবায় অধিদপ্তর (COOP) এর পরিদর্শক / প্রশিক্ষক / সরোজমিনে তদন্তকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১











Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form