২৬৪ জন শূণ্য পদে সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


২৬৪ জন শূণ্য পদে নিয়োগ দিবে সামাজিক সেবা সংগঠন



সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ সামাজিক সেবা সংগঠন একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যাহা পিকেএসএফ, ব্যাংক ও দাতাদের আর্থিক সহায়তায় পরিচালিত। এমআরএ (নিবন্ধন নং ০৬০০৩০১৫৮৬০০১৫০) ও এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নং ২১২৪)-এর সনদ প্রাপ্ত সংস্থাটি “ক্ষুদ্রঋণ কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে নিচে লিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।

চাকরি                          এনজিও চাকরি
জেলা                          সকল জেলা
প্রতিষ্ঠান                           সামাজিক সেবা সংগঠন
শূণ্যপদ                          ০৫ টি
পদের সংখ্যা                  ২৬৪ জন
শিক্ষাগত যোগ্যতা          স্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা                          ১৮-৩৮ বছর
আবেদনের শেষ তারিখ  ৩০ ডিসেম্বর, ২০২১
আবেদনের মাধ্যম          ডাকযোগে


সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/১২/২০২১ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল–এই ঠিকানা বরাবর লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের ত কপি সংযুক্ত করে পাঠাতে হবে।


অন্যান্য সুবিধাদিঃ ফ্রি আবাসন (২ ও ৪ নং পদ ব্যতিত), শহর ভাতা, চাকরি নিয়মিত হলে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমপরিমাণ ২টি এবং ১টি মূল বেতনের ৫০%), প্রতি বছর জুন মাসের শেষে প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ দিনের বেতন সম-পরিমাণ অর্জিত ছুটির টাকা প্রদান, প্রভিডেন্ড ফান্ড, গ্যাচুইটি (চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছর পূর্ণ হলে ২টি, ১৫ বছর পূর্ণ হলে ৩টি ও ২০ বছর পূর্ণ হলে ৪টি করে মূল বেতন প্রদান করা হবে), সন্তানদের জন্য বাৎসরিক এককালীন শিক্ষাভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, দক্ষতা অনুসারে ইনসেনটিভ ও পদোন্নতির ব্যবস্থা রয়েছে।

২৬৪ জন শূণ্য পদে সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form