১,৭১০ জন শূণ্য পদে ৪৪ তম বিসিএস (সাধারণ) পরীক্ষা-২০২১ এর বিজ্ঞপ্তি
পদ সংখ্যাঃ
ক) সাধারণ ক্যাডারঃ- ৪৪৯ টা।
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৪৮৫ টা।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৪০১ টা।
মোট পদসংখ্যাঃ ১,৭১০ টা
আবেদন শুরুঃ ৩০/১২/২০২১।
আবেদন শেষঃ ৩১/০১/২০২২।
সাধারণ শিক্ষার্থীরা( কোটা ব্যতীত) আবেদন করতে পারবেন ২০২১ সালের ২ নভেম্বরে যাদের বয়স ৩০ বছর হবে অর্থাৎ ১৯৯১ সালের ২ নভেম্বর থেকে এই পাশে ২ নভেম্বর ২০২১ তারিখে যাদের বয়স ৩০ বছর ।আর যাদের ৪র্থ বর্ষের পরীক্ষা ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে তারা এ্যাপিয়ার্ড দিয়ে করতে পারবেন ।
পরীক্ষা ২৭ মে ২০২২ (সম্ভাব্য)
৪৪ তম বিসিএস সার্কুলার প্রকাশিত...
বেকার জীবনে ৫ টা বিসিএস সার্কুলার পেয়েছি। সার্কুলার পেলেই জব গ্রুপগুলোতে ঈদের আনন্দ বয়ে যেত।
সার্কুলার হাতে নিয়ে জেনারেল এবং প্রফেশনাল ক্যাডারে ৪৪% হিসেবে আমার জন্য কতগুলো পদ আছে, হিসাব করতে বসে যেতাম। এখন কোটামুক্ত সার্কুলারের আবেদনযোগ্য সবগুলো পদই আপনার।
পিএসসি এখন নন ক্যাডারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ রিক্যুইজিশন আনার চেষ্টা করেন। ফলে নন ক্যাডার এর তালিকা থেকে প্রায় সবাই একটা ১ম বা ২য় শ্রেণির চাকরিতে সুপারিশ পায়।
বিসিএস হেটার্সরা যতই বলুক বিসিএসই জীবন নয়, এর বাইরেও অনেক জব আছে, যতই পড়ো ৪ লাখ আবেদনকারী থেকে ২ হাজার ক্যাডার হতে পারবা মাত্র।
কঠিন বাস্তবতা হলো, সিভিল সার্ভিস তথা সরকারি চাকরির মতো গ্লামারাস অল্টারনেটিভ ফিল্ড আমরা তৈরি করতে পারিনি এখনো এবং অধিক জনসংখ্যা সমস্যার কারণে কোন প্রতিষ্ঠানই আবেদনকৃত সবাইকে চাকরী দিতে পারবে না।
তাই বয়স থাকলে সেরাটার জন্য চেষ্টা করবেন না ই বা কেনো! তবে বয়স শেষের দিকে চলে গেলে জীবন বাচানোটাই ফরজ হয়ে উঠে।
যোগ্য সকলের স্বপ্ন পূরণ হোক।
সিভিল সার্ভিসে নবীনদের জন্য প্রতীক্ষায় আছি..
রবিউল আলম লুইপা
৩৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
Tags
Job Circular