শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টের প্রশ্ন ২০২১
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১। বাংলাদেশে কত সালে “জাতীয় শুদ্ধাচার কৌশল” প্রণয়ন করা হয়? উত্তর: ২০১২ সালে
২। বাংলাদেশে ই-পাসপোর্ট এ কত ধরণের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে? উত্তর: ৩৮ ধরণের
৩। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর: ৪৪ তম [শীর্ষ চীন]
৪। কোন সালে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়? উত্তর: ১৯৮২ সালে
৫। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় “আম্পান” এর নামকরণ করে কোন দেশ? উত্তর: থাইল্যান্ড [থাই ভাষায় ‘আম্পান’ অর্থ দৃঢ়তা, স্বাধীন চিত্ত, শক্তি]
৬। কোন দেশে একটি সড়কের নমকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তর: আইভরি কোস্ট
৭। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্যসমূহ আলোচিত হয়েছে? উত্তর: ২১ নং
৮। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? উত্তর: ৩০ দিন
৯। দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোন জেলায় অবস্থিত? উত্তর: নীলফামারী [উত্তরা EPZ]
১০। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? উত্তর: যশোর
১১। কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়? উত্তর: ৫ টাকা [ বাংলাদেশ ব্যাংকের নোট নয় ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার নোট]
১২। মুজিববর্ষ উপলক্ষ্যে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তর: বরগুনা
১৩। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? উত্তর: ৫৭ তম
১৪। “সাগরকন্যা” কোন এলাকার ভৌগলিক নাম? উত্তর: কুয়াকাটা [পটুয়াখালী]
১৫। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে? উত্তর: ২৯তম [১৭ সেপ্টেম্বর ১৯৭৪]
বাংলা অংশ সমাধানঃ
১৬। ভাবুক এর সন্ধি বিচ্ছেদ হলো- উত্তর: ভৌ + উক
১৭। টপ + টপ > টপাটপ– ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ? উত্তর: অসমীকরণ
১৮। নীচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? উত্তর: কানাকানি
১৯। অনুসর্গ হলো এক ধরণের- উত্তর: অব্যয়
২০। কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ- উত্তর: তৈল
২১। Syntax এর অর্থ হলো- উত্তর: বাক্যতত্ত্ব
২২। কুল + নীন = কুলীন- কোন প্রত্যয়? উত্তর: সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
২৩। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি দেয়? উত্তর: ১৯৩৬সালে
২৪। দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? উত্তর: শাস্তি
২৫। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯২৬ সালে [১৯ জানুয়ারি ১৯২৬ সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়]
২৬। কাজী নজরুল ইসলামের গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি কাব্যগ্রন্থ নয়? উত্তর: ঝিলিমিলি [ঝিলিমিলি কাজী নজরুল ইসলামের নাটক]
২৭। সেলিনা হোসেন এর ‘যাপিত জীবন’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? উত্তর: ভাষা আন্দোলন [ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেলিনা হোসেন এর দুটি উপন্যাস – যাপিত জীবন (১৯৮১) এবং নিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭)]
২৮। পল্লীকবি জসীমউদ্দীন রচিত ‘পল্ল জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর: রাখালী [১৯২৭ সালে প্রকাশিত রাখালী কাবগ্রন্থে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়।]
২৯। কবি সুফিয়া কামাল রচিত গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি গল্পগ্রন্থ? উত্তর: কেয়ার কাঁটা
৩০। ‘স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো’- বিখ্যাত কবিতাটি কার লেখা? উত্তর: নির্মলেন্দু গুণ
৩১। ‘মহাপতঙ্গ’ গল্পগ্রন্থটি কার লেখা? উত্তর: আবু ইসহাক
৩২। যা বপন করা হয়েছে- এর এক কথায় প্রকাশ হলো- উত্তর: উপ্ত
৩৩। নীচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর: রেষ্টুরেন্ট [সঠিক বানান রেস্টুরেন্ট, বিদেশী শব্দে ষ হয়না]
৩৪। ‘অরণ্য’ শব্দের স্ত্রীলিঙ্গ কি? উত্তর: অরণ্যানী
৩৫। উচ্চারণ স্থান অনযায়ী ‘চ’ বর্ণের বর্ণসমূহ কোন ধরণের বর্ণ? উত্তর: তালব্য বর্ণ [ চ ছ জ ঝ ঞ শ য য় তালব্য বর্ণ]
গণিত অংশ সমাধানঃ
৩৬। নিচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তর: √3
৩৭। একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত? উত্তর: মেঝের দৈর্ঘ্য ১৬ মিটার
৩৮। a-1/a=1 হলে a3–1/a3= কত? উত্তর: 4
৩৯। একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত? উত্তর: ১৮ঃ২৫
৪০। a+b = √7 এবং a-b= √5 হলে 8ab(a2+b2) = কত? উত্তর: 24
৪১। a^x=b, b^y=c এবং c^z=a হলে xyz এর মান কত? উত্তর: 1
৪২। logx^25=2 এর x এর মান কত? উত্তর: 5
৪৩। দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 7; অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত? উত্তর: 34
৪৪। নীচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আাঁকা সম্ভব? উত্তর: 48°, 32°, 100°
৪৫। 8+16+24+…. ধারাটির প্রথম ৯টি পদের সমষ্টি কত? উত্তর: 360
৪৬। একটি বৃত্তের ব্যাস 26 সে.মি হলে এর পরিধি কত? উত্তর: 81.68 সে.মি (প্রায়)
৪৭। একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? উত্তর: 25 বার
৪৮। একটি ত্রিভুজের পরিসীমা 36 সে.মি এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? উত্তর: 15 সে.মি
৪৯। একটি ত্রিভুজের ভূমি 4 সে.মি. ও অতিভুজ 6 সে.মি. হলে এর উচ্চতা কত? উত্তর: 2√5
৫০। একটি পাত্রের দের্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? উত্তর: ২৪,০০০ লিটার
ইংরেজি অংশ সমাধানঃ
৫১। Which book do you want? Here ‘which’ is- উত্তর: interrogative adjective
৫২। A rolling stone gathers no moss. Here ‘rolling’ is- উত্তর: participle.
৫৩। Adjective of ‘circle’ is- উত্তর: circular
৫৪। Choose the noun form of ‘hinder’ – উত্তর: Hindrance
৫৫। You are__ Nazrul, I see. উত্তর: a
৫৬। The
Tags
Job Solution