শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টের প্রশ্ন ২০২১


শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টের প্রশ্ন ২০২১



সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 

১। বাংলাদেশে কত সালে “জাতীয় শুদ্ধাচার কৌশল” প্রণয়ন করা হয়? উত্তর: ২০১২ সালে 

২। বাংলাদেশে ই-পাসপোর্ট এ কত ধরণের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে? উত্তর: ৩৮ ধরণের 

৩। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর: ৪৪ তম [শীর্ষ চীন] 

৪। কোন সালে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়? উত্তর: ১৯৮২ সালে 

৫। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় “আম্পান” এর নামকরণ করে কোন দেশ? উত্তর: থাইল্যান্ড  [থাই ভাষায় ‘আম্পান’ অর্থ দৃঢ়তা, স্বাধীন চিত্ত, শক্তি] 

৬। কোন দেশে একটি সড়কের নমকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তর: আইভরি কোস্ট

৭। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্যসমূহ আলোচিত হয়েছে? উত্তর: ২১ নং 

৮। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? উত্তর: ৩০ দিন

৯। দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোন জেলায় অবস্থিত? উত্তর: নীলফামারী [উত্তরা EPZ] 

১০। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? উত্তর: যশোর 

১১। কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়? উত্তর: ৫ টাকা [ বাংলাদেশ ব্যাংকের নোট নয় ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার নোট] 

১২। মুজিববর্ষ উপলক্ষ্যে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তর: বরগুনা 

১৩। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? উত্তর: ৫৭ তম 

১৪। “সাগরকন্যা” কোন এলাকার ভৌগলিক নাম? উত্তর: কুয়াকাটা [পটুয়াখালী] 

১৫। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে? উত্তর: ২৯তম [১৭ সেপ্টেম্বর ১৯৭৪] 

বাংলা অংশ সমাধানঃ 

১৬। ভাবুক এর সন্ধি বিচ্ছেদ হলো- উত্তর: ভৌ + উক

১৭। টপ + টপ > টপাটপ– ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ? উত্তর: অসমীকরণ

১৮। নীচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? উত্তর: কানাকানি 

১৯। অনুসর্গ হলো এক ধরণের- উত্তর: অব্যয় 
 
২০। কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ- উত্তর: তৈল 

২১। Syntax এর অর্থ হলো- উত্তর: বাক্যতত্ত্ব

২২। কুল + নীন = কুলীন- কোন প্রত্যয়? উত্তর: সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

২৩। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি দেয়? উত্তর: ১৯৩৬সালে

২৪। দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? উত্তর: শাস্তি 

২৫। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯২৬ সালে [১৯ জানুয়ারি ১৯২৬ সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়] 

২৬। কাজী নজরুল ইসলামের গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি কাব্যগ্রন্থ নয়? উত্তর: ঝিলিমিলি [ঝিলিমিলি কাজী নজরুল ইসলামের নাটক] 

২৭। সেলিনা হোসেন এর ‘যাপিত জীবন’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? উত্তর: ভাষা আন্দোলন [ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেলিনা হোসেন এর দুটি উপন্যাস – যাপিত জীবন (১৯৮১) এবং নিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭)] 

২৮। পল্লীকবি জসীমউদ্‌দীন রচিত ‘পল্ল জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর: রাখালী [১৯২৭ সালে প্রকাশিত রাখালী কাবগ্রন্থে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়।]   

২৯। কবি সুফিয়া কামাল রচিত গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি গল্পগ্রন্থ? উত্তর: কেয়ার কাঁটা

৩০। ‘স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো’- বিখ্যাত কবিতাটি কার লেখা? উত্তর: নির্মলেন্দু গুণ

৩১। ‘মহাপতঙ্গ’ গল্পগ্রন্থটি কার লেখা? উত্তর: আবু ইসহাক 

৩২। যা বপন করা হয়েছে- এর এক কথায় প্রকাশ হলো- উত্তর: উপ্ত 

৩৩। নীচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর: রেষ্টুরেন্ট [সঠিক বানান রেস্টুরেন্ট, বিদেশী শব্দে ষ হয়না] 

৩৪। ‘অরণ্য’ শব্দের স্ত্রীলিঙ্গ কি? উত্তর: অরণ্যানী 

৩৫। উচ্চারণ স্থান অনযায়ী ‘চ’ বর্ণের বর্ণসমূহ কোন ধরণের বর্ণ? উত্তর: তালব্য বর্ণ [ চ ছ জ ঝ ঞ শ য য় তালব্য বর্ণ] 

গণিত অংশ সমাধানঃ 

৩৬। নিচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তর: √3

৩৭। একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত? উত্তর: মেঝের দৈর্ঘ্য ১৬ মিটার 

৩৮। a-1/a=1 হলে a3–1/a3= কত? উত্তর: 4 

৩৯। একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত? উত্তর: ১৮ঃ২৫ 

৪০। a+b = √7 এবং a-b= √5 হলে 8ab(a2+b2) = কত? উত্তর: 24 

৪১। a^x=b, b^y=c এবং c^z=a হলে xyz এর মান কত? উত্তর: 1 

৪২। logx^25=2 এর x এর মান কত? উত্তর: 5 

৪৩। দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 7; অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত? উত্তর: 34 

৪৪। নীচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আাঁকা সম্ভব? উত্তর: 48°, 32°, 100° 

৪৫। 8+16+24+…. ধারাটির প্রথম ৯টি পদের সমষ্টি কত? উত্তর: 360 

৪৬। একটি বৃত্তের ব্যাস 26 সে.মি হলে এর পরিধি কত? উত্তর: 81.68 সে.মি (প্রায়) 

৪৭। একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? উত্তর: 25 বার 

৪৮। একটি ত্রিভুজের পরিসীমা 36 সে.মি এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? উত্তর: 15 সে.মি 

৪৯। একটি ত্রিভুজের ভূমি 4 সে.মি. ও অতিভুজ 6 সে.মি. হলে এর উচ্চতা কত? উত্তর: 2√5 

৫০। একটি পাত্রের দের্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার ‍বিশুদ্ধ পানি ধরবে? উত্তর: ২৪,০০০ লিটার  

ইংরেজি অংশ সমাধানঃ  

৫১। Which book do you want? Here ‘which’ is- উত্তর:  interrogative adjective

৫২। A rolling stone gathers no moss. Here ‘rolling’ is- উত্তর: participle. 

৫৩। Adjective of ‘circle’ is- উত্তর: circular 

৫৪। Choose the noun form of ‘hinder’ – উত্তর: Hindrance 

৫৫। You are__ Nazrul, I see. উত্তর: a 

৫৬। The





















Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form